মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ।
সোমবার (১৭ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে এ সভা শুরু হয়।
জানা গেছে, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) পাঁচ নেতার সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের সদস্যরা অধিদপ্তরে সভায় অংশ নিয়েছেন।
সভায় মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, মাধ্যমিক ও কলেজ শাখা পরিচালক ও একজন উপপরিচালক অংশ নিয়েছেন।
মন্তব্য করুন