সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৪:৩৯ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান ত্যাগী কর্মীদের পাশে আছেন : মুন্না

শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে যুবদল সভাপতি মুন্না। ছবি : কালবেলা
শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে যুবদল সভাপতি মুন্না। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা জীবনবাজি রেখে সামনে থেকে লড়াই করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সিলেটের যেসব সাহসী নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, তারা আমাদের অহংকার। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় এই ত্যাগী ও সংগ্রামী নেতাকর্মীদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আজকের এই শুভেচ্ছা উপহার তারই প্রমাণ।

শনিবার (১৪ জুন) রাতে সিলেটের একটি হোটেলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, আন্দোলনের সময় প্রতিদিন দেশের ১০টি সাংগঠনিক বিভাগের নেতাকর্মীদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হতো। জুম মিটিংয়ে প্রতিদিনই মাঠপর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণ করে দিকনির্দেশনা দেওয়া হতো। দলের সব স্তরে সমন্বয়ের মাধ্যমে আমরা এগিয়েছি। এই আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের বিশেষ দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, যুবদল অতীতে যেমন সামনে ছিল, ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি ধাপে নেতৃত্বে থাকবে।

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, সিলেটের রাজপথে আন্দোলনের প্রতিটি ধাপে যুবদলের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছে। অনেকে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। আজকের এই উপহার সেই ত্যাগের প্রতি দলের সম্মান ও শ্রদ্ধার প্রতীক।

অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং গণঅভ্যুত্থানে আহত সাহসী যুবদল কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা গুলিবিদ্ধ নেতাকর্মীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

দুই দাবিতে ইউজিসিতে জবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ঢাকার ৮৯টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় বাড়তি নিরাপত্তা দিবে পুলিশ : ডিএমপি

যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক গ্রেপ্তার

১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র

আফগানদের বিপক্ষে চমক রেখে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

এশিয়া কাপের ফাইনাল, মোবাইলে যেভাবে দেখবেন

অভিবাসন কেন্দ্র রক্ষায় পূূর্ণ শক্তি প্রয়োগের তাগিদ ট্রাম্পের

দুই মাস ধরে পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি : তথ্য উপদেষ্টা

মাঝে মাঝেই ঝাপসা দেখছেন? চোখ ক্যানসারের লক্ষণ কি না জেনে নিন

১০

হঠাৎ কবরস্থানে বিস্ফোরিত হলো ককটেল, আতঙ্ক

১১

ষষ্ঠীপূজা সম্পন্ন / মন্দিরে মন্দিরে দেবী ত্রিনয়নী

১২

হাসিনের সুর ও সংগীতে কনার ‘নীরবে’

১৩

লালমনিরহাট বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

১৪

দুর্গাপূজার ছুটি ৪ দিন, এ বছর আর ছুটি বাকি কয়দিন

১৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৫

১৬

পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন

১৭

এমপিও নিয়ে মাউশির নতুন নির্দেশনা

১৮

পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার

১৯

ভিয়েতনাম / টাইফুন আতঙ্কে আড়াই লাখের বেশি মানুষকে সরানো হচ্ছে

২০
X