মুন্সীগঞ্জে ৩৭শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩ হাজার ৭০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।  বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভবেরচর কলেজ রোড, ভবেরচর বাস স্ট্যান্ড, আলীপুরা, ভিটিকান্দী এলাকায় এ অভিযান চালানো হয়। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার। মেঘনাঘাট অঞ্চলিক বিপনণ অফিসের ব্যাবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ বলেন, অভিযানে উপজেলার ভবেরচর ইউনিয়নের ৫টি স্থানে ১১ কিলোমিটার এলাকাজুড়ে ৩ হাজার ৭শ আবাসিক সংযোগ, ৩টি রেস্তোরাঁ ১টি ঢালাই কারখানা, এবং ১০টি চা স্টলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, গজারিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আখতারুজ্জামান জামান, ভবেরচর ইউপি প্যানেল চেয়ারম্যান সাদত আলী, আতিকুল ইসলাম, ভবেরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ প্রমুখ। এর আগে গত ৫ মার্চ মধ্য বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করতে গিয়ে জনগণের তোপের মুখে পড়ে তিতাসের গ্যাস কর্মকর্তারা। এ সময়  উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে ১০০ রাউন্ড ফাকাগুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় ৭ পুলিশ সদস্য আহত হয়।
১৪ মার্চ, ২০২৪

চট্টগ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ প্রতিমন্ত্রীর
চট্টগ্রামের সব ভবন তদারকি করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, চট্টগ্রামে যেন বেইলি রোডের ঘটনার পুনরাবৃত্তি না হয়। মন্ত্রী বলেন, আপনারা যেসব স্থানে অবৈধ কানেকশন দিয়েছেন, সেগুলোও বিচ্ছিন্ন করতে হবে। গতকাল বুধবার বিকেলে ষোলশহরে অবস্থিত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে প্রি-পেইড মিটার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সে সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ভবন করতে অথরিটির অনুমোদন ও ডিজাইন আছে কি না দেখতে হবে। ডিজাইনে রেস্টুরেন্টের অনুমোদন না থাকলে, রেসিডেন্সিয়াল বাড়িতে হোটেল, বাসাবাড়ির মধ্যে ইন্ডাস্ট্রি দেখলে লাইন কাটবেন। সেগুলো অডিট করতে মাসখানেক পর লোক পাঠাব। যদি গাফিলতি দেখি, তাহলে আপনাদের ব্যাপারে ব্যবস্থা নেব। তিনি বলেন, সরকার অনুমোদিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাসের কানেকশন হবে না। আপনারা যেসব স্থানে অবৈধ কানেকশন দিয়েছেন, সেগুলোও বিচ্ছিন্ন করতে হবে। নসরুল হামিদ বলেন, কর্ণফুলীর সব গ্রাহককে আগামী তিন বছরের মধ্যে প্রি-পেইড ও স্মার্ট মিটারের আওতায় আনাই মূল টার্গেট। তিনি বলেন, সারা দেশে বকেয়া প্রায় ৫ হাজার কোটি টাকা। নিরবচ্ছিন্ন গ্যাস পেতে নিয়মিত বিল দেওয়াটাও জরুরি। এর আগে পতেঙ্গায় পদ্মা, মেঘনা ও যমুনার প্রধান স্থাপনা এবং এসপিএম ডেসপাচ সেন্টার পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সে সময় তিনি বলেন, মহেশখালী থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে পতেঙ্গা ডিপোতে ডিজেল ও ক্রুড ওয়েল আসবে। তেলের ডিসপাচ সেন্টারের ৯০ শতাংশ কাজ শেষ। এখান থেকে যাবে ঢাকার গোদনাইল ডিপোতে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হবে। অটোমেশনের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। তবে পুরোপুরি শেষ করতে আরও তিন বছর লাগবে। জ্বালানি তেলের মজুত সক্ষমতা আগের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেড়েছে। ভারতের নুপালিগড় থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আনায় খরচ কমেছে। সে সময় পেট্রোবাংলার চেয়ারম্যান, বিপিসির চেয়ারম্যান ও কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৭ মার্চ, ২০২৪

