শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নিঝুম দ্বীপে গণঅধিকার পরিষদের আলোচনা সভা

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ন গণঅধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ন গণঅধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

দেশ গঠনে গণঅধিকার পরিষদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ন গণঅধিকার পরিষদ। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বন্দরটিলা বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদ গত কয়েক বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা আপস করি নাই। ফ্যাসিবাদ পতন হয়েছে, নতুন করে কোনো ফ্যাসিবাদের জন্ম যেন না সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার বাস্তববায়ন করাই গণঅধিকার পরিষদের লক্ষ্য।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ দেশ ও মানুষের জন্য কাজ করছে। দেশকে নতুন করে গড়ার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। এক লুটপাটকারীর বিদায় হয়েছে নতুন করে কোনো দখলদার, চাঁদাবাজের জন্ম যেন না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। নিঝুম দ্বীপে যেন শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিষয়ে সরকার উদ্যোগী হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান আমরা আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফিরিয়ে আনার জন্য এই সরকারকে উদ্যোগ নিতে হবে। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির জাতীয় দালালরা এখনো কীভাবে গণমাধ্যমে কথা বলে, হত্যা মামলার আসামি জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অনতিবিলম্বে আটক করতে হবে।

দলের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের বলেন, বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে, তাই আগামী ১৫ বছর আওয়ামী লীগ এ দেশে কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। আগামীতে যারাই আওয়ামী লীগকে পূনর্বাসনের সুযোগ করে দিবে তাদের সকলকেই বিচারের মুখোমুখি করা হবে। জাতীয় পার্টিসহ যেসব দল বিগত একতরফা নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ করে দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক থাকে না, ক্লিনিকে ডাক্তার থাকে না! গণঅধিকার পরিষদ ক্ষমতায় গেলে নিঝুমদ্বীপের মতো প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসহ সরকারি সকল সেক্টরের চাকরিজীবীদের বেতন দ্বিগুণ করা হবে।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ মিয়া। এ ছাড়াও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের নোয়াখালী জেলার সদস্য সচিব আলাউদ্দিন আল মামুন, যুগ্ম আহ্বায়ক রহিম, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি রুবেল মিয়া, ছাত্র নেতা বিপ্লব, সাহারাজ, সোহাগ হাসান, আয়াত, ফারুক খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ হাদির খোঁজ-খবর নিলেন ডা. জুবাইদা রহমান

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

‘হাদির অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়’

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বড় চমক

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

১০

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১

ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক : স্বাস্থ্যের ডিজি

১২

হাদিকে গুলি : হামলাকারীদের বিষয়ে ডিএমপির অনুরোধ

১৩

বিএনপি বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চায় : মঈন খান

১৪

ডিএনএ বদলাতে শুরু করেছে মেরু ভালুক

১৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১৬

লাফ দিয়ে কাঁধে কামড় বসিয়ে দিল কুকুর, ভিডিও ভাইরাল

১৭

গুলিবিদ্ধের ঘটনায় যা বললেন ওসমান হাদির বোন

১৮

হাদির অবস্থা ‌‘ক্রিটিক্যাল’, তিনি বেঁচে আছেন : ডা. জাহিদ হাসান

১৯

ওসমান হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে

২০
X