ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

সাঁকো দিয়ে সেতু পার, ভোগান্তিতে ১০ গ্রামের বাসিন্দা

একাংশ ভেঙে যাওয়ায় বাঁশের তৈরি সাঁকো দিয়ে পার হতে হয় সেতৃু। ছবি : কালবেলা
একাংশ ভেঙে যাওয়ায় বাঁশের তৈরি সাঁকো দিয়ে পার হতে হয় সেতৃু। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাহাড়ি ঢলে ভেঙে গেছে সেতুর একাংশ। তবে চার বছর আগে ভেঙে যাওয়া সেতুটি সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছে ১০ গ্রামের বাসিন্দা। বর্তমানে সেতুটি উঠতে ব্যবহার করা হচ্ছে সাঁকো। ফলে যানবাহন চলাচল বন্ধ।

জানা গেছে, সেতুটি উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়ার চান্দনা-চরেরপাথর সড়কে অবস্থিত। ওই সেতু উপজেলা সদরের সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম ওই সেতু। খলিফাপাড়ার খালটির ওপর নির্মিত সেতুটি ভাঙা থাকায় বর্তমানে দুই পাড়ের যোগাযোগে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, একযুগ আগে চান্দলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়া এলাকায় মিয়া বাড়িসংলগ্ন সেতুটি নির্মাণ করা হয়। গত কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ড খাল খননের কাজ করে। সে সময় ওই সেতুর নিচের মাটিও খনন করে। পরে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে সেতুর খুঁটির নিচের মাটি সরে গিয়ে সেতুর একপাশের অংশ ভেঙে পড়ে। এতে সড়কটি দিয়ে চলাচলকারী চরের পাথর, খলিফাপাড়া, নোয়াপাড়া, লালখার, মিয়া বাড়ি শান্তিনগরসহ ১০ গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশ দিয়ে ভাঙা অংশে সাঁকো নির্মাণ করে গত কয়েক বছর হেঁটে পার হচ্ছেন। তবে এ সাঁকো দিয়ে কোনো ধরনের যানবাহন পারাপার হতে পারছে না। ফলে ভোগান্তি পোহাচ্ছেন ওই এলাকায় বসবাসরত মানুষ ও ওই এলাকায় প্রয়োজনের তাগিদে যাওয়া মানুষ।

খলিফাপাড়ার কলেজ পড়ুয়া রনি আহমেদ বলেন, এ সেতুটি দিয়ে কয়েক গ্রামের মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছে কিন্তু কোনো প্রকারের যানবাহন চলাচল না করায় ভোগান্তির শেষ নেই আমাদের।

খলিফাপাড়ার কৃষক মতি মিয়া বলেন, আমাদের প্রায় অধিকাংশ জমি দেউস বিলে। পাকাধান ও সার বীজ নিয়ে ও অন্যান ফলফলাদি আনা-নেওয়ায় আমাদের ভোগান্তির শেষ নেই। ভাঙা অংশে নির্মিত সাঁকোটির অবস্থাও দিনে দিনে নড়বড়ে হয়ে উঠেছে।

চান্দলা গ্রামের পিন্টু মিয়া জানান, বাঁশ দিয়ে তৈরি করা সাঁকোটিতে কয়েকজন মানুষ একসঙ্গে উঠলে কখনো ডানে কখনো বামে কাত হয়ে যায়। অথচ সেতুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কোনো মাথাব্যথা নেই। কয়েক বছর ধরে শুনি সেতুটি মেরামত করা হবে, কিন্তু মেরামত কবে হবে তা কেউই বলতে পারে না।

এ ব্যাপারে চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, খলিফাপাড়া গ্রামের পাশে অবস্থিত খালের ওপর এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই এ সমস্যার সমাধান করার জন্য আমি কর্তৃপক্ষের নিকট আলোচনা করেছি। সেতুটি সংস্কার হলে এই এলাকার মানুষসহ আশপাশের অনেক গ্রামের মানুষ উপকৃত হবে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির ব্রাহ্মণপাড়া উপব্জেলা প্রকৌশলী আবদুল রহিম বলেন, গুরুত্বপূর্ণ এই সেতুটির অবস্থা খুবই বেহাল। আমার আগে যিনি এখানে দায়িত্বে ছিলেন তিনিও সেতুটির সংস্কার চেয়ে প্রতিবেদন জমা দিয়েছিলেন। আমিও একাধিকবার এই সেতুটিসহ ১০০ মিটারের আরও কতগুলো সেতুর সংস্কার চেয়ে প্রতিবেদন জমা দিয়েছিলাম। সরেজমিনে পরিদর্শন করে পুনর্নির্মাণে প্রয়োজনীয় কাগজপত্র আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব : তারেক রহমান

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে

অনিশ্চয়তায় বিপিএলের সূচনা, সময়মতো শুরু হচ্ছে না দিনের প্রথম ম্যাচ

ফের অবরোধ ঢাকার তিন স্থান

পাকিস্তান–বংশোদ্ভূতদের পর এবার ভিসা সংকটে ইংল্যান্ডের দুই ক্রিকেটার

সম্পত্তির দৌড়ে দিশার চেয়ে কতটা পিছিয়ে প্রেমিক তালবিন্দর!

বিটিসিএলের তিন কর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

১০

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

১১

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

১৩

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

১৪

সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার

১৫

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

১৬

প্রথমবারের মতো নারী ক্রিকেট দল গঠন করেই চ্যাম্পিয়ন চবি

১৭

শেরাটনে জড়ো হচ্ছে ৬ দলের ক্রিকেটাররা, দুপুর ১টায় সংবাদ সম্মেলন

১৮

সেই পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে বিসিবি

১৯

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

২০
X