নদীদূষণ, ভরাট, শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যাওয়াসহ উপযুক্ত পরিবেশের অভাবে শিলং মাছটি দেশ থেকে হারিয়ে যেতে বসেছে। দেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এ প্রজাতিটি সংরক্ষিত। তাই মাছটি শিকার, হত্যা আইনত দণ্ডণীয় অপরাধ। শিলং এমনই এক বিপন্ন প্রজাতির মাছ।
একসময় দেশের পদ্মা, মেঘনা, যমুনাসহ বিভিন্ন নদী, বিল ও বাঁওড় এলাকায় মাছটি প্রচুর পরিমাণে পাওয়া গেলেও এখন দেখা মেলে কালেভদ্রে।
শুক্রবার (২২ মার্চ) নাটোরের নলডাঙ্গার উপজেলার বারনই নদীতে দীর্ঘদিন পরে কিছু শিলং মাছ ধরা পড়েছে জেলেদের জালে। স্থানীয়ভাবে এটি ঢাইং, সিলোং ইত্যাদি নামেও পরিচিত।
মাছে-ভাতে বাঙালির পাত থেকে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির সুস্বাদু সব মাছ। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের সর্বশেষ জরিপ (২০১৫) অনুযায়ী অন্তত ৬৪ প্রজাতির দেশি মাছ বিপন্ন (এখনই বিলুপ্তির পথে) অবস্থায় আছে।
আবহমান কাল থেকে মাছ বাংলাদেশের খাদ্য তালিকায় অত্যাবশ্যকীয় উপাদান। কিন্তু দিনকে দিন হারিয়ে যাচ্ছে আমাদের মৎস্য সম্পদ। অফুরন্ত মাছের ভান্ডার হিসেবে খ্যাত হাওর অঞ্চলসহ সারাদেশের খালবিল, নদী-নালা থেকে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির অনেক মাছ।
উপজেলার মৎস্যজীবীসহ অনেকে জানান, শিলং মাছ হারিয়ে গিয়েছিল। বর্তমানে নদীতে মাছের অভয়াশ্রম স্থাপনের কারণে এ মাছ আবার ফিরে এসেছে।
উপজেলা মৎস্য কর্মকতা সঞ্জয় কুমার বলেন, মাছটি সংরক্ষণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বারনই নদীতে ৩-৪ কেজি ওজনের শিলং মাছ পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে অন্যান্য বিলুপ্তপ্রায় মাছও পাওয়া যাচ্ছে। মৎস্য অভয়াশ্রমের সুফল জনগণ পাচ্ছে।
মন্তব্য করুন