

রূপগঞ্জের মুড়াপাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার ওয়ার্ডে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।
পিঠা উৎসবে ছিল নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি ফুচকা ও অন্যান্য খাবারের আয়োজন। শিশু থেকে শুরু করে নারী-পুরুষ— সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
এ সময় এলাকাবাসী দিপু ভূঁইয়ার সঙ্গে মতবিনিময়ে অংশ নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। উপস্থিত জনগণ আগামী ১২ তারিখে দিপু ভূঁইয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন