চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৩:০৫ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের বন্যার্তদের জন্য জলিল-জাহান ফাউন্ডেশনের মেজবানের ঘোষণা

বিজয়ীদের সাথে ফাউন্ডেশনের চেয়ারম্যান। ছবি : কালবেলা
বিজয়ীদের সাথে ফাউন্ডেশনের চেয়ারম্যান। ছবি : কালবেলা

ভয়াবহ বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়াসহ দক্ষিণ চট্টগ্রামের একটি অংশ। এবার সেসব এলাকার বন্যার্তদের জন্য মেজবান আয়োজনের ঘোষণা দিয়েছে জলিল-জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী।

রোববার (২০ আগস্ট) জলিল-জাহান ফাউন্ডেশন হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩-এর উদ্যোগে আয়োজিত ‘কুরআনের ধ্বনি’র গ্রান্ড ফাইনাল পর্বে এ ঘোষণা দেওয়া হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম, ইসলামি চিন্তাবিদ আল্লামা মুহিব্বুল্লাহিল বাকী, ক্বারি মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা ক্বারি হামিদুল্লাহ, হাফেজ মাওলানা নাজির মাহমুদ, ভাষ্যকার, উপস্থাপক ও এটিএন বাংলার ভাইস চেয়ারম্যান ক্বারি এ কে এম ফিরোজ। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন কবি ও প্রাবন্ধিক, জলিল-জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ চিন্তক আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী।

তিনি জানান, সাতকানিয়া-লোহাগাড়াসহ চট্টগ্রামে বন্যা ও পরবর্তী পরিস্থিতির কারণে প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে পূর্বঘোষিত ১৯ আগস্টের মেজবান বন্যার্তদের সাহায্যার্থে উৎসর্গ করা হয়েছে। এর আগে গত ১১ আগস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজারের অধিক পরিবারকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সাতকানিয়া-লোহাগাড়াসহ সমগ্র চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য দাতব্য সংস্থা জলিল-জাহান ফাউন্ডেশন ‘কুরআনের ধ্বনি’ শিরোনামে একটি হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ৮ মে ২০২৩ থেকে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে ১৭ ও ১৮ জুলাই সাতকানিয়া উপজেলার কেরানীহাট সি-ওয়ার্ল্ড রিসোর্টে দুই দিনব্যাপী বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম ১৫ পারা তথা ‘মাক্কি গ্রুপ’ ও সম্পূর্ণ ৩০ পারা তথা ‘মাদানি গ্রুপ’ নামে দুটি বিভাগে বিভক্ত বাছাই পর্বে অংশগ্রহণকারী ৮০০ প্রতিযোগী থেকে শীর্ষ ১২ জন করে মোট ২৪ জনকে নিয়ে প্রতিযোগিতার মূল পর্বগুলো রাজধানী শহর ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মূল পর্বগুলো গত ৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন এটিএন-বাংলায় সম্প্রচারিত হয়েছে।

প্রতিযোগিতায় মাদানি গ্রুপের প্রথম স্থান অর্জনকারী নগরীর আগ্রাবাদস্থ তামিরুল উম্মাহ আদর্শ মাদরাসার ছাত্র আদিলুল করিম অন্যান্য পুরস্কারের সাথে নগদ ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী সাতকানিয়াস্থ মাইজপাড়া হামিদিয়া হেফজখানা ও এতিমখানার ছাত্র তাহমিদুল ইসলাম তানযীম নগদ ৫০ হাজার, তৃতীয় স্থান অর্জনকারী লোহাগাড়াস্থ আল-কোরআনুল কারীম ইনস্টিটিউটের ছাত্র মোহাম্মদ সোয়াইব ২৫ হাজার, চতুর্থ থেকে দ্বাদশ স্থান অর্জনকারী প্রত্যেকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ লাভ করেন।

অন্যদিকে মাক্কি গ্রুপের প্রথম স্থান অর্জনকারী নগরীর চন্দনপুরাস্থ আল-জাবেরিয়া আদর্শ হিফ্জ মাদরাসার ছাত্র মোঃ তানজিদ অন্যান্য পুরস্কারের সাথে নগদ ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী সাতকানিয়ার কেরানীহাটস্থ আল-কোরআনুল কারীম ইনস্টিটিউটের ছাত্র রাফতুল ইসলাম রাহাত নগদ ২৫ হাজার, তৃতীয় স্থান অর্জনকারী লোহাগাড়া আমিরাবাদস্থ আল-কোরআনুল কারীম ইনস্টিটিউটের ছাত্র মুহাম্মদ আকিল হোসেন ১৫ হাজার, চতুর্থ থেকে দ্বাদশ স্থান অর্জনকারী প্রত্যেকে নগদ ৫ হাজার টাকা করে পান।

নগদ অর্থ ও পুরস্কার ছাড়াও উভয় গ্রুপের শীর্ষ ৩ জন করে মোট ৬ জন প্রতিযোগীর বাবা জলিল-জাহান ফাউন্ডেশনের সম্পূর্ণ অর্থায়ন ও তত্ত্বাবধানে উমরাহ হজ পালনের সুযোগ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির না হলে ব্যবস্থা

ঢাকা–বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে মরহুম ইয়াছিন আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিপুন রায়ের

ত্রয়োদশ সংসদ নির্বাচন / সাইফুল হকের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের টিডিএফ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

প্রার্থীকে বললেন নির্বাচন কমিশনার / ‘ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন, না দিলে জনরোষ তৈরি হবে’

প্রার্থিতা ফিরে পেলেন ৪ শতাধিক, মোট বৈধ প্রার্থী দাঁড়াল যত

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নতুন কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

১০

তসলিমা নাসরিনসহ দুজনের বিরুদ্ধে মামলা

১১

তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ

১২

২১ জানুয়ারির মধ্যেই ঠিক হবে বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য

১৩

এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৪

সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম

১৫

নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারীর শোকজের জবাব দিল এনসিপি

১৬

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম : নোমান

১৭

৩৭ বছর পর নিউজিল্যান্ডের ‘ভারত’ জয়

১৮

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

১৯

১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করল ডিএনসিসি

২০
X