মায়ের পছন্দ ছিল নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেয়া আতেলা মাথায় তেলে জলে শান্তি দেয়া। মায়ের বুকটা যেন সাগর, সগৌরবে জোয়ার আছড়ে পড়তো, জলমগ্ন হতো গরিব দুখীর দরজা। মায়ের মৃত্যুতে ছবিরন কেঁদেছিল খুব ভিখারিনী ছবিরনের থলেটা চাঙ্গা...
বৃষ্টি ঝরে সৃষ্টি সুখে বর্ষাকালের প্রথম ভোরে, টিনের চালে সাত সকালে বৃষ্টি পড়ে অনেক জোরে। বৃষ্টি ভিজে বৌরী পাখি আনন্দময় গাছের ডালে, বৃষ্টি হলে খলসে-পুঁটি আটকা পড়ে খোকার জালে। বৃষ্টি হলে সজল হয়ে চকচকে...
রাতের নীরবে অপেক্ষায় তোমায় সৃজিছে যেজন খুব কাছাকাছি হৃদয়ের শুনবে তোমার বেদন। কষ্ট বলেছ স্বজন, বন্ধুকে সে-তো উপহাস করেছে আড়ালে হাস্যরসের স্ফুরণে তুমি আপন ভেবেছো মিছে। আঁধারের ওপারে আছেন উনি খুবই নিকটে তখন দুঃখ -বেদনা দূরীকরণে চাও হাত তুলে যা চায়...