ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। এতে ঈদযাত্রায় স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ যানবাহন বেডে যায়। ফলে যানজট এড়াতে উভয় পাড়ে অতিরিক্ত টোল বুথও বসানো হয়েছে।
অপরদিকে টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার মহাসড়কে যানজট এড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
তিনি বলেন, ‘গত ঈদুল ফিতরের মতো এবারও যাত্রীদের নির্বিঘ্নে ঘরে ফেরাতে কাজ করছি। মহাসড়কে ও সেতু এলাকায় ভোরে কিছু গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে সেতুতে টোল আদায় কিছুক্ষণের জন্য বিঘ্ন ঘটে। ফলে সেতু এলাকায় মাঝে মধ্যে ধীরগতি হলেও এখন যানবাহন স্বভাবিকভাবে চলাচল করছে।’
মন্তব্য করুন