অনেক দিন ধরেই দেশের কোথাও কোনো কনসার্ট নেই। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই কনসার্ট আয়োজন থেকে বিরত রয়েছেন আয়োজকরা। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর এবার ব্যান্ড ইন্ডাস্ট্রিতেও শুরু হয়েছে উন্মাদনা। ব্যান্ডগুলো প্রস্তুত হচ্ছে স্টেজে ফেরার জন্য। এর মধ্যেই ব্যান্ডগুলোর জন্য এলো নতুন খবর। সেপ্টেম্বরে হতে যাচ্ছে কনসার্ট, যার শিরোনাম ‘ঢাকা রক কার্নিভাল: স্বাধীন বাংলা বেতার’।
কনসার্ট কোথায় হবে, কারা কারা থাকবে এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। এ আয়োজনের সহযোগিতায় থাকবেন দেশের জনপ্রিয় গিটারিস্ট এ কে রাহুল। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কনসার্ট নিয়ে শুরু হয়েছে প্রচারণা।
কনসার্টের লাইনআপে দেশের জনপ্রিয় সব ব্যান্ড থাকবে বলেও মিউজিক বার অব বাংলাদেশের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসের শেষের দিকে কনসার্টের পূর্ণ প্রস্তুতি নেওয়া হতে পারে বলেও জানানো হয়।