অবৈধ গ্যাস সংযোগ নিয়ে প্রতিমন্ত্রীর কঠোর বার্তা
ঢাকার বেইলি রোডে ভয়াবহ দুর্ঘটনার পর চট্টগ্রামে অবৈধ গ্যাস সংযোগ ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামী এক মাসের মধ্যে চট্টগ্রাম অঞ্চলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি বকেয়া বিল আদায়ের জন্য তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।  বুধবার (৬ মার্চ) চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) আওতাধীন এলাকায় প্রিপেইড গ্যাস মিটারের ডেটা সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।  প্রতিমন্ত্রী বলেন, যেসব বিল্ডিংয়ের অবৈধ সংযোগ আছে সেগুলো বিচ্ছিন্ন করতে হবে। প্ল্যান না দেখে কানেকশন  আছে এ রকমও থাকতে পারবে না। আপনারা বেইলি রোডের মর্মান্তিক ঘটনা দেখেছেন। চট্টগ্রামে যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, আমরা সেটা চাই। কেজিডিসিএল এর কর্মকর্তাদের নসরুল হামিদ বলেন, আগামী একমাসের মধ্যে আপনারা সব বিল্ডিংয়ে যাতায়াত করবেন। গ্রাহকদের সংশ্লিষ্ট অথরিটির অনুমোদন আছে কিনা, বিল্ডিংটা ডিজাইন অনুযায়ী আছে কিনা দেখবেন। ভবনের ডিজাইনে রেস্টুরেন্টের অনুমোদন থাকলে লাইন রাখবেন, না থাকলে লাইন কেটে দেবেন। আবাসিক বাড়ি বানিয়ে সেখানে হোটেল-রেস্টুরেন্ট করলে লাইন কেটে দেবেন। আবাসিক ভবনে ইন্ডাস্ট্রি চালু করলে, সেখানে গ্যাসের লাইন থাকবে না। আগামী এক মাস পরে আমি লোক পাঠাব, যদি আমি দেখি আপনারা গাফিলতি করেছেন তাহলে আপনাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।  বকেয়া গ্যাস বিলের বিষয়ে তিনি বলেন, সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্রগুলোর কাছে আমাদের একটা বড় বকেয়া পড়ে গেছে। সেগুলো উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রিপেইড মিটার বসাতে পারলে আর বকেয়া হবে না। আগামী ৩ বছরের মধ্যে চট্টগ্রামবাসীকে প্রিপেইড গ্যাস সংযোগের আওতায় আনা হবে। আর পরিকল্পিত শিল্পনগরী এলাকা ছাড়া কোথাও গ্যাস লাইন হবে না।
০৬ মার্চ, ২০২৪

কাশিমপুরে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ঢাকার সাভারে আশুলিয়ার আওতাধীন কাশিমপুর ভুঁইয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে দেওয়া প্রায় ৫ শতাধিক আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে আশুলিয়া তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত কাশিমপুরের ভুঁইয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন আশুলিয়া তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। এসময় তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অবৈধভাবে দেওয়া ৫ শতাধিক আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একটি প্রভাবশালী মহল নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে এসব সংযোগ দিয়েছিলেন। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটনার আশঙ্কা ছিল। তিনি আরও বলেন, অভিযানে ৫টি মূল পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়েছে। এসময় অবৈধভাবে বিতরণের ৩ কিলোমিটার এলাকাজুড়ে এই অভিযান পরিচালনা করে প্রায় ৫০০টি বার্নার ও ১৫০ মিটার পাইপ অপসারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক আনিসুজ্জামান, সাভার তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান ও আশুলিয়া তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী মো. আসোয়াত হোসেনসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
৩০ জানুয়ারি, ২০২৪

গজারিয়ায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
মুন্সীগঞ্জের গজারিয়ায় তিতাসের অভিযানে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী ইকোনমিক জোন পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বিস্তৃত ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এলাকাগুলো হলো জামালদী, লস্করদী, ভবানীপুর, নতুন চর, হোসেন্দী বাজারসহ আরও কয়েকটি স্থানে এসব অবৈধ লাইন ছিল। এ সময় তিতাসের পক্ষ থেকে সর্বসাধারণের মধ্যে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়।  তিতাস গ্যাসের মেঘনা ঘাট আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ বলেন, জনগণকে অনুরোধ করব অবৈধ গ্যাস সংযোগ এভাবে না নেওয়ার জন্য। রাষ্ট্রীয় সম্পদ গ্যাস খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। এটি রক্ষার দায়িত্ব আপনাদের সবার।  তিনি আরও বলেন, আমরা আপাতত বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছি না। তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, যেসব এলাকায় বৈধ লাইন থেকে অবৈধ লাইন বেশি আছে, সেসব এলাকায় বৈধ-অবৈধ সব সংযোগ বিচ্ছিন্ন করতে।
২১ জুলাই, ২০২৩
X