কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তথ্য চুরির মামলায় গ্রেপ্তার ডাটা সেন্টারের সাবেক পরিচালক আদালতে

ডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এম বরকতউল্লাহ। ছবি : কালবেলা
ডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এম বরকতউল্লাহ। ছবি : কালবেলা

‘ই-সেবা’ দেওয়ার নাম করে ‘পরিচয়’ নামক একটি জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের গেটওয়ে ব্যবহার করে নির্বাচন কমিশনের (ইসি) ডাটা সেন্টারে সংরক্ষিত ১১ কোটির বেশি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরির মামলায় গ্রেপ্তার ডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এম বরকতউল্লাহকে আদালতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয় তাকে।

একটি সূত্র নিশ্চিত করেছে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে থাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গেছে। এ ছাড়া ঘটনায় জড়িত বাকিদের বিষয়েও অনুসন্ধানে নেমেছে পুলিশ।

সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অভিনব ‘ই-সেবা’ ফাঁদ পেতে ১১ কোটির বেশি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি করে দেশ ও দেশের বাইরের প্রায় ১৮২টি প্রতিষ্ঠান ও সংস্থার কাছে বিক্রি করে দিয়েছেন। ভয়াবহ এই জালিয়াতির অনুসন্ধানে নেমে এরই মধ্যে অন্তত ২০ হাজার কোটি টাকা লেনদেনের প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ।

২০১৯ সালের ১৭ জুলাই সজীব ওয়াজেদ জয় সিদ্ধিলাভের কৌশল হিসেবে সরকারি ব্যয় বাড়িয়ে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করেন 'পরিচয়' নামক জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের এই গেটওয়ে। এর মাধ্যমে একজন নাগরিকের ব্যক্তিগত তথ্যের জন্য অভিযুক্তরা ৫ থেকে ১৫ টাকা হারে আদায় করেছেন ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে।

এ ঘটনায় মঙ্গলবার (০৮ অক্টোবর) রাতে রাজধানীর কাফরুল থানায় এনামুল হক নামে এক ব্যক্তি দেশের সকল জাতীয় পরিচয়পত্রধারী নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। যেখানে সজীব ওয়াজেদ জয়, জুনায়েদ আহমেদ পলক, ডাটা সেন্টারে সাবেক পরিচালক তারেক এম বরকতউল্লাহসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জনগণের জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেছেন। জাতীয় নিরাপত্তা ও নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডির তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার অনুমতি দেন অভিযুক্তরা। যে তথ্য দেশ ও দেশের বাইরের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গারে চাকরির সুযোগ, থাকবে ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড

টাঙ্গাইলে সাত মাসে সাপের কামড়ের শিকার ৫৩৫ জন

ব্যাংক এশিয়ায় রিলেশনশিপ ম্যানেজার পদে আবেদন করুন আজই

তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প : নিউইয়র্ক টাইমস

পুরুষদের জন্য রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ

কিশোর-কিশোরীদের জন্য এআই চ্যাটবটে পরিবর্তন আনল মেটা

ইসরায়েলের বিরুদ্ধে নতুন পরিকল্পনা ইয়েমেনি বিদ্রোহীদের

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই : শামীম সাঈদী

১০

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

১১

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

৩১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৩

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিলেন ৩ যুবক, অতঃপর...

১৪

নামাজ শেষে বসে থাকা গৃহবধূকে কুপিয়ে হত্যা

১৫

রাকসু নির্বাচনে সাইবার বুলিং রোধে ৫ সদস্যের কমিটি

১৬

১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১৭

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে : যুবদল নেতা আমিন

১৮

আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

১৯

বাংলাদেশ পুনর্নির্মাণে ৩১ দফার বিকল্প নেই : লায়ন ফারুক 

২০
X