কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

হাসান সারওয়ার্দীকে নিয়ে যা বললেন ডিবি হারুন

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। পুরোনো ছবি
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। পুরোনো ছবি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করা মিয়ান আরেফীর বিরুদ্ধে পল্টন থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করেছে ডিবি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সাভারের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ২৮ তারিখ বিএনপির একটা শান্তিপূর্ণ সমাবেশ হওয়ার কথা ছিল। তারা সেজন্য অনুমতিও নিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেদিন বেলা ১২টার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা আমাদের পুলিশ সদস্যদের উপর ককটেল চার্জ করে, মারধর শুরু করে এবং প্রধান বিচারপতির বাসবভনে হামলা করে। এমনকি আমাদের পুলিশ সদস্যরা আহত হয়ে যেখানে চিকিৎসা নিচ্ছিল, রাজারবাগ পুলিশ হাসপাতালে সেখানেও হামলা করে। সবচেয়ে করুণ এবং হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে আমাদের এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় প্রায় একশর মতো পুলিশ সদস্য আহত হয়েছে যার মধ্যে অনেকেই মুমূর্ষু।

তিনি বলেন, এ ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিবৃত করার চেষ্টা করে। এরপর বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে সমাবেশ শেষ হয় এবং তারা চলে যায়। কিন্তু সন্ধ্যার পরই আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে বিএনপি অফিসে জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে এক ব্যক্তি বক্তব্য প্রদান করছেন। তার পাশে আজকের যে দুই নম্বর আসামি লেফট্যানেন্ট জেনারেল (অব.) হাসান সারওয়ার্দী তিনিও বসে আছেন এবং মাথা দুলাচ্ছেন। জো বাইডেনের যে উপদেষ্টা পরিচয়দানকারী মিয়ান আরাফি, তিনি বলছিলেন যে তিনি র‍্যাবকে তিনি স্যাংশানে সহায়তা করেছেন। তিনি পুলিশ, আনসার এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীকেও স্যাংশান দেওয়ার ব্যবস্থা করবেন। তার সঙ্গে জো বাইডেনের প্রতিদিন ৮-১০ বার কথা হয়। তিনি জো বাইডেনকে জানিয়েছেন, বিএনপির লোকজনের প্রতি হামলা চালিয়েছেন। এরপর তিনি সব জায়গায় এই তথ্য জানিয়েছেন।

হারুন বলেন, উনার এসব বক্তব্য লেফট্যানেন্ট জেনারেল (অব.) হাসান সারওয়ার্দী সমর্থন করেছেন। এতে দেখা গেলো বিএনপির নেতাকর্মীরা এতে উৎসাহ পেলেন এবং রাতের বেলা আরও বাসে আগুন লাগালেন। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলেন এবং রাষ্ট্রদোহীতার মতো একটি অপরাধ করলেন। পরবর্তীতে যখন জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেইয়া ব্যক্তিকে ডেকে আনলাম, উনি জানালেন উনি যে কথাগুলো বলেছেন যে, বাংলাদেশ হিন্দুস্থান হয়ে যাবে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে এসব কথা নাকি উনি বলতে চান নাই। উনাকে এসব কথা হাসান সারওয়ার্দী শিখিয়ে দিয়েছেন। উনি শিখিয়ে দিয়ে এসব কথা বলিয়েছেন। এতে আরও সহযোগিতা করেছেন ইশরাক এবং এডভোকেট বেলাল। যার কারণে দেশে আজকে এই অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে এবং উনার বক্তব্যে যে একটা রাষ্ট্রদ্রোহীতা যে একটি অপরাধ হয়েছে সেটা নিয়ে একটি মামলা হয়েছে পল্টন থানায়। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দরকার পড়লে আমরা তাকে রিমান্ডে আনবো। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে যে কি ষড়যন্ত্র তারা করতে চেয়েছিলেন।

তিনি বলেন, দেশের পুলিশ, র‍্যাব, আনসার এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দিয়ে তারা কি করতে চেয়েছিলেন তা জানতে পারবো। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা পরবর্তী বিষয় সবাইকে জানাতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি?

বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ডিআরইউ ক্রিকেটে কালবেলার বিশাল জয়, ম্যান অব দ্যা ম্যাচ শেখ হারুন

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি : রাশেদ প্রধান

মডেল-অভিনেত্রী জিনা লিমার রহস্যময় মৃত্যু

খাসোগি হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

১০

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের নির্দেশ

১১

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

১২

‘আশুলিয়ায় ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ’

১৩

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

১৪

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৫

বিপিএল: বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত ঢাকার

১৬

সাংবাদিক সোহেলকে তথ্য যাচাইয়ের জন্য আনা হয়েছিল : ডিএমপি

১৭

শরীয়তপুরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৮

যুবদল নেতা হত্যা : শীর্ষ সন্ত্রাসী ‘পাতা সোহেল’সহ গ্রেপ্তার ২

১৯

ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন

২০
X