বৃষ্টি শেখ খাদিজা
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০২:১৬ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৮:২৮ পিএম
প্রিন্ট সংস্করণ

পাঞ্জাবির সাত-সতেরো এবং আঠারো

উৎসব
পাঞ্জাবির সাত-সতেরো এবং আঠারো

ঈদ সামনে রেখে রাজধানীর বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাত সব জায়গায় ধুম পড়েছে পাঞ্জাবি কেনাবেচার। প্রতিটি শপিং মল ও বিপণিবিতান ঘুরে পাঞ্জাবির দারুণ সব সংগ্রহ চোখে পড়ল। এবারের ঈদ গরমে হওয়ায় হালকা রঙের সুতি পাঞ্জাবি বেশি প্রাধান্য পাচ্ছে ফ্যাশন হাউসগুলোতে। লিখেছেন বৃষ্টি শেখ খাদিজা

বাঙালি অনেকটাই তাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখে পোশাকে। বিশেষ করে কোনো উৎসব উপলক্ষ এলে সেই পোশাকের বিষয়ে মাতামাতি আরও বেড়ে যায়। আসছে ঈদুল ফিতর সামনে রেখে আমাদের প্রস্তুতির কোনো কমতি নেই। সময়োপযোগী ফ্যাশনের দৌড়ে শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ কেউই পিছিয়ে থাকছে না।

ফ্যাশনে নারীরা বেশি এগিয়ে থাকলেও পুরুষরাও পিছিয়ে নেই। পুরুষদের ঈদ মানেই দেশীয় ভালো মান ও ডিজাইনের পাঞ্জাবি। ঈদের নামাজ থেকে শুরু করে সারা দিনের ঘোরাঘুরি বা ঈদের পার্টিতে পাঞ্জাবির কোনো বিকল্পই হয় না। ছোট ছেলে শিশু থেকে শুরু করে প্রৌঢ় কিংবা নিম্নবিত্ত, উচ্চবিত্ত বা ধনী—সবারই পছন্দ ঈদের পাঞ্জাবি।

ঈদ বাজারে সুতি, পিওর তসর সিল্ক, ধুপিয়ানা সিল্ক, খদ্দর কটন, জামদানিসহ বিভিন্ন ধরনের কাপড়ের পাঞ্জাবি এসেছে বাজারে। গরমে ঈদ হওয়ায় ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে সুতি পাঞ্জাবি। তবে পিওর তসর সিল্ক, ধুপিয়ান সিল্ক, খদ্দের কটন, জামদানি দিয়ে থেরি পাঞ্জাবিগুলো বেশিরভাগ ইন্ডিয়ান ব্র্যান্ডের।

ইজি ফ্যাশনের পরিচালক ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, ‘এই ঈদে যেহেতু গরম থাকবে তাই ছেলেদের পাঞ্জাবিতে কটনের মধ্যেই হালকা রং নির্বাচন করেছি, এর পাশাপাশি ডিজাইনের ক্ষেত্রে সাধারণ কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কাটিং আর প্যাটার্নে ভিন্নতা, সেমি লং প্যাটার্ন তার জায়গা ধরে রাখবে, ফিউশনধর্মী পাঞ্জাবিতেও থাকবে নতুনত্ব। আমরা বরাবরই নতুনত্ব আনার চেষ্টা করি; এবারও তার ব্যতিক্রম নয়।’

ঈদের কেনাকাটায় পোশাকের মূল্য ক্রেতার নাগালের মধ্যে রয়েছে?—এমন প্রশ্নের জবাবে এই ডিজাইনার বলেন, ‘করোনা মহামারিতে পোশাকে যে ধরনের দাম রেখেছিলাম এবারও তাই আছে। আশা করছি এবার ব্যবসা আগের বছরগুলোর চেয়ে অনেক ভালো হবে। পোশাকের দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে রেখেছি। শুধু মুনাফা নয়, ক্রেতাদের সেবা দেওয়াও আমাদের লক্ষ্য।’

