কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৭:১৬ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের হাত মানুষের রক্তে রঞ্জিত : মির্জা আব্বাস

মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে মির্জা আব্বাস। ছবি : কালবেলা
মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে মির্জা আব্বাস। ছবি : কালবেলা

সরকারকে সরানোর বিকল্প নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমাদের মিছিল-মিটিং বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। বিএনপি দেশের মানুষকে গণতন্ত্রের বাতাস দিতে চায়। দেশে গণতন্ত্রের আবহ তৈরি করতে চায়। সন্ত্রাস-গুম-খুনের রাজনীতির অবসান ঘটাতে চায়।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা বলে বিএনপি নাকি খুনির দল। কিন্তু আমি বলব- দেশে যখন খুনের রাজনীতি চলে তখন বিএনপির জন্মই হয়নি। ৭৪-৭৫ সালে দেশে খুনের ও গুমের রাজনীতি দেখেছি। সে সময় স্পেশাল টিম ছিল। সেই থেকেই ২৫-৩৫ হাজার যুবক ও মুক্তিযোদ্ধার রক্তে রঞ্জিত আওয়ামী লীগের হাত। তখন তো বিএনপির জন্মই হয়নি। বিএনপি কখনোই খুনের রাজনীতি করেনি। বরং বিএনপির সময় বাংলাদেশ ইমার্জিং টাইগারে পরিণত হয়েছিল।

মির্জা আব্বাস বলেন, আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার দিয়ে শুরু করে লাশ ফেলে শেষ করে। এখন গ্রেপ্তার করলে তার লাশ বের হচ্ছে। এটা কোনো রাষ্ট্র! আর তারাই বলে খুনের রাজনীতি করে না। এই সরকারকে সরানোর বিকল্প নেই।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতৃবৃন্দকে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে মহানগর দক্ষিণ বিএনপি ঘোষিত থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা ও শাহজাহানপুর থানা বিএনপির উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, আজিজুল বারী হেলাল, মহানগর দক্ষিণের লিটন মাহমুদ, ইউনুস মৃধাসহ অসংখ্য নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন। মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে কাকরাইল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে আবারও কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাত্তার ও সাধারণ সম্পাদক আমির হোসেনের নেতৃত্বে নিউমার্কেট থানা বিএনপির বিক্ষোভ মিছিল বাটা সিগন্যাল থেকে শুরু হয়ে কাঁটাবন গিয়ে শেষ হয়। এই থানার আরেকটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীরের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও এলিফ্যান্ট রোডে নিউমার্কেট থানা, ইসলামপুর চায়না মার্কেটের সামনে কোতোয়ালি থানা, নর্থসাউথ রোডে বংশাল থানা, সূত্রাপুরে সূত্রাপুর থানা, ধোলাইপাড় ও মীর হাজিরবাগে শ্যামপুর থানা, ঝাউচর এলাকায় কামরাঙ্গীরচর থানা, হাজারীবাগ, কলাবাগান, খিলগাঁও চৌরাস্তায় খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা, ধানমন্ডি, যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, গেন্ডারিয়া, ওয়ারী, চকবাজার ও লালবাগ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্ব স্ব থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব মিছিলে নেতাকর্মীরা অবিলম্বে গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসএলে আইনি ঝড়ের আশঙ্কা, নবায়ন না পেয়ে ক্ষুব্ধ মুলতানের মালিক

নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু, ঘোষণা মামদানির

হাত তুলে বিএনপির প্রার্থীকে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন

দশম গ্রেড বাস্তবায়নের দাবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, মামলা হলেও অধরা ধর্ষক

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

৫ ধরনের ব্যক্তির জন্য বিপজ্জনক কমলালেবু

প্লট-ফ্ল্যাট বিক্রি নিয়ে নতুন বিধিমালা জারি

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল নেতা শাকিলের ব্যতিক্রমী উদ্যোগ

বিশ্বকাপে ভারতের কাছে নাস্তানাবুদ বাংলাদেশ

১০

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আনসার বাহিনী প্রস্তুত : কুমিল্লা রেঞ্জের পরিচালক

১১

ব্রাজিলের ম্যাচের পর দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

১২

‘গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে মারলেই মরে যাবে’, অডিও ভাইরাল

১৩

অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ

১৪

অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে ওইপির যাত্রা শুরু

১৫

মুশফিককে নিয়ে বিসিবির আয়োজন দেখে বিভ্রান্তিতে মুমিনুল

১৬

এবার ১৪ নেতার বিষয়ে সিদ্ধান্ত দিল বিএনপি

১৭

নিরাপত্তার অভাববোধ অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিবন্ধক : দেবপ্রিয় ভট্টাচার্য

১৮

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ১৫৯৬ পদে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

১৪ বছর পর অ্যাশেজ জয়ের স্বপ্ন ইংল্যান্ডের

২০
X