চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে ঠান্ডা আর তীব্র শীতে কাঁপছে প্রাণিকূল। সূর্যের দেখা মেলেনি এখনও। কুয়াশাচ্ছন্ন রয়েছে চারপাশ। মাঘের হাড় কাঁপানো শীতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে মানুষ। এরইমধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
তবে আবহাওয়া কেন্দ্র বলছে, বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে আকাশে মেঘ দেখা দিতে পারে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবার দুপুরে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান এসব তথ্য জানান।
এর আগে সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এর তিন ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
মন্তব্য করুন