কোথায় পাবেন ভালো পাঞ্জাবি

রাজধানীর দেশীদশ, ক্যাটস আই, ইয়েলো, এক্সটেসি, ইজি, আড়ং, লুবনান ফ্যাশন হাউসগুলোতে ঈদের পাঞ্জাবি কালেকশন চোখে পড়ার মতো। রেগুলার ফিটের পাশাপাশি স্লিমফিট পাঞ্জাবি করা হয়েছে। এ ছাড়া রাজধানীর ‘পাঞ্জাবি গার্ডেন’-এ তারুণ্যের পছন্দ অনুযায়ী বিভিন্ন নকশার পাঞ্জাবির কালেকশন এসেছে। আর দেশীয় পোশাক বাছাইয়ে আজিজ সুপার মার্কেটের কোনো জুড়ি নেই। ঈদ উপলক্ষে এর ফ্যাশন হাউসগুলোতে বাহারি রঙের পাঞ্জাবি দৃষ্টি কাড়ছে ক্রেতাদের। এখানে অপেক্ষাকৃত সাশ্রয়ী দামে মিলবে পছন্দের পাঞ্জাবি। এ ছাড়া এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন আউটলেটে মিলবে বিভিন্ন পাঞ্জাবি।

দরদাম

ইজির বড়দের পাঞ্জাবি ১ হাজার ৯৭০ থেকে ২ হাজার ৮৯০ টাকা পর্যন্ত। ছোটদের পাঞ্জাবি ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৯৮০ টাকা পর্যন্ত। কে ক্রাফটে ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে নিজের পছন্দের পাঞ্জাবি পেয়ে যাবেন। রঙ বাংলাদেশে ১ হাজার ৫০০ থেকে শুরু করে ৩ হাজারের মধ্যে রয়েছে পাঞ্জাবির দাম।

পছন্দসই পাঞ্জাবি কেনার ক্ষেত্রে তিনটি বিষয়ে লক্ষ রাখা উচিত—এটি ঠিকঠাকভাবে ফিট করছে কি না, কাপড় যথেষ্ট আরামদায়ক কি না এবং রং ও ডিজাইন ক্রেতার পছন্দ কি না। তবে চাহিদামতো পাঞ্জাবির সাইজ আর পছন্দ মিললেও ক্রেতারা মূলত নির্ভর করেন নিজেদের বাজেটের ওপর।

অনেকেই দেশের শীর্ষ পোশাক ব্র্যান্ডগুলো থেকে পাঞ্জাবি কিনতে পছন্দ করেন, আবার অনেকেই অন্যান্য জায়গায় স্বকীয় ডিজাইন আর তুলনামূলক স্বল্পমূল্যের পণ্য খোঁজেন। আবার কেউ কেউ কাপড় কিনে নিজেদের মাপে পাঞ্জাবি সেলাই করিয়ে নিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

উৎসবের সময় দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউসগুলো বিপুল পরিমাণ পাঞ্জাবি আনে। এগুলো থেকে পাঞ্জাবি কেনার সুবিধা হলো, তাদের শোরুম শপিং মলসহ সুবিধামতো অনেক স্থানেই খুঁজে পাবেন এবং পাঞ্জাবি সেলাই করাই থাকবে। বাড়তি ঝামেলা নিতে হবে না। নজরকাড়া ধরন এবং সূচিকর্মে সাজানো দেশের প্রথিতযশা ফ্যাশন ডিজাইনারদের নকশায় করা এ পাঞ্জাবিগুলো এক ধরনের নান্দনিক তৃপ্তি দেয়। এ ব্র্যান্ডগুলোর অনলাইনেও রয়েছে সরব উপস্থিতি, তাই পাওয়া যায় ঘরে বসেই পণ্য পাওয়ার সুবিধাও।

বিভিন্ন ফ্যাশন হাউসের এসব পাঞ্জাবির নেতিবাচক দিকও আছে। যেমন এগুলো কিছুটা ব্যয়বহুল। আবার পরিচিত কারও সঙ্গে নিজের শখের পাঞ্জাবিটি মিলে যাওয়ার আশঙ্কা নেহাত কম নয়! রাস্তায় দেখা মিলতে পারে একই পাঞ্জাবি পরা কোনো অপরিচিত জনেরও। যেহেতু এ পাঞ্জাবিগুলোর অনেক পিস তৈরি করা হয় এবং তার মধ্যে সুন্দরগুলোই দ্রুত ও বেশি বিক্রি হয়, তাই কারও না কারও সঙ্গে পাঞ্জাবি মিলে যেতেই পারে।

