বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পুরান ঢাকার জজকোর্ট এলাকায় মিছিল সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
আজ রোববার (২৯ অক্টোবর) ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে এই মিছিল বের হয়।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকে মিছিলটি এলে পুলিশ আদালতের প্রধান ফটক আটকে দেয়।
এ সময় তারা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। এরপর তারা মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতির সামনে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ হয়।
এর আগে গতকাল শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ থেকে হরতালের ডাক দেয় বিএনপি।
মন্তব্য করুন