আবেগে ভাসাল ‘মুজিব’
মুজিব: একটি জাতির রূপকার
এ বছর ১৩ অক্টোবর ১৫৩টি হলে মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। কেন্দ্রীয় চরিত্রে ছিলেন আরিফিন শুভ। প্রত্যন্ত অঞ্চলের সিনেমা হলগুলোতেও প্রাণের সঞ্চার ঘটায় ‘মুজিব’। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আরিফিন শুভ, তিশা, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারী ও শামা জাইদি
প্রিয়তমা
বছরের আলোচিত আরেক সিনেমা ‘প্রিয়তমা’। ঢালিউড সুপারস্টার শাকিব ও কলকাতার ইধিকা পালের জুটি দেখতে হলে ছুটে যান দর্শক। পরিচালনা করেছেন হিমেল আশরাফ। ব্যবসাসফলও হয় সিনেমাটি।
সুড়ঙ্গ
এ বছর থ্রিলারপ্রেমীদের মন কেড়েছে ‘সুড়ঙ্গ’। এতে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। জুটি বাঁধেন তমা মির্জা। আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলে ‘সুড়ঙ্গ’। পরিচালনা করেছেন রায়হান রাফী।