সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৪:৩৯ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান ত্যাগী কর্মীদের পাশে আছেন : মুন্না

শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে যুবদল সভাপতি মুন্না। ছবি : কালবেলা
শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে যুবদল সভাপতি মুন্না। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা জীবনবাজি রেখে সামনে থেকে লড়াই করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সিলেটের যেসব সাহসী নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, তারা আমাদের অহংকার। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় এই ত্যাগী ও সংগ্রামী নেতাকর্মীদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আজকের এই শুভেচ্ছা উপহার তারই প্রমাণ।

শনিবার (১৪ জুন) রাতে সিলেটের একটি হোটেলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, আন্দোলনের সময় প্রতিদিন দেশের ১০টি সাংগঠনিক বিভাগের নেতাকর্মীদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হতো। জুম মিটিংয়ে প্রতিদিনই মাঠপর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণ করে দিকনির্দেশনা দেওয়া হতো। দলের সব স্তরে সমন্বয়ের মাধ্যমে আমরা এগিয়েছি। এই আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের বিশেষ দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, যুবদল অতীতে যেমন সামনে ছিল, ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি ধাপে নেতৃত্বে থাকবে।

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, সিলেটের রাজপথে আন্দোলনের প্রতিটি ধাপে যুবদলের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছে। অনেকে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। আজকের এই উপহার সেই ত্যাগের প্রতি দলের সম্মান ও শ্রদ্ধার প্রতীক।

অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং গণঅভ্যুত্থানে আহত সাহসী যুবদল কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা গুলিবিদ্ধ নেতাকর্মীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

১০

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১১

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১২

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১৩

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১৪

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

১৫

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

১৬

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

১৭

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

১৮

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

১৯

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

২০
X