আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে। আগামী সপ্তাহে এই অস্ত্রোপচার করা হবে। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আনু মুহাম্মদ। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।  এ বিষয়ে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম বলেন, আগামী সপ্তাহে আনু মুহাম্মদের অস্ত্রোপচার করার প্রস্তুতি নিচ্ছি। তার শারীরিক কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে তার ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে। দিনাজপুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে গত রোববার সকালে ঢাকায় ফিরছিলেন আনু মুহাম্মদ। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনার শিকার হন।  এ বিষয়ে তার বন্ধু নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফুলবাড়ী থেকে ট্রেনে ওঠেন। খিলগাঁওয়ে পৌঁছানোর পর নামতে গিয়ে পা পিছলে পড়ে যান। সে সময় তার দুই পা ট্রেনের চাকার নিচে চলে যায়। সকাল ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পায়ের আঙুলে অস্ত্রোপচার করা হয়।
২৪ এপ্রিল, ২০২৪

শিশু জন্মে অস্ত্রোপচার বিষয়ক সাম্প্রতিক ঘটনায় কমিশনের পদক্ষেপ
স্বল্প সময়ের ব্যবধানে দেশে সিজারিয়ান প্রসবের হার উদ্বেগজনক হারে বাড়ায় পদক্ষেপ নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ। জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ বুধবার (১৭ এপ্রিল) বিবৃতিতে জানিয়েছে, প্রয়োজন ছাড়া শিশু জন্মে অস্ত্রোপচার করা মা ও নবজাতকের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। যেখানে স্বাস্থ্য খাতে প্রতি বছর সরকারকে বিপুল পরিমাণে অর্থ ভর্তুকি প্রদান করতে হয়, সেখানে মিটফোর্ডের মতো একটি স্বনামধন্য হাসপাতালে চিকিৎসক কর্তৃক সিজার করতে চাপ প্রয়োগ করার বিষয়টি কমিশনের কাছে বোধগম্য নয়। এরূপ সিজারিয়ান প্রসবের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার প্রকৃত কারণ খতিয়ে দেখার প্রতি গুরুত্ব দিয়েছে। সিজারিয়ান প্রসবের ওপর বিধিনিষেধ আরোপের লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে অনতিবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন মনে করে কমিশন।  এ অবস্থায়, মিডফোর্ড হাসপাতালের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করতে পরিচালক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতাল -কে বলা হয়েছে। একইসাথে প্রসবে অপ্রয়োজনীয় সিজার/সি-সেকশন বন্ধ, এ লক্ষ্যে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সিজারিয়ান প্রসবের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধির পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে বলা হয়েছে। গত ১৩ এপ্রিল ২০২৪ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক মোহসিন কবিরের ‘গর্ভবতী মাকে মিটফোর্ড হাসপাতাল থেকে বের করে দিলেন গাইনী চিকিৎসক’ শিরোনামে লেখাটি ‘৭১ টিভি’র মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টিগোচর হয়। রাজধানীর শ্যামপুর থেকে এক গর্ভবতী নারী মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যান।পরীক্ষা-নিরীক্ষার পর সবকিছু ঠিক আছে মর্মে স্বাস্থ্যকর্মী জানান।  দায়িত্বরত চিকিৎসক তার আর্থিক অবস্থার কথা জিজ্ঞাসা করেন এবং সিজার করতেই হবে বলে জানান। কিন্তু গর্ভবর্তী নারীর পূর্বে দুটি সন্তান স্বাভাবিক ডেলিভারি হয়েছে উল্লেখ করেন এবং সিজার করতে অপরাগতা প্রকাশ করেন। এতে চিকিৎসক ক্ষিপ্ত হয়ে রোগীর উপর নানা প্রকার মানসিক চাপ তৈরি করেন। আপত্তিকর মন্তব্যসহ হয়রানিমূলক কথা বলেন মর্মে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে উক্ত নারীর মুগদা নবস্বাস্থ্য নামক একটি সরকারি হাসপাতালে স্বাভাবিক ডেলিভারি হয়। স্বল্প সময়ের ব্যবধানে দেশে সিজারিয়ান প্রসবের হার উদ্বেগজনক হারে বেড়েছে মর্মে পরিসংখ্যানে উঠে এসেছে।
