চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ
মাইজভাণ্ডারে শিক্ষা উৎসব

বিজ্ঞান ও এথিকস অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

উৎসবে বিজ্ঞান বক্তৃতা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং তৃতীয় দারুল ইরফান এথিকস অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ করা হয়। ছবি : কালবেলা
উৎসবে বিজ্ঞান বক্তৃতা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং তৃতীয় দারুল ইরফান এথিকস অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ করা হয়। ছবি : কালবেলা

গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর ঐতিহাসিক দ্বিশত (২০০তম) জন্মবার্ষিকী ও ১২০তম ওরস শরিফ উপলক্ষে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হজরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) পৃষ্ঠপোষকতায় মাইজভাণ্ডার দরবার শরিফে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা উৎসব-২০২৬। উৎসবে বিজ্ঞান বক্তৃতা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং তৃতীয় দারুল ইরফান এথিকস অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফের শাহ এমদাদীয়া ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে সভাপতিত্ব করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ সাদি, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল সরওয়ার এবং নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হোসেন।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এখন আর পিছিয়ে থাকার সুযোগ নেই; আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা এবং তা আয়ত্ত করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, চিকিৎসা ক্ষেত্রেও আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং সমসাময়িক গবেষণায় ইতিবাচক প্রভাব বিস্তার করতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে। কেবল পুথিগত বিদ্যা অর্জন করলেই চলবে না, বরং শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা প্রদান করা আমাদের দায়িত্ব।

তরুণদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, গতানুগতিক ধারায় চাকরির পেছনে না ছুটে নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করতে হবে। সৃজনশীল উদ্যোগ ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবসায় কীভাবে সফলতা অর্জন করা যায় এবং নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে।

দিনব্যাপী এই আয়োজনে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, নানুপুর লায়লা-কবির কলেজ, কাটিরহাট উচ্চ বিদ্যালয় এবং মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, মাইজভাণ্ডারী ফাউন্ডেশন বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৈতিক উন্নয়ন কেন্দ্র, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং মনোবিজ্ঞান বিভাগ। উৎসব শেষে অলিম্পিয়াডে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বলে নিশ্চিত করেছেন মহিউদ্দীন এনায়েত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

রাজধানীতে আজ কোথায় কী

পোস্টার-শোডাউন এড়িয়ে যে অভিনব কৌশলে প্রচারণায় নেমেছেন জারা

ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : নাহিদ ইসলাম

সকালে খালি পেটে যে ৭ অভ্যাস শরীরের ক্ষতির কারণ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে চাকরির সুযোগ

২৭ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

১০

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

১১

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

১২

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

১৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

১৪

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

১৫

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

১৬

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

১৭

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

১৮

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১৯

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

২০
X