দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয় ) আসনে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালামের নাম ঘোষণা করার পরপরই ঘিওরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছেন দলীয় নেতাকর্মীরা।
রোববার (২৬ নভেম্বর) বিকালে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, মানিকগঞ্জ-১ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন আটজন । এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ ।
মন্তব্য করুন