১৭ এপ্রিল, ২০২৪

প্রসূতির অস্ত্রোপচার করতে গিয়ে সন্তানের মাথা কাটলেন চিকিৎসক
কুমিল্লা সদর হাসপাতালে প্রসূতির অস্ত্রোপচার করতে গিয়ে গর্ভের সন্তানের মাথা কেটে ফেলার অভিযোগ উঠেছে। পরে সেখানে ১৪টি সেলাই দিতে হয়। এমনকি চিকিৎসক বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। পরে তা জানাজানি হয়। গত রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা নগরীর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নবজাতকের বাবা শাহাবুদ্দিন বলেন, আমাদের না জানিয়ে নবজাতকের মাথায় ১৪টি সেলাই দেওয়া হয়েছে।  তিনি আরও জানান, কুমিল্লা নগরীর আশ্রাফপুর এলাকায় তারা থাকেন। গত ১১ ফেব্রুয়ারি তার গর্ভবতী স্ত্রী জুলিকে (২০) কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিন রাতে অস্ত্রোপচার সম্পন্ন করে নবজাতককে রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ভেতরে আনলে নবজাতকের মাথায় ১৪টিরও বেশি সেলাই দেখে নবজাতকের মা হাউমাউ করে কান্নাকাটি করলে চিকিৎসক তাদের বুঝিয়ে বলেন, ‘একটু সমস্যা হয়েছে। তার জন্য আমরা দুঃখিত।’ নবজাতকের বাবা শাহাবুদ্দিন বলেন, ডাক্তাররা অনেকবার আমাদের রিকোয়েস্ট করে বলেছেন, এ ঘটনাটি যাতে বাইরের কাউকে না জানাই। বাচ্চার কোনো সমস্যা হবে না বলে আমাকে আশ্বস্ত করে বলেছেন, কিছু দিন পর ক্ষত ঠিক হয়ে যাবে। এ ব্যাপারে অস্ত্রোপচারকারী চিকিৎসক জেনিফার শারমিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। কুমিল্লা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেন, এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

সফলতার সঙ্গে অস্ত্রোপচার বিভাগ চালুর এক বছর পূর্ণ করল ল্যাবএইড ক্যানসার হাসপাতাল
সফলতার সঙ্গে অস্ত্রোপচার বিভাগ চালুর এক বছর পূর্ণ করল ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। এ উপলক্ষে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারেই দোয়া ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। গত ১ বছরের (ফেব্রুয়ারি ২০২৩-ফেব্রুয়ারি ২০২৪) হাসপাতালের মেডিকেল রেকর্ডের তথ্য বিশ্লেষণ করে হাসপাতাল কর্তৃপক্ষের এক প্রতিবেদনে জানানো হয় মিনিমাম সার্জিক্যাল সাইট ইনফেকশন নিয়ে প্রথমবারের মতো তারা ৮৩৩টি সফল অস্ত্রোপচারে সম্পন্ন করেছে যেটি অন্যান্য উন্নত দেশ ইন্ডিয়া, ইউকে, ইউএসের তুলনায় অনেক কম বলে বিবেচনা করা যায়। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জার্নালের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উন্নত এসব দেশগুলোতে সার্জিক্যাল সাইট ইনফেকশনের মাত্রা যথাক্রমে শতকরা (৮.২, ১-৫, ০.৫-৩) এর মতো। যেখানে ল্যাবএইড ক্যানসার হাসপাতালের সার্জিক্যাল সাইট ইনফেকশন এর মাত্রা ১.২৫ এর মতো। