তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৩:১০ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১২:২৮ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুন ক্যাপ্টেন আমেরিকা ম্যাকি

ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে দেখা যাবে অ্যান্থনি ম্যাকিকে। ছবি: সংগৃহীত
ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে দেখা যাবে অ্যান্থনি ম্যাকিকে। ছবি: সংগৃহীত

মার্ভেল সিনেমা মানে শুধু অ্যাকশন ও উত্তেজনাই নয়, দর্শকের জন্য থাকে নতুন কিছু গল্প। এবারও হচ্ছে না এর ব্যতিক্রম। এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। এতে প্রথমবারের মতো ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে দেখা যাবে অ্যান্থনি ম্যাকিকে। এর আগে সবশেষ এ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে হলিউড অভিনেতা ক্রিস ইভানসকে।

সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারটি ব্রাজিলের ডি২৩ ফ্যান ইভেন্টে উন্মোচন করা হয়, যেখানে অ্যান্থনি ম্যাকি ও ড্যানি রামিরেজ উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে মুহূর্তটি ভাগ করে নেন। ২ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারে ম্যাকিকে দেখা যায় রেড হাল্কের বিরুদ্ধে লড়াই করতে, যেখানে রেড হাল্ক হিসেবে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড। ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমাটি পরিচালনা করেছেন জুলিয়াস ওনাহ এবং এতে হ্যারিসন ফোর্ড অভিনয় করেছেন থ্যাডিয়াস ‘থান্ডারবোল্ট’ রস চরিত্রে। গল্পে দেখা যাবে যিনি ইউএস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্যাপ্টেন আমেরিকাকে সরকারি সামরিক পদে নিয়োগ দিতে চান। তবে স্যাম উইলসন ‘অ্যান্থনি ম্যাকি’ দায়িত্ব নেওয়ার আগে একটি বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের তদন্ত শুরু করেন রেড হাল্ক, যা নিয়েই এগিয়ে যাবে এ সিনেমার গল্প। ট্রেলারে একমুহূর্তে ম্যাকিকে বলতে শোনা যায়, ‘তোমার আশপাশের লোকজনের বিশ্বাস ভেঙে পড়েছে। আমাকে এটি ঠিক করতে দাও।’ এর উত্তরে ফোর্ড বলেন, ‘সাবধান হও। তুমি স্টিভ রজার্স নও।’ ম্যাকি তখন উত্তর দেন, ‘তুমি ঠিক বলেছ, আমি স্টিভ রজার্স নই।’ তবে এই স্টিভ রজার্স চরিত্রের গুরুত্ব ট্রেলারে উন্মোচন করা হয়নি। এ সিনেমায় আরও অভিনয় করছেন, ড্যানি রামিরেজ নতুন ‘ফ্যালকন’, কার্ল লাম্বলি ‘আইজায়াহ ব্র্যাডলি’, শিরা হ্যাস ইসরায়েলি ‘সাবরা’, জিয়ানকাতলো এসপোসিতো ‘সাইডওয়াইন্ডার’, লিভ টাইলার ‘বেটি রস’, টিম ব্লেক নেলসন স্যামুয়েল ‘স্টার্নস দ্য লিডার’ হিসেবে পর্দায় উপস্থিত হবেন।

এর আগে অ্যান্থনি ম্যাকি ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার সিনেমায় স্যাম উইলসনের চরিত্রে আত্মপ্রকাশ করেন। সেখানে তাকে ফ্যালকন হিসেবে দেখা যায়। ম্যাকি পরে ডিজনি প্লাস সিরিজ দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে প্রধান চরিত্রে অভিনয় করেন, যেখানে তার ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পরিণত হওয়ার যাত্রা তুলে ধরা হয়। ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে। এ সিনেমাটি মারভেল ইউনিভার্সের জন্য নতুন এক দিগন্তের সূচনা করবে।

সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ পদক পেল বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রস্রাবের সুনামিতে ভেসে যাবে পাকিস্তান, বিলাওয়ালকে মিঠুন চক্রবর্তী

মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের স্মরণসভা 

হোস্টেলে মেডিকেল ছাত্রীর লাশ, সুইসাইড নোটে যা লেখা

তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ নাহিদের

রাতের আঁধারে শত শত ট্রাকে সরিয়ে ফেলা হচ্ছে ‘সাদা পাথর’

সাভারে টিসিবির পণ্য চুরি, বিপুল মালামাল উদ্ধার

ভুয়া ‘থানা’ খুলে চাঁদাবাজি, ভারতে গ্রেপ্তার ৬ প্রতারক

১০

মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারীর হামলা, পুলিশের এডিসি আহত

১১

চট্টগ্রামে সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে হামলা

১২

নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১৩

ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু

১৪

‘কোনো উপদেষ্টা দুর্নীতিতে জড়িত থাকলে ছাড় দেবেন না প্রধান উপদেষ্টা’

১৫

আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা সম্প্রসারণের আহ্বান প্রধান উপদেষ্টার

১৬

ভোলাগঞ্জের সাদা পাথর গেল কোথায়?

১৭

পদ দিয়ে একদিনেই সরানো হলো কেবিন ক্রু হাফসাকে  

১৮

ভারত থেকে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : হাসনাত

১৯

বিশ্বের প্রথম মহাকাশ বিয়ে / বর ছিলেন মহাকাশে, কনে পৃথিবীতে

২০
X