রাঙামাটি ও কাপ্তাই প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০২:২৫ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৯:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

রাঙামাটির হ্রদ-পাহাড়ে ছুটছে মানুষ

রাঙামাটির হ্রদ-পাহাড়ে ছুটছে মানুষ

ঈদের ছুটিতে হ্রদ-পাহাড়ের রাঙামাটি ও মেঘের রাজ্য সাজেক পর্যটকের পদচারণায় মুখর। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঈদের দিন থেকেই আসছেন হাজারো পর্যটক। গতকাল বুধবার রাঙামাটির ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক ও আরণ্যকে দর্শনার্থীর ভিড় দেখা গেছে। নিরাপত্তা নিয়েও সন্তুষ্ট তারা।

প্রতি বছর টানা ছুটি পেলেই পর্যটকরা পার্বত্য জেলা রাঙামাটিতে হ্রদ-পাহাড়ের সৌন্দর্য উপভোগে আসেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার শহরের পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, কেন্দ্রীয় শহীদ মিনার, পর্যটন ঝুলন্ত ব্রিজ, সুবলং ঝর্ণা, কাপ্তাই হ্রদ, আসামবস্তি কাপ্তাই সড়ক, মেঘের রাজ্য সাজেকসহ জেলার বিভিন্ন পর্যটন স্পর্ট পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এতে কর্মব্যস্ততা বেড়েছে হোটেল-মোটেল, কর্টেজ-রিসোর্ট, রেস্টুরেন্ট, ট্যুরিস্ট বোটসহ পর্যটন সংশ্লিষ্টদের।

চট্টগ্রাম থেকে রাঙামাটি ঘুরতে আসা আরিফ জানান, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা ঘুরতে এসেছি। পরিবেশ-প্রকৃতি সব মিলিয়ে ভালোই লাগছে। ট্যুরিস্ট বোট মালিক ইব্রাহিম জানান, বেশকিছু দিন বসেছিলাম, পর্যটক ছিল না। ঈদের সময়টাতে পর্যটক আসতে শুরু করেছে। সাজেক কর্টেজ-রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, সাজেকের ৯১টি কর্টেজ-রিসোর্টে ৬০-৭০ শতাংশ বুকিং রয়েছে। পর্যটক আসছে, আশা করছি ছুটির বাকি দিনগুলোতে আরও বাড়বে। রাঙামাটি আবাসিক হোটেল মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোস্তফা কামাল উদ্দিন জানান, আশা করছি সবমিলিয়ে রাঙামাটির যে ৫৪টি আবাসিক হোটেল রয়েছে, তার সবই কম-বেশি বুকিং হয়ে যাবে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলো বিকাশ চাকমা জানান, এরই মধ্যে আমাদের ৬০-৭০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। এ ছাড়া রূপসী কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রগুলোতে হাজারো পর্যটকের আগমন ঘটেছে। ঈদের দিন বিকেল থেকে শুরু করে গতকাল বুধবার পর্যন্ত উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে দেখা যায়, বেশিরভাগ পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়। কাপ্তাই ঘুরতে আসা পর্যটকদের বেশিরভাগই সন্তোষ প্রকাশ করেছেন। তবে কেউ কেউ আক্ষেপ করে বলেন, ঈদকে ঘিরে কাপ্তাই সড়কের চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। কাপ্তাই নিসর্গ পড হাউসের সহকারী ম্যানেজার মিনহাজ উদ্দিন বলেন, ঈদের ছুটিতে কাপ্তাই নিসর্গ পড হাউসের সব রিসোর্ট প্রায় বুকিং। এ ছাড়া নিসর্গ রেস্টুরেন্ট খোলা আছে। কাপ্তাই লেক হ্যাভেন গেস্ট হাউসের পরিচালক মো. মহরম জানান, আমাদের গেস্ট হাউসে পর্যটকরা খুব সহজে লেক, নদী, বাঁধ উপভোগ করতে পারবেন।

কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানান, ঈদের ছুটিতে কাপ্তাইয়ে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিতে থানার পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জানান, ঈদের ছুটিতে রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা মোতায়ন রয়েছেন। এতে পর্যটকরা নিরাপদে ও স্বস্তিতে রাঙামাটি ভ্রমণ করতে পারছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাথর লুটপাটকারীদের নিয়ে যে পদক্ষেপ নিচ্ছে দুদক

প্লট ও ফ্ল্যাট বরাদ্দে মন্ত্রী-সচিবসহ যাদের কোটা বাতিল

১১ বছর আগে মারা যাওয়া স্বামীই সন্তানের বাবা, দাবি অন্তঃসত্ত্বার

ডাকসু নির্বাচন / দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নিয়েছেন ১৩ জন

জরায়ুর বদলে লিভারে বেড়ে উঠছে ভ্রূণ, বিস্মিত চিকিৎসকরাও

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : অর্থ উপদেষ্টা

মোদির হাতেই দেশ নিরাপদ, বললেন কংগ্রেস নেতা

অসহায় বিধবা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

এবার জাফলংয়ে পাথর লুটপাট বন্ধে অভিযান

ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তি নিয়ে সুখবর

১০

একবার ফোন চার্জ দিলে কত টাকা খরচ হয় আপনার? জেনে নিন

১১

১২ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো ১২ দিনে

১২

ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

১৩

এসএসসি পাসেই পানি উন্নয়ন বোর্ডে চাকরি, নেবে ২৮৪ জন

১৪

বিচ্ছেদের পর কাজ থেকে বিরতি, এখনো চিকিৎসা নিচ্ছেন ফারিয়া

১৫

হস্তান্তরের আগেই নবনির্মিত স্কুল ভবনে ফাটল

১৬

পরীক্ষায় কম নম্বর দেওয়ায় শিক্ষিকাকে মারধর করল ছাত্র

১৭

অভাব-ঋণের ভারে মা-মেয়ের বিষপান

১৮

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল : রিজভী

১৯

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ৬ খাবার, বাদ দিন এখনই

২০
X