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ গত ১ বছরে অস্ত্রোপচার বিভাগ সম্পর্কিত নানা তথ্য তুলে ধরেন হাসপাতালের চিফ ক্লিনিক্যাল কোঅর্ডিনেটর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেশিওলজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম। তিনি জানান ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ওটি বিভাগ চালুর পর থেকে এই এক বছরে এখন পর্যন্ত অপারেশন টেবিলে কোনো রোগীর মৃত্যুর মতো ঘটনা ঘটেনি। যেটি নিঃসন্দেহে বড় একটি অর্জন। অনুষ্ঠানে আরও জানানো হয় এখানে সর্বস্তরের প্রশিক্ষণ এবং গুণমান সূচক বেশ গুরুত্বসহকারে দেখা হয়। কেন ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অন্যদের থেকে অনন্য সে সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়, জানানো হয় এই হাসপাতালের অভিজ্ঞ সার্জারি চিকিৎসক ও দক্ষ অ্যানেসথেশিয়া চিকিৎসকের একটি দল রয়েছে, যারা অস্ত্রোপচারের পূর্বে শতভাগ নির্ভুলভাবে একজন রোগীর অ্যানেসথেশিয়া বিষয়টি মূল্যায়ন করে থাকেন। এ ছাড়া চিকিৎসক থেকে শুরু করে নার্স টেকনিশিয়ান সকলেই অভিজ্ঞ, এই হাসপাতালের অস্ত্রোপচারের সঙ্গে সংশ্লিষ্টরা নিজ নিজ কাজ করছেন ডব্লিউ এএইচও এবং জেসিআই-এর সকল চেকলিস্ট অনুসরণ করে। এ ছাড়া ল্যাবএইড ক্যানসারের রয়েছে হাইব্রিড গ্রিন মডিউলার ওটি এবং অত্যাধুনিক প্রযুক্তির সব যন্ত্রপাতি।  এই এক বছরে শুধু ক্যানসার নয়, অনেক ধরনের সার্জারি করা হয়েছে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে। তার মধ্যে সবচেয়ে বেশি যে সার্জারিগুলো হয়েছে তা হলো গাইনি অনকোলজি, অনকো প্লাস্টিক ব্রেস্ট সার্জারি, ইএনটি, জেনারেল সার্জারি, হেপাটোবিলিয়ারি, কোলোরেক্টাল সার্জারিসহ আরও অন্যান্য সার্জারি। বিশেষায়িত এই ক্যানসার হাসপাতালের অস্ত্রোপচার বিভাগের সাফল্যগাথা প্রসঙ্গে বক্তব্য রাখেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম।  এ ছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের গাইনি অনকোলজী, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি,ইনটি, হেপাটোবিলিয়ারি বিভাগসহ প্রায় সকল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

রোবট দিয়ে মহাকাশে প্রথম অস্ত্রোপচার
রোবট দিয়ে মহাকাশে প্রথম অস্ত্রোপচার করেছেন বিজ্ঞানীরা। শূন্য অভিকর্ষে এই প্রথম কোনো অস্ত্রোপচার করা হয়েছে; তাও আবার রোবট দিয়ে। পৃথিবীতে থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অস্ত্রোপচারে ওই রোবট পরিচালনা করা হয়। এটিকে প্রযুক্তির উৎকর্ষতার মাইলফলক আখ্যায়িত করা হয়েছে। গত শনিবার এ অপারেশন চালানো হয়। খবর সিএনএনের। রোবটের ডেভেলপাররা সিএনএনকে জানিয়েছেন, ওই রোবটটি স্পেসমিরা বা মিনিয়েচারাইজড ইন ভিভো অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচিত। এটি মূলত ছোট আকারের একটি সার্জিক্যাল রোবট। পৃথিবীর মাটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে মহাশূন্যে অবস্থিত ঘূর্ণায়মান একটি গবেষণাগারে অস্ত্রোপচারটি সম্পন্ন করে মিরা। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার লিনকন থেকে একদল গবেষক এ অস্ত্রোপচারে নির্দেশনা দেন। এতে মিরা এক ধরনের সিমুলেটেড টিস্যুর ওপর কয়েক দফায় ডেমো অপারেশন করে। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে যদি কখনো মহাশূন্য ভ্রমণের সময় কোনো নভোচারীর জরুরি চিকিৎসার প্রয়োজন হয় সে ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা বা অস্ত্রোপচারের ক্ষেত্রে এটি একটি বিশাল মাইলফলক। এমনকি পৃথিবীর দূরের কোনো প্রান্তে যেখানে এখনো চিকিৎসাসেবা পৌঁছায়নি সেখানেও জরুরি অস্ত্রোপচার বা চিকিৎসার ক্ষেত্রে এ ঘটনা একটি দারুণ সুযোগ সৃষ্টির পথ খুলে দিয়েছে। স্পেসমিরার সহপ্রতিষ্ঠাতা ও এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ভার্চুয়াল