মহিউদ্দীন মাহি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০২:১৬ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:৫৯ পিএম
প্রিন্ট সংস্করণ

‘সংগীতই আমার প্রধান পরিচয়’

সংগীত শিল্পী জেফার রহমান। ছবি : সংগৃহীত
সংগীত শিল্পী জেফার রহমান। ছবি : সংগৃহীত

গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী জেফার রহমান। এই পরিচয়ে এতদিন তিনি পরিচিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনে। এবার তার আরও একটি পরিচয় যুক্ত হয়েছে অভিনেত্রী। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ সিনেমায় তাকে প্রথমবার দেখা যাবে অভিনয় করতে। সিনেমাটি দেশের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে চাঁদরাতে মুক্তি পাবে। এই সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন এই সংগীতশিল্পী। নিজের প্রথম সিনেমায় অভিনয় নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে। সাক্ষাৎকার মহিউদ্দীন মাহি—

প্রথম সিনেমা মুক্তির তারিখ ঘনিয়ে আসছে। নার্ভাস লাগছে?

একটু তো নার্ভাস লাগবেই। প্রথম সিনেমায় অভিনয়। একটু তো থাকবেই। তবে নিজের ওপর আমার বিশ্বাস আছে। এ ছাড়া কাজটি ফারুকী ভাইয়ের। আমার তার ওপর বিশ্বাস আছে। চঞ্চল চৌধুরী দাদার মতো অভিনেতা রয়েছেন। সবকিছু মিলিয়ে ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। নার্ভাসের পাশাপাশি আমি বেশ উচ্ছ্বসিত।

সিনেমাটি আপনি কি ফাইনাল হওয়ার পর দেখেছেন?

নাহ আমি দেখিনি। ফাইনালের আগে একটু দেখেছিলাম। তবে ভালো লেগেছে।

সিনেমাটি বেশ চ্যালেঞ্জিং সময় ঈদে মুক্তি পাচ্ছে ওটিটিতে। এ সময় দেশের বড় পর্দায় ১২টির মতো সিনেমা মুক্তি পাবে। ওটিটিতেও রয়েছে বেশকিছু কনটেন্ট। এমন সময়ে মুক্তি। কী মনে হচ্ছে?

অবশ্যই ভালো লাগছে। আসলে বেশি কনটেন্ট মুক্তি পেলে যেমন চ্যালেঞ্জ থাকে তেমন দর্শকদের কাছেও অপশন থাকে। ভালোটি বাছাই করার। আমি এই বিষয়টি নিয়ে তেমন চিন্তিত নই। আমার কাছে ভালোই লাগছে। যে এক সঙ্গে দর্শকদের অনেক কাজ দেখার সুযোগ থাকবে। তবে হ্যাঁ, এখানে একটি ব্যাপার থাকবে। সেটি হলো এই প্রতিযোগিতায় যেই কাজগুলো ভালো হবে সেগুলো দর্শকদের চাহিদায় থাকবে। এ ছাড়া ফারুকী ভাইর সিনেমা মানে তো আলাদা একটি ব্যাপার থাকে দেশ ও দেশের বাইরে। তাই আমাদের মনোগামীও এগিয়ে থাকবে। তবে অনেক সিনেমা মুক্তি পাওয়াতে আমি বেশ আনন্দিত। বেশি সিনেমা মানে বেশি দর্শক।

আপনি একাধারে গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। এবার যুক্ত হলো অভিনেত্রী। কোন পরিচয়ে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?

সব পরিচয়ের আগে আমার আসল পরিচয় হলো আমি একজন সংগীতশিল্পী। এটাই আমার প্রথম পরিচয়। এরপর একাধারে গীতিকার ও গানে সুরও করি আমি। এবার যুক্ত হয়েছে অভিনেত্রী। সব পরিচয়ের আগে প্রথম পরিচয়টি দিতেই আমি বেশি আনন্দ পাই। এ ছাড়া গান নিয়ে আমার দেশের হয়ে ভবিষ্যতে অনেক কিছু করার আছে।

সিনেমায় নাম লিখিয়েছেন, সামনে বড় পর্দা ও অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে?

দেখুন আমি একজন আর্টিস্ট। এই রিলেটেড সব কাজ করাই আমার কর্ম। এখন অভিনয়ে নাম লিখেয়েছি, ভালো লেগেছে বলেই। না হলে আমি কখনো অভিনয় করতাম না গান নিয়েই থাকতাম। তাই ভবিষ্যতেও এই পেশায় আমাকে দর্শক দেখবে। সে ক্ষেত্রে অবশ্যই সবকিছু আমার পছন্দ মতো হবে। দেখুন আমার কাছে এর আগেও অভিনয়ের অনেক সুযোগ এসেছে। আমি করিনি। কারণ আমি চেয়েছিলাম এমন একটি গল্পে এমন একজন নির্মাতার হাত ধরেই আমি অভিনয়ে আসি। সেই ইচ্ছে আমার পূরণ হয়েছে। ভবিষ্যতেও যদি ভালো কাজের প্রস্তাব আসে অবশ্যই করব।

নিজের অভিনয় নিয়ে কতটা আশাবাদী?

আমি তো অবশ্যই আশাবাদী। তবে দর্শকদের মতামত আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবাইকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে একযোগে কাজ করতে হবে’

ভারতের ৩৬ জায়গায় পাকিস্তানের ৪০০ হামলা

কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ সিএমপি কমিশনারের

অভিযোগও ভারতের, রায়ও ভারতের, হামলাও ভারতের : পাকিস্তান সেনার মুখপাত্র

আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাগর গ্রেপ্তার

ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় : সারজিস

‘এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, জণগণের’

পাকিস্তানের পাশে দাঁড়াল আরও এক মুসলিম দেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃত্বে শ্যামল-সিরাজ

পাকিস্তানে থাকা রিশাদ-নাহিদের অবস্থা নিয়ে যা বলছে বিসিবি

১০

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, বাড়ছে জনস্রোত

১১

ভারতে এক রাতে ৫০০ ড্রোন হামলা

১২

আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল

১৩

কৃষকের ৬ বিঘা জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৪

ভারতের চীনা পিএল-১৫ ক্ষেপণাস্ত্র উদ্ধার, কতটা ভয়ানক?

১৫

ভাঙা হলো মাঠে দাঁড়িয়ে থাকা সেই সেতুটি

১৬

আপ বাংলাদেশে আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা

১৭

‘গণহত্যাকারীদের রাজনৈতিক অধিকার দিলে সমাজে হত্যাকে উৎসাহিত করা হবে’

১৮

সমাবেশে মোবাইল ফোন হারালেন নুর

১৯

পদ্মার এক ইলিশ সাড়ে ৮ হাজারে বিক্রি

২০
X