জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হাসান চৌধুরীর মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করা হয়েছে।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান বিল্লালের নেতৃত্বে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি বের করা হয়।
যা পল্টন থানা হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। উক্ত মিছিলে আবুল হাসান চৌধুরীসহ বিএনপির সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালের সামনে থেকে আবুল হাসানকে তুলে নেওয়ার অভিযোগ করে বিএনপি। পরে তিনদিন পর তাকে অস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মন্তব্য করুন