ব্র্যান্ড হাউসগুলো ফ্যাশন চলতি ডিজাইন এবং নির্দিষ্ট গোষ্ঠীকে কেন্দ্র করে পণ্য ডিজাইন করে থাকে। তাই স্রোতের বিপরীতে চলতে যারা পছন্দ করেন, নিজেকে একটু স্বকীয়ভাবে উপস্থাপন করতে চান, তাদের এসব পণ্য পছন্দ নাও হতে পারে।

এদিকে নন-ব্র্যান্ডের খুচরা বিক্রেতাদের কাছ থেকে পাঞ্জাবি কেনার সুবিধা হলো অনন্য ডিজাইন এবং দাম কিছুটা কম। রাজধানীর এলিফ্যান্ট রোড, বদরুদ্দোজা সুপার মার্কেট, নূরজাহান সুপার মার্কেট এবং পুরান ঢাকার শরীফ মার্কেটে পাওয়া যাবে এসব। তবে এ ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কাপড়ের উপাদান ও মানের ব্যাপারে। আর বিক্রয়কর্মীর সঙ্গে দরদামেও হতে হবে পটু।

এ ছাড়া শৈল্পিক ডিজাইন আর মনমতো ফিটিংয়ের জন্য বিশেষভাবে সেলাই করা পাঞ্জাবি রাখতে পারেন বিকল্প বিবেচনায়। এতে চাইলেই কোনো ডিজাইন এবং সূচিকর্ম নির্ধারণ করে দেওয়া যায় দর্জিকে। এতে ফেব্রিকের মানের ওপরও ক্রেতার নিয়ন্ত্রণ থাকে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের পাশে আল্লাহ করিম জামে মসজিদ সুপার মার্কেট এবং মিরপুর-১১ মোহাম্মদিয়া মার্কেটে এমন পাঞ্জাবি বানিয়ে নেওয়া যায়। এ ক্ষেত্রেও রয়েছে কিছু অসুবিধা। একে তো কাপড় আর সেলাইয়ের খরচ, তারপর উৎসবের কয়েক সপ্তাহ আগেই অর্ডার করতে হয়। এরপর পণ্য হাতে পেয়ে যেরকম হবে কল্পনা করেছিলেন সেরকমটা না হলেও কিছু করার থাকে না।

সবচেয়ে বড় কথা, এখন যেহেতু ঈদ প্রায় চলে এসেছে, পাঞ্জাবি বানাতে দিলে তা সময়মতো হাতে না পাওয়ার আশঙ্কাই বেশি!

আরেকটি জিনিস পাঞ্জাবি কেনার সময় খেয়াল রাখবেন। টেকসই, ফেব্রিকের মান এবং আরামদায়ক থেকেও বড় বিষয় হচ্ছে উৎসব শেষ হওয়ার পর পাঞ্জাবিটির উপযোগিতা কেমন। কেনার সময়ই তা

ভেবে নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবচেয়ে বড় বিচারক জনগণ, আ.লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান

মুখ থেঁতলে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার খুলে নিয়েছে দুর্বৃত্তরা

জামায়াতের বিষয়ে যা বললেন তারেক রহমান

ভারতে প্রবল বৃ‌ষ্টি, কুড়িগ্রামে ভেসে আসছে হাজার হাজার গাছ

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক, পাক অধিনায়ক জড়ান তর্কে

ইন্দোনেশিয়ায় স্কুল ভবনধসে মৃত্যু ৫০

ভারতে হাসপাতালে আগুন, আইসিইউতে ৬ রোগীর মৃত্যু

কীভাবে নির্বাচিত হন বিসিবি সভাপতি, জেনে নিন পুরো প্রক্রিয়া

সময় এসে গেছে, ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব : তারেক রহমান

জুলাই আন্দোলনে আমি আমাকে মাস্টারমাইন্ড হিসেবে দেখি না : তারেক রহমান

১০

জুবিন গার্গের মৃত্যুরহস্যে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১১

শেখ সাদি তোমার প্রেমিক? উত্তরে যা বললেন পরীমনি

১২

বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

১৩

করতোয়া নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ১৭

১৪

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৫

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, অতঃপর...

১৬

লাউয়াছড়ায় গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার

১৭

আলোচিত বেগমপাড়ায় কার কয়টি বাড়ি-ফ্ল্যাট

১৮

মালিক বাড়িতে নেই, গরু বিক্রি করে লাপাত্তা কর্মচারী

১৯

শয়তানের নিশ্বাস ছড়িয়ে গৃহবধূর সর্বস্ব লুট

২০
X