মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শুধু মানুষের নয়, বাড়িটি যেন মৌমাছিরও

যশোরের মৌমাছি বাড়ি। ছবি : কালবেলা
যশোরের মৌমাছি বাড়ি। ছবি : কালবেলা

বাড়ির ছাদ, দেয়াল ও জানালায় একটি-দুটি নয়, ২০টিরও বেশি মৌমাছির চাক বসেছে। পরিবারের সদস্যদের মতোই মানুষের সঙ্গে বসবাস করছে মৌমাছি। প্রাকৃতিকভাবে বনের মৌমাছি আর পরিবারটির সদস্যদের মাঝে এই ভালোবাসার বন্ধন গড়ে উঠেছে।

এসব মৌমাছি বছরের ছয় মাস ধরে থাকে বাড়িটিতে। বাড়িটি এখন এলাকায় মৌমাছির বাড়ি হিসেবে পরিচিত। কেউ মৌমাছি দেখতে আবার কেউবা ছবি তুলতে যান বাড়িটিতে।

যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে ইসাহক দফাদারের বাড়িতে প্রায় ছয় বছর ধরে মৌমাছিরা বাসা বেঁধে আসছে। বাড়িটির জানালা, বারান্দা এবং ছাদের কার্নিশ সবখানেই বাসা বেধেছে মৌমাছি।

জানা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌমাছির গুঞ্জনে মুখরিত থাকে অত্র এলাকা। এ যেন এক মৌমাছির অভয়াশ্রম। বাড়ির ছাদ, বারান্দা ও কার্নিশে পুরো বাড়ি যেন দখল নিয়েছে তারা। এদিকে, একটু পরপর মৌচাক থেকে মৌমাছি বের হয়ে উড়ে যাচ্ছে পাশের বিভিন্ন ক্ষেত ও বাগানে। মধু সংগ্রহ করে এনে জমা করছে চাকে। এমন দৃশ্য দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন উপজেলা থেকে বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

সরেজমিনে দেখা যায়, খানপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে প্রচুর কৃষিজমি আছে। জমিতে রোপণ করা হয়েছে সরিষা। এ বাড়ির চারপাশের সরিষা ক্ষেতে প্রচুর ফুল এসেছে। সরিষার মৌসুম শেষের দিকে এখন আম ও লিচু গাছে ফুল আসা শুরু করেছে। এসব ফুল থেকেও মৌমাছিরা মধু সংগ্রহ করে।

ভবনের বিভিন্ন পাশের কার্নিশ জুড়ে সারিবদ্ধভাবে রয়েছে মৌমাছির চাক। জানালার ফাঁকা স্থান দিয়ে ঘরে আসা-যাওয়া করছে মৌমাছিরা। নিচে ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করছে, বাড়ির লোকজনও স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছে। তবে মৌমাছি কাউকেই কামড়ে দিচ্ছে না। এমনকি মৌচাকের খুব কাছে গেলেও কামড় দেয় না। পরিবারের সদস্যদের মতোই মানুষের সঙ্গে বসবাস করছে মৌমাছি। পরিবারটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে কয়েক লাখ মৌমাছি।

বাড়ির মালিক ইসহাক দফাদার বলেন, আশাপাশের কোনো বাড়িতে মৌমাছির দল আসে না। প্রতি বছরের আশ্বিন মাসে অতিথি হিসেবে মৌমাছি বাড়িতে আসে। ছয় মাস থেকে মধু দিয়ে তারা আবারও চলে যায়।

তিনি বলেন, ছয় থেকে সাত বছর আগে হঠাৎ বাড়ির বিভিন্ন স্থানে মৌমাছির দুটি দল এসে হাজির হয়। প্রতিবছরই এই মৌমাছির দলের আগমনের সংখ্যা বেড়েছে। এ বছর বাড়ির বিভিন্ন স্থানে ২০টি বাসা বেধেছে মৌমাছি।

বাড়ির সদস্য আনোয়ারা বেগম বলেন, মৌমাছির দল প্রায় ছয় সাত ধরে বাড়িতে এসেছে। তারা আমাদের কোনো ক্ষতি করে না। আমরা তাদের লালনপালন করে থাকি। এ বছর মৌমাছির চাক থেকে প্রথম ধাপেই ২৭ কেজি মধু সংগ্রহ করা হয়েছে।

জোহরা বেগম বলেন, মৌমাছির কারণে প্রতিদিন বাইরের লোক বাড়িতে দেখতে আসছেন। জানাজানি হওয়ায় আত্মীয়স্বজনরা মধু নিতে আসতে শুরু করেছে। অবশ্য এর আগে আমরা আশাপাশে লোকজনের কাছে মধু বিক্রি করতাম।

মৌমাছি বাড়ির সদস্য তানভীর আহমেদ বলেন, বাড়ির দ্বিতীয় তলাতে আমি থাকি। মৌমাছি কারণে দিনে কোনো অসুবিধা হয় না, তবে রাতে বাড়িতে আলো জ্বালিয়ে রাখা যায় না। কারণ রাতে আলোর সামনে এসে মৌমাছি ঘোরাঘুরি করে।

মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মাহমুদা আক্তার বলেন, সরেজমিনে মৌমাছির বাড়িতে যাওয়া হয়নি। সেহেতু এ বিষয়ে কিছু বলতে পারছি না।

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, বিষয়টি আমি শুনেছি, এটি আশ্চর্যজনক বিষয়। যে বাড়িতে এমটি হয়েছে তাদের সচেতন থাকতে হবে। মৌমাছিগুলো যেন তাদের জন্য কোনো ক্ষতির কারণ না হয়, সেদিকে নজর রাখতে হবে। যারা প্রকৃতভাবে মধু সংগ্রহকারী তাদের মাধ্যমে মধু সংগ্রহ করলে বাড়ির লোকজন নিরাপদে থাকতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইনশাআল্লাহ আমরা ভারতের বিপক্ষে জিতব’

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা জিয়া 

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

স্কুলভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

মানব পাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

ফের প্রেমে মজেছেন জেসিকা আলবা

কীভাবে বাবাকে হত্যা করেছেন ছেলে, উঠে এলো রোমহর্ষক বর্ণনা

থাইরয়েড থাকলেও পেটের চর্বি কমবে যেসব সহজ উপায়ে

দিল্লি বিস্ফোরণ / বন্ধ লাল কেল্লা, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা

দেশে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে, রাতে যত কমবে

১০

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকাশ গ্রেপ্তার

১১

‘মেসি নয়, ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রোনালদোর বেশি’

১২

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

১৪

ছাত্রদলের ১৯ নেতাকর্মী বহিষ্কার

১৫

মস্তিষ্ক ছাড়াই চলল ২০ বছর, ‘অলৌকিক’ ঘটনা বলছেন চিকিৎসকরা

১৬

মুন্সীগঞ্জে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান

১৭

আইবিএস সিস্টেমে সরকারি চাকরিজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

১৮

স্টার্লিংয়ের ফিফটিতে প্রথম সেশন আয়ারল্যান্ডের

১৯

যুবলীগ নেতা বিল্লাল আটক

২০
X