দেশের দ্রুত পরিবর্তনশীল এড-টেক ল্যান্ডস্কেপে প্রযুক্তি শিক্ষাকে নতুন মাত্রায় নিয়ে যেতে কাজ করছে ‘শিক্ষা’। এজন্য প্রতিষ্ঠানটিতে জরুরি ভিত্তিতে প্রোডাক্ট বিভাগে বিভিন্ন পদে জনবল নিয়োগ দিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে শিক্ষা আইটি লিমিটেড।
আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
১. পদের নাম : প্রধান প্রোডাক্ট কর্মকর্তা (Chief Product Officer)
পদসংখ্যা : ১টি
চাকরির ধরন : ফুল-টাইম (রিমোট)
দায়িত্বগুলো :
. ব্যবসার লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার, ওয়েবসাইট ও অন্যান্য প্রোডাক্ট তৈরির কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা।
. গ্রাহক এবং কর্মীদের চাহিদা বিশ্লেষণ করে প্রোডাক্টের রোডম্যাপ তৈরি করা।
. প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং টিমকে নেতৃত্ব ও দিকনির্দেশনা দেওয়া।
. প্রোডাক্টের সাফল্য পরিমাপের জন্য প্রধান কর্মক্ষমতা সূচক (KPIs) নির্ধারণ করা এবং ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা।
. প্রোডাক্ট লঞ্চ থেকে শুরু করে জীবনচক্রের প্রতিটি ধাপে ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং ও সেলস টিমের সঙ্গে সমন্বয় করা।
. ইন্ডাস্ট্রির সর্বশেষ ট্রেন্ড ও প্রযুক্তির সঙ্গে নিজেকে এবং টিমকে আপডেটেড রাখা।
অভিজ্ঞতা ও অন্যান্য :
. প্রোডাক্ট ম্যানেজার, হেড অব প্রোডাক্ট বা সমতুল্য পদে ১-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
. কৌশলগত চিন্তাভাবনা এবং ব্যবসায়িক প্রজ্ঞা থাকতে হবে।
. শক্তিশালী নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
.অ্যাজাইল (Agile) বা স্ক্রাম (Scrum) পদ্ধতির অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
. এড-টেক সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ ও প্রক্রিয়া :
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে তাদের জীবনবৃত্তান্ত ও একটি কভার লেটার [email protected] এই ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবেন। ই-মেইলের বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে: ‘Application for Chief Product Officer (CPO)’
২. পদের নাম : ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার (Full Stack Engineer)
পদসংখ্যা : ২টি
চাকরির ধরন : ফুল টাইম (রিমোট)
দায়িত্বগুলো :
.প্রতিষ্ঠানের ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্ট-এন্ড ও ব্যাক-এন্ড ডিজাইন, ডেভেলপ ও রক্ষণাবেক্ষণ করা।
.RESTful API তৈরি ও পরিচালনা করা।
.ডেটাবেস স্কিমা ডিজাইন ও অপটিমাইজ করা, যাতে কর্মক্ষমতা ও স্কেলেবিলিটি নিশ্চিত হয়।
.প্রযুক্তিগত ত্রুটি, বাগ এবং কর্মক্ষমতা সমস্যা চিহ্নিত ও সমাধান করা।
.প্রোডাক্ট ম্যানেজার ও ডিজাইন টিমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে নতুন ফিচার তৈরি ও উন্নয়ন করা।
.মানসম্মত, সুশৃঙ্খল ও কার্যকর কোড লেখা।
অভিজ্ঞতা ও অন্যান্য :
.ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
.ফ্রন্ট-এন্ড প্রযুক্তি (যেমন : HTML, CSS, JavaScript এবং React.js ইত্যাদি) বিষয়ে দক্ষ হতে হবে।
.ব্যাক-এন্ড প্রযুক্তি (যেমন : Node.js) বিষয়ে দক্ষ হতে হবে।
.ডেটাবেস সিস্টেম (যেমন : SQL, MySQL, PostgreSQL অথবা MongoDB) সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।
.Git সহ ভার্সন কন্ট্রোল সিস্টেমে অভিজ্ঞ হতে হবে।
.Material UI, Figma এবং Google Cloud-এ কাজের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদনের শেষ তারিখ ও প্রক্রিয়া :
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে তাদের জীবনবৃত্তান্ত ও একটি কভার লেটার [email protected] এই ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবেন। ই-মেইলের বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে: ‘Application for Full Stack Engineer’
৩. পদের নাম : কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার (Quality Assurance Engineer)
পদসংখ্যা : ১টি
চাকরির ধরন : ফুল-টাইম
দায়িত্বগুলো :
.সফটওয়্যার প্রোডাক্টের গুণগত মান নিশ্চিত করতে বিস্তারিত টেস্ট প্ল্যান ও টেস্ট কেস তৈরি ও পরিচালনা করা।
.বাগ চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করা এবং Jira-এর মতো বাগ-ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে সেগুলো ট্র্যাক করা।
.প্রয়োজনে স্বয়ংক্রিয় টেস্টিং স্ক্রিপ্ট তৈরি ও বাস্তবায়ন করা।
.নতুন ফিচার ও বাগ ফিক্স যাচাই করতে ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় টেস্টিং করা।
.কর্মক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারফরম্যান্স ও সিকিউরিটি টেস্টিং করা।
.ডেভেলপার ও প্রোডাক্ট টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চাহিদা বোঝা ও ফিডব্যাক প্রদান করা।
অভিজ্ঞতা ও অন্যান্য:
.কিউএ ইঞ্জিনিয়ার হিসেবে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
.সফটওয়্যার কিউএ পদ্ধতি, টুলস ও প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
.ওয়েব অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপ টেস্টিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
.বাগ-ট্র্যাকিং সফটওয়্যার ও টেস্ট ম্যানেজমেন্ট টুলস ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।
.Python, JavaScript বা Java-তে টেস্টিং স্ক্রিপ্ট লেখার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
.সমস্যা সমাধানে মনোযোগী ও দক্ষ হতে হবে।
আবেদনের শেষ তারিখ ও প্রক্রিয়া :
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে তাদের জীবনবৃত্তান্ত ও একটি কভার লেটার [email protected] এই ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবেন।
ই-মেইলের বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে: ‘Application for Quality Assurance (QA) Engineer’
মন্তব্য করুন