ক্যাম্পাসের চলমান ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে সংহতি সমাবেশ হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শাহবাগে এই সংহতি সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান।
এ ছাড়াও নিপীড়ন মুক্ত ক্যাম্পাস এবং পাবলিক হেল্থের নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির অপসারণ দাবি করা হয় সমাবেশ থেকে।
মূলত ধর্ষণ, মাদক ও নিপীড়নের বিরুদ্ধে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজকের এই সংহতি সমাবেশ। যেখানে ধর্ষক ও নিপীড়কদের আশ্রয়দাতা প্রক্টর ও মীর মোশাররফ হোসেন হলের প্রোভোস্টের অপসারণের দাবি তোলা হয়।
সমাবেশে বক্তব্য দেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ, ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি নাসির উদ্দিন প্রিন্স, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মাহী মাহফুজ, ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শিল, জাবির সিনেটর ব্যারিস্টার শিহাব উদ্দিন খানসহ অনেকে।
মন্তব্য করুন