

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পুরুষদের প্রিমিয়াম লাইন ভেঞ্চুরিনির সঙ্গে যুক্ত হয়েছেন ফ্যাশন আইকন নোবেল। শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এপেক্স।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোবেলের যুক্ত হওয়া ব্র্যান্ডের নকশা ও উপস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে, যা আধুনিক পুরুষদের লাইফস্টাইলের সঙ্গে আরও সঙ্গতিপূর্ণ হয়ে উঠবে। ভেঞ্চুরিনির কারিগরি অভিজ্ঞতা ও নকশার বৈচিত্র্যের সঙ্গে এই সহযোগিতা নতুন প্রজন্মের গ্রাহকদের জন্য একটি হালনাগাদ অভিজ্ঞতা তৈরি করবে বলে প্রতিষ্ঠানটির আশা।
এপেক্সের তথ্য অনুযায়ী, ভেঞ্চুরিনি প্রায় ২৫ বছর ধরে পুরুষদের জন্য চামড়ার জুতা প্রস্তুত করে আসছে।
প্রতিষ্ঠানটির দাবি, পণ্যের নকশা, উপকরণ নির্বাচন এবং প্রস্তুত প্রক্রিয়ায় তাদের দীর্ঘ অভিজ্ঞতা এই লাইনটিকে বাজারে পৃথক পরিচিতি দিয়েছে।
এপেক্স আরও জানায়, ভেঞ্চুরিনি তাদের প্রিমিয়াম সেগমেন্টে থাকা পণ্যগুলোকে ধারাবাহিকভাবে আপডেট করছে। দেশের বাজারে চাহিদার ধরন ও গ্রাহকদের পছন্দ বিবেচনায় রেখেই এ লাইন পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য করুন