বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাফল্যের গল্প শোনালেন ৬১ মেধাবী কিশোর-কিশোরী

যুব উন্নয়ন অধিদপ্তর সম্মেলনকক্ষে পুরস্কার বিতরণ। ছবি : সংগৃহীত
যুব উন্নয়ন অধিদপ্তর সম্মেলনকক্ষে পুরস্কার বিতরণ। ছবি : সংগৃহীত

এডুকো বাংলাদেশ এবং চাইল্ড ফান্ড কোরিয়ার সহযোগিতায় ঢাকা ও রাজশাহীর ৬১ মেধাবী কিশোর-কিশোরী ও তরুণরা তাদের সাফল্যের গল্প শোনালেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তর সম্মেলনকক্ষে নারী মৈত্রী এবং সচেতন সোসাইটির বাস্তবায়নে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচালক (প্রশাসন) এম এ আখের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা, সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক মো. হাসিনুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম, এডুকো বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক আব্দুর রহিম সহ মাধ্যমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, প্রধান শিক্ষক, কোচ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইয়ং ট্যালেন্ট, অভিভাবক, এডুকো বাংলাদেশ, নারী মৈত্রী এবং সচেতন সোসাইটির কর্মকর্তারা।

সভাপতি শাহীন আকতার ডলি বলেন, আজকের এ আয়োজন প্রতিভাবান কিশোর-কিশোরীদের এক অনন্য মঞ্চ। যেখানে তারা তাদের মেধা ও সাফল্যের গল্প শোনাবে। অথচ ১ বছর পূর্বেই এডুকো বাংলাদেশের সহায়তায় ৬১ জন কিশোর-কিশোরী ও যুবদের স্বপ্ন পূরণে সাপোর্টিং ট্যালেন্টেড অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ টু রিইনফোর্স দেয়ার স্কিলস (স্টারস্) প্রকল্পের পথচলা। যারা এখন ২১ শতকের তরুণ নেতৃত্বে বলিষ্ঠ অধিকারী হয়ে ওঠার সৈনিক।

প্রধান অতিথির বক্তব্যে ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, ৬১ জন মেধাবী কিশোর-কিশোরী ও তরুণরা বাংলাদেশের সম্পদ। কেননা যুব সমাজ দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি এবং তাদের মেধা ও সৃজনশীলতাই দেশের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, এই মেধাবী কিশোর-কিশোরী ও তরুণদের এ অর্জন দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। তাদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত নয়, বরং দেশের জন্যও গর্বের। তিনি আরও বলেন, তরুণদের উদ্ভাবনী মনোভাব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে এবং এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি এম এ আখের তার বক্তব্যে বলেন, তোমাদের আজকের এই অর্জন ভবিষ্যতের উজ্জ্বল পথের সূচনা মাত্র। তিনি উল্লেখ করেন, দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে যুব সমাজের মেধা, উদ্ভাবনী চিন্তা ও নিষ্ঠা অপরিহার্য। যুব উন্নয়ন অধিদপ্তর সর্বদা তাদের পাশে আছে এবং দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে কাজ করে যাবে। কিশোর-কিশোরীদের স্ব-স্ব ক্ষেত্রে শিক্ষালাভের মাধ্যমে নিজেদের আরও উন্নত করার পরামর্শ দিয়ে তিনি তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার দেশের মেধা ধ্বংস করে গেছে। তিনি সবার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন পরিবর্তন আসতে সময় লাগবে। এখনও অনেক দূর এগোনোর বাকি। তিনি উল্লেখ করেন, তরুণদের ভূমিকা সবসময়ই সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যুবসমাজকে বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। সমাজের প্রত্যেকটি স্তরে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। উদ্ভাবনী চিন্তা ও ন্যায়ের পথে অবিচল থাকার মাধ্যমে তাদেরই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সমাপনী বক্তব্য সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক মো. হাসিনুল ইসলাম বলেন, সবার সহযোগিতার মাধ্যমে আমরা একসাথে তরুণদের সাফল্যের এই যাত্রাকে আরও শক্তিশালী করতে পারি, যা ভবিষ্যতের সফলতার পথকে আরও সুগম করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে নদীগুলোর নাব্যতা পুনরুদ্ধারে উদ্যোগ নেবে : বাচ্চু

নিক্সনের গানম্যানের নেতৃত্বে তৈরি হচ্ছিল পেট্রোল বোমা ও ককটেল : পুলিশ

দাঁড়িয়ে থাকা বাসে আগুন

অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা দয়াল

একজন উপদেষ্টা ধানমন্ডিতে ভোটার হতে মিথ্যার আশ্রয় নিয়েছেন : ব্যারিস্টার অসীম

‘গণভোটের চেয়ে আলুচাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন’

খতমে নবুওয়তের মহাসম্মেলন সফলে ঢাকায় গণমিছিল

চলন্ত পিকআপ থেকে ককটেল বিস্ফোরণ

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড মিরপুর শাখার উদ্বোধন

ধানের শীষে ভোট দিলে জনগণ নিরাপদে থাকবে : মাসুদুজ্জামান

১০

বৃহস্পতিবার রাজধানীর ১৪ স্পটে অবস্থান নেবে শিবির

১১

দুই ইউপি সদস্যসহ আ.লীগের ৫ নেতা গ্রে’প্তা’র

১২

কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, ২৮ পয়েন্টে নিরাপত্তা চৌকি

১৩

রাজধানীতে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন

১৪

ব্যানারসহ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

যুবককে দুবাই নিয়ে বিক্রি, দুই মানব পাচারকারীর কারাদণ্ড

১৬

অস্তিত্ব সংকটে ব্রিটিশবিরোধী আন্দোলনের সুতিকাগার সলঙ্গা হাট

১৭

রূপসা নদীতে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

ধানমন্ডিতে ৪ ককটেলসহ একজন আটক

১৯

বায়রার ফখরুলকে ‎ছেড়ে দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

২০
X