মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শুধু মানুষের নয়, বাড়িটি যেন মৌমাছিরও

যশোরের মৌমাছি বাড়ি। ছবি : কালবেলা
যশোরের মৌমাছি বাড়ি। ছবি : কালবেলা

বাড়ির ছাদ, দেয়াল ও জানালায় একটি-দুটি নয়, ২০টিরও বেশি মৌমাছির চাক বসেছে। পরিবারের সদস্যদের মতোই মানুষের সঙ্গে বসবাস করছে মৌমাছি। প্রাকৃতিকভাবে বনের মৌমাছি আর পরিবারটির সদস্যদের মাঝে এই ভালোবাসার বন্ধন গড়ে উঠেছে।

এসব মৌমাছি বছরের ছয় মাস ধরে থাকে বাড়িটিতে। বাড়িটি এখন এলাকায় মৌমাছির বাড়ি হিসেবে পরিচিত। কেউ মৌমাছি দেখতে আবার কেউবা ছবি তুলতে যান বাড়িটিতে।

যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে ইসাহক দফাদারের বাড়িতে প্রায় ছয় বছর ধরে মৌমাছিরা বাসা বেঁধে আসছে। বাড়িটির জানালা, বারান্দা এবং ছাদের কার্নিশ সবখানেই বাসা বেধেছে মৌমাছি।

জানা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌমাছির গুঞ্জনে মুখরিত থাকে অত্র এলাকা। এ যেন এক মৌমাছির অভয়াশ্রম। বাড়ির ছাদ, বারান্দা ও কার্নিশে পুরো বাড়ি যেন দখল নিয়েছে তারা। এদিকে, একটু পরপর মৌচাক থেকে মৌমাছি বের হয়ে উড়ে যাচ্ছে পাশের বিভিন্ন ক্ষেত ও বাগানে। মধু সংগ্রহ করে এনে জমা করছে চাকে। এমন দৃশ্য দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন উপজেলা থেকে বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

সরেজমিনে দেখা যায়, খানপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে প্রচুর কৃষিজমি আছে। জমিতে রোপণ করা হয়েছে সরিষা। এ বাড়ির চারপাশের সরিষা ক্ষেতে প্রচুর ফুল এসেছে। সরিষার মৌসুম শেষের দিকে এখন আম ও লিচু গাছে ফুল আসা শুরু করেছে। এসব ফুল থেকেও মৌমাছিরা মধু সংগ্রহ করে।

ভবনের বিভিন্ন পাশের কার্নিশ জুড়ে সারিবদ্ধভাবে রয়েছে মৌমাছির চাক। জানালার ফাঁকা স্থান দিয়ে ঘরে আসা-যাওয়া করছে মৌমাছিরা। নিচে ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করছে, বাড়ির লোকজনও স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছে। তবে মৌমাছি কাউকেই কামড়ে দিচ্ছে না। এমনকি মৌচাকের খুব কাছে গেলেও কামড় দেয় না। পরিবারের সদস্যদের মতোই মানুষের সঙ্গে বসবাস করছে মৌমাছি। পরিবারটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে কয়েক লাখ মৌমাছি।

বাড়ির মালিক ইসহাক দফাদার বলেন, আশাপাশের কোনো বাড়িতে মৌমাছির দল আসে না। প্রতি বছরের আশ্বিন মাসে অতিথি হিসেবে মৌমাছি বাড়িতে আসে। ছয় মাস থেকে মধু দিয়ে তারা আবারও চলে যায়।

তিনি বলেন, ছয় থেকে সাত বছর আগে হঠাৎ বাড়ির বিভিন্ন স্থানে মৌমাছির দুটি দল এসে হাজির হয়। প্রতিবছরই এই মৌমাছির দলের আগমনের সংখ্যা বেড়েছে। এ বছর বাড়ির বিভিন্ন স্থানে ২০টি বাসা বেধেছে মৌমাছি।

বাড়ির সদস্য আনোয়ারা বেগম বলেন, মৌমাছির দল প্রায় ছয় সাত ধরে বাড়িতে এসেছে। তারা আমাদের কোনো ক্ষতি করে না। আমরা তাদের লালনপালন করে থাকি। এ বছর মৌমাছির চাক থেকে প্রথম ধাপেই ২৭ কেজি মধু সংগ্রহ করা হয়েছে।

জোহরা বেগম বলেন, মৌমাছির কারণে প্রতিদিন বাইরের লোক বাড়িতে দেখতে আসছেন। জানাজানি হওয়ায় আত্মীয়স্বজনরা মধু নিতে আসতে শুরু করেছে। অবশ্য এর আগে আমরা আশাপাশে লোকজনের কাছে মধু বিক্রি করতাম।

মৌমাছি বাড়ির সদস্য তানভীর আহমেদ বলেন, বাড়ির দ্বিতীয় তলাতে আমি থাকি। মৌমাছি কারণে দিনে কোনো অসুবিধা হয় না, তবে রাতে বাড়িতে আলো জ্বালিয়ে রাখা যায় না। কারণ রাতে আলোর সামনে এসে মৌমাছি ঘোরাঘুরি করে।

মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মাহমুদা আক্তার বলেন, সরেজমিনে মৌমাছির বাড়িতে যাওয়া হয়নি। সেহেতু এ বিষয়ে কিছু বলতে পারছি না।

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, বিষয়টি আমি শুনেছি, এটি আশ্চর্যজনক বিষয়। যে বাড়িতে এমটি হয়েছে তাদের সচেতন থাকতে হবে। মৌমাছিগুলো যেন তাদের জন্য কোনো ক্ষতির কারণ না হয়, সেদিকে নজর রাখতে হবে। যারা প্রকৃতভাবে মধু সংগ্রহকারী তাদের মাধ্যমে মধু সংগ্রহ করলে বাড়ির লোকজন নিরাপদে থাকতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনরায় উত্তরা ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মো. ফয়সাল

হাদি হত্যায় গ্রেপ্তার ভারতীয় দুই সহযোগীর পরিচয় শনাক্ত

শীতকালে ত্বক দীর্ঘসময় কোমল রাখতে লোশন ব্যবহারের সেরা সময়

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি শরীফ, সম্পাদক মিজানুর রহমান সোহেল

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিং প্রকাশ, সেরা দশে যারা

‘এইচআইভি’ সচেতনতার ছবিতে সালমানের পারিশ্রমিক ১ টাকা

বিটিভিতে দুদিনব্যাপী মৌলিক গানের ব্যান্ড সংগীত উৎসব

মানুষের কল্যাণে সারাজীবন কাজ করে যেতে চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

আট বিভাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক

১০

বাংলাদেশে টিভিএস শ্রীচক্র লিমিটেডের একমাত্র ডিস্ট্রিবিউটর হলো রানার ট্রেড পার্ক লিমিটেড

১১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ ৮ দল

১২

ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

১৩

কোরআন-সুন্নাহভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি : মির্জা ফখরুল

১৪

বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না : নুর

১৫

যুক্তরাষ্ট্রের থেকে ভারতীয়দের বেশি বিতাড়িত করেছে সৌদি

১৬

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

১৭

যে ৫ খাবার ফ্রিজে রাখবেন না

১৮

ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া মানে তারেক রহমানকে ভোট দেওয়া : ফরিদুজ্জামান

১৯

যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

২০
X