বিএনপি ও জামায়াতের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
বিক্ষোভটি দুপুর ১২টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয়ও ঢাকা মহানগর উত্তর সভাপতি ইসহাক মিয়া, দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ মহানগর ও থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মন্তব্য করুন