সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১০:২৫ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আপনারা বেনজির-ডিবি হারুন হইয়েন না : হাসনাত

সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ প্রশাসনকে উদ্দেশ করে বলেছেন, আমরা শুনতে পাচ্ছি, ডিসি এবং এসপি অফিসগুলো বিশেষ কোনো রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসি এবং এসপিদের কল্যাণের জন্য বলব, আপনারা বাংলাদেশপন্থি ও জনগণপন্থি হন। কারণ দিনশেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা। কোনো রাজনৈতিক দলের যখন পতন শুরু হয়, তখন আপনাদের কেউ বাঁচাতে আসবে না।

তিনি বলেন, আপনারা বেনজির-ডিবি হারুন হইয়েন না। তাহলে আবাবিল পাখির মতো একজন হাসনাত অথবা একজন সারজিস আবারও রাস্তায় নেমে আসবে।

সোমবার (০৭ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের এনসিপির কোনো নেতাকর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি, তারা আছে বলেই আমরা এখন নেতা। এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর জন্য আমরা প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত। আপনারা সবাই নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়-ভীতি দেখানো হয়, সেটি আমাদেরকে জানাবেন। শুধু ঢাকা থেকে আসতে গিয়ে সময় লাগে।

তিনি বসুন্ধরা গ্রুপের মিডিয়ার সমালোচনা করে বলেন, গতকাল আমার একটা বক্তব্যে বসুন্ধরা গ্রুপের মিডিয়া খুব বেরাজ হয়েছে। আমি ভয় পাই না। আমি বলব, আবার বলব, বলতেই থাকব- আমার বলা আপনি ঠেকাইতে পারবেন না। আমাকে শত্রুজ্ঞান করে লাভ নেই, আপনারা বাংলাদেশপন্থি নন। আমি যদি দুর্নীতি ও অন্যায় করি, আমার বিপক্ষে আপনারা কলম চালান। আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকব।

তিনি বলেন, আজকে দেখলাম বসুন্ধরার মিডিয়ার পক্ষে একদল সাংবাদিক বিবৃতি দিয়েছে। ঠিক একই ধরনের বিবৃতি, ৩ আগস্ট হাসিনার পক্ষে বসুন্ধরার মালিক যেভাবে বিবৃতি দিয়েছিল। এই বিবৃতি আমাদের চেনা, এই বিবৃতি আমাদের জানা। গুম, হত্যা, অন্যায়ের পক্ষে গত ১৫ বছর আপনারা এভাবে বিবৃতি দিয়েছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

১০

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১১

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

১২

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

১৩

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

১৪

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

১৫

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

১৬

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

১৭

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৮

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

১৯

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

২০
X