l প্রতিবছর ১ জুলাই পালন করা হয় বিশ্ব কৌতুক দিবস।
l মনোবিজ্ঞানী রিচার্ড ওয়াইজম্যান ২০০২ সালে একটি জরিপ চালিয়েছিলেন। ওই প্রকল্পের নাম ছিল লাফল্যাব। হাসি নিয়ে গবেষণা করতে গিয়ে ওই জরিপে জানতে চাওয়া হয়েছিল বিশ্বের সবচেয়ে হাসির কৌতুক কোনটা। ৪১ হাজার কৌতুক ও ১৫ লাখ ভোটের পর যে কৌতুকটি সেরা হয়েছিল ওটা ছিল এমন—
দুই শিকারি বন্দুক হাতে জঙ্গলে বেরিয়েছিল শিকার করতে। এমন সময় একজন হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। আরেকজন দেখল, জ্ঞান হারানো লোকটা শ্বাস নিচ্ছে না, নড়াচড়াও করছে না। সুস্থ লোকটা ফোন বের করে জরুরি নাম্বারে কল দিল।
ইমার্জেন্সি : জি বলুন।
শিকারি : আমার সঙ্গী মনে হয় মরে গেছে! আমি এখন কী করব!
ইমার্জেন্সি : একদম ঘাবড়াবেন না। আমি সাহায্য করছি। আগে নিশ্চিত হয়ে নিন যে তিনি সত্যিই মরে গেছেন।
খানিক নীরবতা। একটা গুলির শব্দ শোনা গেল। তারপর আবার ফোন ধরে লোকটা বলল, ‘জি, এখন নিশ্চিত। এবার বলুন।’
মন্তব্য করুন