

শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে পিস্তলসহ আটক হওয়া যুবক আরাফাত জামানের (৩৯) বিরুদ্ধে একটি মামলা আছে। গত প্রায় ছয় মাস আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় মেজর পরিচয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নানা কমান্ড দিচ্ছিলেন এই যুবক। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি সন্দেহজনক মনে হলে, তাকে জিজ্ঞাসাবাদ করে। সেসময় বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় আটক করে থানায় নেওয়া হয় এবং তার নামে পরিচয় গোপন, প্রতারণার অভিযোগসহ বেশ কয়েকটি ধারায় একটি মামলা দেওয়া হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় আরাফাত শাহবাগ থেকে আটক হওয়ার পর পুরোনো মামলা খতিয়ে দেখে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম। তবে তার কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি খেলনা বলে দাবি করেছেন এই কর্মকর্তা।
মাসুদ আলম কালবেলাকে বলেন, ‘পিস্তলটি খেলনা, এই ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। ৫-৬ মাস আগেও এই যুবক যমুনা এলাকা থেকে আটক হয়েছিলেন। যমুনা এলাকায় গিয়ে নিজেকে মেজর পরিচয় দিয়ে বিভিন্ন কমান্ড করছিলেন। সন্দেহ হওয়ায় তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে নানা বিভ্রান্তকর তথ্য দিচ্ছিলেন। সেসময় তার বিরুদ্ধে একটি মামলাও করা হয় রমনা থানায়।’
এই যুবকের পরিচয় সম্পর্কে জানতে চাইলে মাসুদ আলম বলেন, ‘দেশের বাইরে সিএ (চার্টার অ্যাকাউন্ট) পড়ে এসেছেন। উচ্চ শিক্ষিত। সম্ভ্রান্ত পরিবার তার। এমন কেন করে, সেটাই বুঝতে পারছি না। মাথায় কোনো সমস্যা আছে কি না বোঝা যায় না।’
এর আগে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় মো. আরাফাত জামান (৩৯) নামের এই যুবককে শাহবাগ মোড়ে চলমান ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি থেকে সংগঠনটির স্বেচ্ছাসেবক ও সাধারণ জনতা খেলনা পিস্তলসহ আটক করে। পরে তাকে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, আরাফাতের বাসা রাজধানীর ধানমন্ডির জিগাতলায়।
মন্তব্য করুন