ঝিনাইদহ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘প্রতিরোধ’-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ জুন) সকাল ১১টার দিকে ভাস্কর্যের উদ্বোধন করেন পুলিশ সুপার আশিকুর রহমান। ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. ইমরান জাকারিয়া, সদর সার্কেলের অ্যাডিশনাল এসপি মীর আবিদুর রহমান, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মনসহ ঝিনাইদহ ছয়টি থানার ওসি, জেলা গোয়েন্দা কার্যালয়ের ইনচার্জ, ডিএসবি ইনচার্জসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সময় পুলিশ সুপার আশিকুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধ, জঙ্গিবাদসহ অপরাধ দমন এবং জনগণের যানমালের নিরাপত্তায় দায়িত্বরত অবস্থায় অনেক পুলিশ সদস্য সম্মুখে প্রতিরোধ গড়ে শহীদ হয়েছেন। জীবন দিয়ে তারা রক্ষা করেছেন দেশের সম্পদ। তাদের সেই স্মৃতিকে স্মরণ করতেই এই ‘প্রতিরোধ ভাস্কর্য’ নির্মাণ করা হয়েছে।
মন্তব্য করুন