কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত হতে যাচ্ছে ‘সময়ের মনস্তাপ’

বইয়ের প্রচ্ছদ। সৌজন্য ছবি
বইয়ের প্রচ্ছদ। সৌজন্য ছবি

অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ প্রকাশিত হতে যাচ্ছে কবি ধ্রুপদী রিপনের সময়কেন্দ্রীক যাতনা-বেদনার কাব্যগ্রন্থ ‘সময়ের মনস্তাপ’। কবি এবং প্রকাশক সূত্রে জানা যায়, কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন চন্দন চৌধুরী এবং প্রকাশ করেছে বেহুলাবাংলা প্রকাশন।

কাব্যগ্রন্থের শিরোনাম এবং বিষয়বস্তু সম্পর্কে জানতে চাওয়া হলে কবি ধ্রুপদী রিপন বলেন, কাব্যগ্রন্থটির শিরোনামের যে আক্ষরিক অর্থ দাঁড়ায়, কাব্যগ্রন্থটির বিষয়বস্তু তা আসলে বোঝায় না; তবে উক্ত শব্দের দ্বিতীয় কিংবা তৃতীয় অর্থ আমলে নিলে কাব্যগ্রন্থের বিষয়বস্তুর সাথে শিরোনামটির একটি উপযুক্ত মিথস্ক্রিয়া তৈরি হয়। সে বিবেচনায় পাঠক কাব্যগ্রন্থের শিরোনামটির অর্থ সময়ের যাতনা বা বেদনা হিসেবে বিবেচনা করতে পারেন, এবং তা করলেই কেবল যথার্থ হয়।

কাব্যগ্রন্থটিতে কী রকম কবিতা স্থান পেয়েছে তা জানতে চাওয়া হলে কবি ধ্রুপদী রিপন বলেন, ‘সময়ের মনস্তাপ’ কাব্যগ্রন্থটিতে মূলতঃ বিগত বিশ বছরে ঘটে যাওয়া সামগ্রিক যাতনা এবং বেদনার বিষয়কেন্দ্রিক উপলব্ধিগুলো একত্রিত করা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে উপলব্ধিগুলো কোনো নির্দিষ্ট সময়ের কাঠামোতে অটকে রেখে তা উপস্থাপন করা হয়েছে পাঠকের জন্য; যাতনা কিংবা বেদনাগুলো হয় তো বিগত বিশ বছরের, কিন্ত তা মূলতঃ মানবসত্ত্বার হাজার বছরের যাতনা-বেদনার ফলশ্রুতি! এছাড়াও, কাব্যগ্রন্থটিতে সমসাময়িক যাতনা-সংকটের কথাও স্থান পেয়েছে অনেকাংশজুড়ে, ২৪ এর জুলাই অভ্যূত্থানের পর চারদিকের যে ধোঁয়াশা সূলভ পরিস্থিতি তৈরি হয়েছিল, সে পরিস্থিতির জোড়ালো উপস্থাপনও আছে কাব্যগ্রন্থটিতে। সবকিছু বিবেচনা করলে, কাব্যগ্রন্থটি মানুষের উপলব্ধি বোধ শাণিত করতে অনেক সহায়ক হবে বলেই মনে করছি।

উল্লেখ্য, কবি ধ্রুপদী রিপন দীর্ঘ দিন থেকে লেখালেখি করছেন। বাংলাদেশের স্বনামধন্য একাধিক প্রকাশনী থেকে এ পর্যন্ত পর্যায়ক্রমে তার সাতটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে গল্পমালা ও কবিতাগুলো (কাব্য ২০০৪); বাতাসে মাদকতা (উপন্যাস ২০০৮); ঝরাফুলের কাব্য (কাব্য ২০১৭); তন্ত্রের দহণ (উপন্যাস ২০১৮); অভেদী অস্তিত্বের বয়ান (কাব্য ২০২১); সম্পর্ক: আপন-পর (গল্প ২০২১); শেরগুচ্ছ (শায়েরি ২০২৫) উল্লেখযোগ্য।

এছাড়াও তিনি দেশীয় টেলিভিশনগুলোর জন্য নিয়মিত খন্ড নাটক লিখছেন। ধ্রুপদী রিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে তিনি উক্ত বিভাগেই এম ফিল গবেষক হিসেবে নিয়োজিত রয়েছেন। ধ্রুপদী রিপন তার ‘সম্পর্ক: আপন-পর’ পান্ডুলিপির জন্য ২০২০ সালে ‘জেমকন তরুণ কথাসাহিত্য পুরুস্কার’ অর্জন করেন।।

‘সময়ের মনস্তাপ’ কাব্যগ্রন্থটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে বইমেলায় বেহুলাবাংলার ২৩৪ - ২৩৫ নং স্টলে, এবং রকমারি ডট কমের মাধ্যমে সংগ্রহ করা যাবে বলে প্রকাশক সূত্রে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

ছুটির ৩ দিনে ঢাকায় টানা সমাবেশ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

পাকিস্তানে হামলার শঙ্কা, দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব

কুতুবদিয়ায় কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধের দাবি

আবারও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, তীব্র উত্তেজনা

মাটি কাটার দায়ে ৮ জনের কারাদণ্ড

ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি যুক্তরাষ্ট্রের

১০

নাতনিকে ইভটিজিং, প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

১১

বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

১২

গাজায় আরও অর্ধশতাধিক নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

১৩

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৪

তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ফারুকী

১৫

শেষ হয়েছে দুই মাসের নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে প্রস্তুত ভোলার জেলেরা

১৬

পাট শ্রমিক দলের সভাপতি হলেন সাঈদ আল নোমান

১৭

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আ.লীগ নেতারা

১৮

৩০ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X