কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনয়ের পাশাপাশি নানা সময় নিজের ব্যতিক্রমী কর্মকাণ্ড দিয়ে আলোচনায় থাকেন তিনি। এবার বিদেশের রাস্তায় জুতা হাতে ঘুরে বেড়িয়ে নতুন আলোচনার জন্ম দিলেন এ তারকা।
বেশ কিছুদিন ধরে ভারতে নেই স্বস্তিকা। দিন কাটাচ্ছেন যুক্তরাজ্যে। সেখানে তিনি কী কী করছেন তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে।
যুক্তরাজ্যে মেয়ের সমাবর্তনে যোগ দিতে গিয়েছেন এ অভিনেত্রী। এরপর সমাবর্তন অনুষ্ঠান থেকে নিজের একটি ছবি প্রকাশ করেন স্বস্তিকা। সেখানে মেয়ের সমাবর্তনের ক্যাপ মাথায় দিয়ে ধরা দিয়েছেন গর্বিত মা হিসেবে। পরনে আকাশি ব্লাউজ ও লাল শাড়ি। কাঁধে একটি ঝোলা ব্যাগ এবং দুই হাতে দুই পাটি জুতা। মুখে লেগে আছে অমলিন হাসি।
প্রিয় অভিনেত্রীকে এমন ছবিতে দেখে ভক্তরাও বেশ আনন্দিত হয়েছেন। জানিয়েছেন নিজেদের মতো করে মন্তব্য।