গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:০২ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

দোয়া মাহফিল এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মো. মহিউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
দোয়া মাহফিল এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মো. মহিউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

আসন্ন সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ বলেছেন, গজারিয়ায় আমার কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে। এসব করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

সোমবার (১৯ জানুয়ারি) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে গজারিয়ায় রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের টার্গেট করে হামলা ও হুমকির ঘটনা বাড়ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি হোসেন্দী ইউনিয়নের একটি ঘটনার উল্লেখ করে বলেন, যুবদল নেতা আলী হোসেনের কার্যালয় ভাঙচুর ঘটনার হোতাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তিনি অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান রতনের সমালোচনা করে মো. মহিউদ্দিন আহমেদ বলেন, তিনি গজারিয়ায় শুধু বক্তব্য দেন, বাস্তবে কোনো কার্যকর ভূমিকা নেই। দলের সাবেক সভাপতি ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ভাই অসুস্থ থাকা অবস্থায় একবারও তার খোঁজ না নেওয়াকে রাজনৈতিক দায়িত্বহীনতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন মহিউদ্দিন আহমেদ।

এসব বিষয় গজারিয়াবাসীর সামনে স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, গজারিয়ার মানুষ এখন আর কথার রাজনীতি চায় না, তারা কাজ দেখতে চায়। এলাকার উন্নয়ন, নেতাকর্মীদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি অতীতেও পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বস্ত করেন।

তার পাশে থাকার জন্য গজারিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকলেই গজারিয়ায় শান্তি ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ফরিক, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি ভিপি মোহন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর হোসেন এবং জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা আব্দুল মান্নান মনা, উপজেলা যুবদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ভবেরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মেম্বার। হোসেন্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর মাতব্বর, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১০

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১১

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১২

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১৩

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৪

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৫

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৬

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৭

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

১৮

সাবেক এমপির গাড়ি ও সুপার মার্কেটসহ ৬৯৪ শতক জমি জব্দ 

১৯

বিদ্রোহী প্রার্থীকে সমর্থন, পদ হারালেন বিএনপির ৬ নেতা 

২০
X