

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বাইপাস বাগানবাড়িতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের এ আহ্বান জানান তিনি।
শ্রীনগর উপজেলার বাইপাস বাগানবাড়িতে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী খানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
মন্তব্য করুন