ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে উদ্যোগ নেওয়া হবে : নুরুদ্দিন অপু

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কথা বলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কথা বলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে শরীয়তপুরসহ নদীবেষ্টিত এলাকাগুলোতে নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই এ অঞ্চলের দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

নুরুদ্দিন অপু বলেন, শরীয়তপুর একটি নদীবেষ্টিত জেলা। এ জেলার মানুষের জন্য নদীভাঙন শুধু একটি প্রাকৃতিক সমস্যা নয়, এটি দীর্ঘদিনের দুর্ভোগ ও অনিশ্চয়তার কারণ। ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারিয়ে প্রতিবছর অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হন। নদীভাঙন রোধ করা এ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা। বিএনপি ক্ষমতায় এলে জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, শরীয়তপুরের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি সবসময় কাজ করেছে এবং আগামীতেও করবে। জাতীয় উন্নয়ন পরিকল্পনায় জেলা ও স্থানীয় পর্যায়ের সক্রিয় অংশগ্রহণ আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে দেয়। আমাদের লক্ষ্য শুধু পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকা নয়, বরং বাস্তবায়নে সরাসরি ও কার্যকরভাবে অংশ নেওয়া।

স্থানীয়রা নুরুদ্দিন আহাম্মেদ অপুর বক্তব্যকে সময়োপযোগী ও আশাব্যঞ্জক বলে মনে করছেন। ধানকাঠি ইউনিয়নের এক স্থানীয় ব্যবসায়ী বলেন, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা যদি সমন্বিতভাবে এই পরিকল্পনায় অংশগ্রহণ করেন, তাহলে শরীয়তপুর অল্প সময়ের মধ্যেই উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবে।

এ সময় তিনি ধানকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দোয়া প্রার্থনা করেন। পরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

দিনের শুরুতে তিনি ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধানকাঠি গ্রামে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। দুপুর ১২টায় একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর ধানকাঠি গ্রামে এবং দুপুর ১টায় চর মালগাঁও এতিমখানার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি একই গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে ধানকাঠি ইউনিয়নের ডগারপাড় গ্রাম ও বিশ্বাসকান্দি এলাকার বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শাহাদাত হোসেনসহ বিএনপির বিভিন্ন ইউনিটের স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

রাজধানীতে আজ কোথায় কী

পোস্টার-শোডাউন এড়িয়ে যে অভিনব কৌশলে প্রচারণায় নেমেছেন জারা

ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : নাহিদ ইসলাম

সকালে খালি পেটে যে ৭ অভ্যাস শরীরের ক্ষতির কারণ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে চাকরির সুযোগ

২৭ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

১০

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

১১

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

১২

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

১৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

১৪

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

১৫

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

১৬

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

১৭

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

১৮

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১৯

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

২০
X