কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করা কি নিষেধ?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আমাদের সমাজে ধর্মীয় বিশ্বাস ও আচার-আচরণের সঙ্গে জড়িয়ে আছে নানা ধরনের কুসংস্কার ও ভুল ব্যাখ্যা। এর মধ্যে একটি ব্যাপক প্রচলিত ধারণা হলো, কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করা নাকি গোনাহ, কেউ কেউ এটাকে অমঙ্গলজনক বলেও মনে করেন। অনেকেই ভাবেন, কারো কবরের দিকে ইশারা করলে তা মৃতব্যক্তির প্রতি অবমাননার শামিল বা তা বিপদের আলামত। আবার কেউ কেউ তো ভাবেন, কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করলে আঙুল পঁচে যায়। অথচ এসব ধারণার পেছনে স্পষ্ট কোনো শরয়ি দলিল নেই, বরং এগুলো পুরোপুরি কুসংস্কারনির্ভর এবং শরিয়তের শিক্ষা থেকে বিচ্যুত।

এ বিষয়ে কালবেলার সঙ্গে শরিয়তের দৃষ্টিভঙ্গি জানিয়েছেন ঐতিহ্যবাহী কৌড়িয়া মাদ্রাসার প্রধান মুফতি ও মুহাদ্দিস মাওলানা হেলাল আসহাব কাসেমি। তার আলোচনা তুলে ধরেছেন আবু তালহা রায়হান

কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করা একটি স্বাভাবিক বিষয়‌

মুফতি আসহাব কাসেমি বলেন, জীবিত মানুষের দিকে আঙুল দিয়ে ইশারা করা যেমন জায়েয আছে, মৃত মানুষের কবরের দিকেও ইশারা করা জায়েজ আছে। এতে কোনো অমঙ্গল হওয়ার কারণ নেই। কোরআন ও বিশুদ্ধ হাদিসে এধরনের কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং এমন ভুল ধারণা পরিহার করতে হবে।

রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি এমন কোনো আমল (বিশ্বাস পোষণ) করবে, যে বিষয়ে আমার অনুমোদন নেই, তা প্রত্যাখ্যাত হবে।’ (মুসলিম : ১৭১৮)

কাফির সম্প্রদায় সালিহ (আ.) ও ঈমানদার সঙ্গীদের অশুভ লক্ষণ বলে মনে করত। কোরআনে বর্ণিত হয়েছে, ‘তারা বলল, তোমাকে ও‌ তোমার সঙ্গে যারা আছে তাদের আমরা অমঙ্গলের কারণ মনে করি। সালিহ বললেন, তোমাদের শুভাশুভ আল্লাহর এখতিয়ারে, বস্তুত তোমরা এমন এক সম্প্রদায়, যাদের পরীক্ষা করা হচ্ছে।’ (সুরা নমল : ৪৭)

অন্য একটি হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘হে আল্লাহ, আপনার মঙ্গল ছাড়া আর কোনো মঙ্গল নেই, আপনার পক্ষ থেকে সাব্যস্ত দুর্ভাগ্য ছাড়া আর কোনো দুর্ভাগ্য হতে পারে না এবং আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই। (মুসনাদে আহমদ : ৭০৪৫)

আসহাব কাসেমি বলেন, উল্লিখিত আয়াত ও হাদিস প্রমাণ করে, মঙ্গল-অমঙ্গল কেবল আল্লাহ তায়ালাইর হাতে। তাই ইসলামে কোনো কুসংস্কারের স্থান নেই। অতএব যারা মনে করেন কবের দিকে আঙুল দিয়ে ইশারা করা যাবে না, তাদের ধারণা ভুল।

কবর জিয়ারত করা সুন্নত

জামিয়া কৌড়িয়ার প্রধান মুফতি বলেন, আখিরাতের স্মরণের মাধ্যমে পার্থিব জীবনের অনিশ্চয়তার অনুভূতি সৃষ্টি হয়। আর আখিরাতের স্মরণের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কবর জিয়ারত করা। এতে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। এজন্য কবর জিয়ারত একটি উত্তম আমল এবং সুন্নতও বটে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা কবর জিয়ারত কর, কেননা তা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে।’ (মুসলিম : ৯৭৬)

জিয়ারতের মুস্তাহাব সময়

কোনো নিয়ম না বেঁধে পুরুষদের জন্য কবর জিয়ারত করা জায়েজ। যে কোনো দিন যে কোনো সময়ে কবর জিয়ারত করা যায়। তবে প্রতি শুক্রবার না পারলে বৃহস্পতিবার বা শনিবার বা সোমবার জিয়ারত করার জন্য যাওয়া মুস্তাহাব। (রদ্দুল মুহতার : ২/২৪২)

এ তিনদিনের মধ্যে শুক্রবারে যাওয়াই ভালো। রাসুল (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি প্রতি জুমায় তার মা-বাবা বা তাদের একজনের কবর জিয়ারত করবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং মা-বাবার সঙ্গে সদ্ব্যবহারকারীদের মধ্যে গণ্য করা হবে।’( তাবারানি : ৬১১৪)

জিয়ারতের সুন্নত পদ্ধতি

প্রথমে মৃতকে উদ্দেশ্য করে সালাম প্রদান করা। অতঃপর দরুদ শরিফ পাঠ এবং কোরআন মাজিদ থেকে তিলাওয়াত করা। বিশেষ করে সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, সুরা ইয়াসিন, সুরা মুলক, সুরা ইখলাস, সুরা তাকাসুর ইত্যাদি সুরা পড়া। তারপর হাত না উঠিয়ে মৃতদের জন্য ইসালে সওয়াব করা। তবে হাত উঠাতে চাইলে জিয়ারত শেষে কিবলামুখী হয়ে কবরবাসীর জন্য মাগফিরাতের দোয়া করা যাবে। (রদ্দুল মুহতার : ২/২৪২-২৪৩)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে বিষাক্ত স্পিরিট পানে ২ জনের মৃত্যু

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

জুলাই গণঅভ্যুত্থানের প্রাণ ভোমরারা হতাশ হয়েছেন : নুর

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

এবার চট্টগ্রামে সাংবাদিককে গলা টিপে হত্যাচেষ্টা

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

এনসিপির হয়ে নির্বাচন করব কিনা সিদ্ধান্ত নেইনি : আসিফ মাহমুদ

সবাইকে টেস্ট খেলানো জরুরি নয় : জোরাজুরিতে দেউলিয়ার শঙ্কা

প্রবাসেও আপ বাংলাদেশের কমিটি ঘোষণা 

১০

ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায়

১১

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনকে আর্থিক সহায়তার চেক দিল যমুনা অয়েল

১২

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা-অটোরিকশা দিলেন তারেক রহমান

১৩

৩০০ আসনে নির্বাচনের পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ 

১৪

ড্রোন শো পরিচালনার প্রশিক্ষণে চীন যাচ্ছেন ১১ জন

১৫

সামাজিক কাজে অবদান রাখায় নিবন্ধন পেল প্রভাত

১৬

স্বাস্থ্যের ডিজির আশ্বাসে মন গলেনি, নতুন কর্মসূচি ছাত্র-জনতার

১৭

শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান

১৮

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : চরমোনাইর পীর

১৯

চট্টগ্রামে ১০ লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়রের

২০
X