কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৮:৫২ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের লেবাসে ক্ষমতা আঁকড়ে আছে সরকার : লেবার পার্টি

বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লায়ন ফারুক রহমান। ছবি : কালবেলা
বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লায়ন ফারুক রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ লেবার পার্টির একাংশের নতুন চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন, বর্তমান আওয়ামী লীগ গণতন্ত্রের লেবাসে ক্ষমতা দখল করে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জিম্মি করে অবৈধ পন্থায় ক্ষমতা আঁকড়ে আছে।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার মানবাধিকার, গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বাক ও ব্যক্তি স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছে। তাই জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তথা আওয়ামী দুঃশাসনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ লেবার পার্টি ঐক্যবদ্ধভাবে রাজপথে আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লায়ন ফারুক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাস-নৈরাজ্যমুক্ত বাংলাদেশ গড়তে ইসলাম ও জাতীয়তাবাদের চেতনায় আমাদের পথচলা ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ‘৬৯-এর ছাত্র গণঅভ্যুত্থান, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের শ্রমিকদের গৌরবোজ্জ্বল ভূমিকা আমাদের অনুপ্রাণিত করে। বাংলাদেশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে মাওলানা আবদুল মতীনের নেতৃত্বে। প্রতিষ্ঠার প্রথম বছরেই ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সব রাজনৈতিক দল নিষিদ্ধ হলে লেবার পার্টিও নিষিদ্ধ হয়। ১৯৭৭ সালে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চর্চার সুযোগ দিলে বাংলাদেশ লেবার পার্টি ১৯৭৭ সালের ২২ অক্টোবর মাওলানা আবদুল মতীন ও মাওলানা গোলাম মোস্তফার নেতৃত্বে পুনর্জীবন ফিরে পায়। পরে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে ৭ মে ১৯৭৮ সালে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হলে- মশিউর রহমান যাদু মিয়ার ন্যাপ, শাহ আজিজুর রহমানের মুসলীম লীগ, বিচারপতি সাত্তারের জাগদল, মাওলানা মতীনের লেবার পার্টি, কাজী জাফরের ইউপিপি ও তপশিলি জাতি ফেডারেশন জোটের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেয়।

তিনি আরও বলেন, জাতি আজ চাতক পাখির মতো বলিষ্ঠ নেতৃত্বের আবির্ভাবের অপেক্ষায় প্রহর গুণছে। কিন্তু প্রকৃত নেতৃত্ব তখনই গড়ে ওঠে যখন কিছু নির্দিষ্ট বিষয়ে একযোগে কাজ করে এবং তাতে সফলতা অর্জিত হয়। অপরদিকে নেতা ভুল করে বসলে সবই পণ্ড হয়। বর্তমান প্রেক্ষাপটে প্রচলিত শিক্ষার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার চক্রান্তে লিপ্ত। যদি পেছনের দিতে তাকাই, মনে হয় অনেক দূরে চলে এসেছি। আর যদি সামনের দিকে তাকাই, তাহলে মনে হয় সামনে অনেক পথ বাকি আছে। বাংলাদেশ লেবার পার্টি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। দেশের জনগণ দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের শোষণ ও নিপীড়নের মাঝে বসবাস করছে। এই ফ্যাসিবাদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু নির্বাচন ঘিরে উত্তপ্ত শাবিপ্রবি, সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

প্রশাসন কোনো দলের দালালি করলে জনগণ কঠিন জবাব দেবে: ইশরাক

আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

আলোনসোকে বরখাস্ত করল রিয়াল, জানাল নতুন কোচের নাম

১৫ স্যাটেলাইট ও একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

ঢাকায় এসে নতুন মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস প্রকাশ

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উত্তাল শাবিপ্রবি

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে কী বলা হয়েছে

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

১০

তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

১১

‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’: যেভাবে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি

১২

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

১৩

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

১৪

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১৫

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

১৭

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

১৮

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

১৯

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর কড়া বার্তা

২০
X