ঢাকার বেইলি রোডে ভয়াবহ দুর্ঘটনার পর চট্টগ্রামে অবৈধ গ্যাস সংযোগ ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামী এক মাসের মধ্যে চট্টগ্রাম অঞ্চলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি বকেয়া বিল আদায়ের জন্য তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (৬ মার্চ) চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) আওতাধীন এলাকায় প্রিপেইড গ্যাস মিটারের ডেটা সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, যেসব বিল্ডিংয়ের অবৈধ সংযোগ আছে সেগুলো বিচ্ছিন্ন করতে হবে। প্ল্যান না দেখে কানেকশন আছে এ রকমও থাকতে পারবে না। আপনারা বেইলি রোডের মর্মান্তিক ঘটনা দেখেছেন। চট্টগ্রামে যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, আমরা সেটা চাই।
কেজিডিসিএল এর কর্মকর্তাদের নসরুল হামিদ বলেন, আগামী একমাসের মধ্যে আপনারা সব বিল্ডিংয়ে যাতায়াত করবেন। গ্রাহকদের সংশ্লিষ্ট অথরিটির অনুমোদন আছে কিনা, বিল্ডিংটা ডিজাইন অনুযায়ী আছে কিনা দেখবেন। ভবনের ডিজাইনে রেস্টুরেন্টের অনুমোদন থাকলে লাইন রাখবেন, না থাকলে লাইন কেটে দেবেন। আবাসিক বাড়ি বানিয়ে সেখানে হোটেল-রেস্টুরেন্ট করলে লাইন কেটে দেবেন। আবাসিক ভবনে ইন্ডাস্ট্রি চালু করলে, সেখানে গ্যাসের লাইন থাকবে না। আগামী এক মাস পরে আমি লোক পাঠাব, যদি আমি দেখি আপনারা গাফিলতি করেছেন তাহলে আপনাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
বকেয়া গ্যাস বিলের বিষয়ে তিনি বলেন, সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্রগুলোর কাছে আমাদের একটা বড় বকেয়া পড়ে গেছে। সেগুলো উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রিপেইড মিটার বসাতে পারলে আর বকেয়া হবে না। আগামী ৩ বছরের মধ্যে চট্টগ্রামবাসীকে প্রিপেইড গ্যাস সংযোগের আওতায় আনা হবে। আর পরিকল্পিত শিল্পনগরী এলাকা ছাড়া কোথাও গ্যাস লাইন হবে না।
মন্তব্য করুন