ইনসিশনের প্রধান কর্মকর্তা শেন ফ্যারিটর বলেন, মাত্র ৯০০ গ্রামের এ রোবটটিকে মাইক্রোওয়েভ সাইজের নকশায় এমনভাবে তৈরি করা হয়েছে, যা শূন্য অভিকর্ষে চলার উপযোগী। এর সঙ্গে এমন যন্ত্র দেওয়া হয়েছে, যা দিয়ে অস্ত্রোপচার করা হয়। এর এমন দুটি বাহু রয়েছে, যেগুলো মানুষের হাতের মতো করে ব্যবহার করা যায়। এ রোবটের ডান হাতটি মূলত কাটাছেঁড়ার যন্ত্র ধরে রাখে এবং বাঁ হাতটি সংশ্লিষ্ট বস্তু বা অঙ্গকে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। এ রোবটের উন্নয়নে ২০ বছর ধরে কাজ করছেন শেন ফ্যারিটর। তিনি বলেন, ‘মিরা দূরবর্তী স্থানে থাকা সার্জনদের জন্য অতিরিক্ত হাত ও চোখ হিসেবে কাজ করে এবং মহাশূন্যে ছোট পরিসরে দ্রুত অস্ত্রোপচারের সুযোগ দেয়।’ এর আগে চলতি বছরের ৩০ জানুয়ারি স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনভিরাল স্পেস ফোর্স স্টেশন থেকে যাত্রা করে শুরু করে স্পেসমিরা। একদিন পর ১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় সেটি। মূলত রাবার ব্যান্ড দিয়ে তৈরি এক ধরনের বিশেষ টিস্যুর ওপর সার্জনদের নির্দেশনা অনুযায়ী ডেমো অপারেশন করে মিরা। এ ক্ষেত্রে মিরা এক হাতে ওই সিমুলেটেড টিস্যু ধরে ছিল এবং অপর হাত দিয়ে সেটিতে অস্ত্রোপচার করেছিল। ফ্যারিটর বলেছেন, রোবট দিয়ে দূর থেকে পরীক্ষা চালিয়েছেন মূলত ছয়জন সার্জন। তারা ওই যন্ত্র দিয়ে কয়েক দফায় পরীক্ষা করেছেন, সেক্ষেত্রে রোবটটি সঠিকভাবে সম্পাদন করেছে। আপাতদৃষ্টিতে এটি সফল হয়েছে। এই অপারেশনের অন্যতম আরেক কোলোরেক্টাল সার্জন মাইকেল জবস্ট বলেন, রোবট দিয়ে এ অস্ত্রোপচারের ক্ষেত্রে বিজ্ঞানীদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল—সেটিকে নিয়ন্ত্রণের সময় সংকেত দেওয়ার পর যন্ত্রটি কতক্ষণ দেরিতে সাড়া দেয়, তা দেখা। এ ক্ষেত্রে ব্যবধান মাত্রা দশমিক ৮৫ সেকেন্ড। তিনি বলেন, একজন মানুষের ক্ষেত্রে যদি রক্তপাত হয় তবে অবিলম্বে তা বন্ধ করা আমার কাজ। তবে রক্তপাত হওয়া ও তারপর তা বন্ধের সিদ্ধান্তের মধ্যে যদি ৮০০ থেকে ৮৫০ মিলি সেকেন্ডের ব্যবধান থাকে তবে তা আসলে একজন রোগীর জন্য আশঙ্কাজনক হয়ে দাঁড়াবে। এটা সমাধান করতে হবে। তিনি আরও বলেন, একজন রোগীর ক্ষেত্রে মাত্র ৫ সেকেন্ড দেরিই মহাবিপর্যয় ডেকে আনতে পারে এবং এক সেকেন্ডের ভগ্নাংশ বা আধ সেকেন্ডই তার জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। তাই এ বিলম্ব আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, রোবটটি আগামী বসন্তে পৃথিবীতে ফিরে আসবে। ফ্যারিটর বলেন, নাসা আরও সামনে এগোতে চায় এবং চিকিৎসাসেবায় আরও দীর্ঘমেয়াদি স্পেসফ্লাইট পাঠাবে। নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ এলাকা বা সামরিক যুদ্ধক্ষেত্রের মতো পৃথিবীতে অস্ত্রোপচারের বিকল্প পদ্ধতি বাড়ানোর ক্ষেত্রে মিরা থেকে পাওয়া ফলাফল কাজে আসবে।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

বিচিত্র / কাশি সারতে ২০০ বার অস্ত্রোপচার যুবকের
মনোজিত সাহার বয়স যখন আড়াই বছর, তখন থেকে তার কাশি হয়। তবে সর্দি হয় না। কাশতে কাশতে গলা ব্যথা হয়ে যায়। গলা থেকে কথার শব্দ বের হয় না। চিকিৎসায় ধরা পড়ে, এ রোগের নেপথ্যে প্যাপিলোমা নামক ভাইরাস। এ রোগের নাম ‘রেসপিরেটরি প্যাপিলোমাইটিস’। এ রোগে প্রায়ই আক্রান্ত হন তিনি। এর চিকিৎসা যেহেতু অস্ত্রোপচারের মাধ্যমে হয়; তাই যখনই তিনি আক্রান্ত হয়েছেন, তখনই এ পদ্ধতির অনুসরণ করতে হয়েছে। ৩১ বছর বয়সে এক এক করে তার গলায় ২০০ বার অস্ত্রোপচার করা হয়। মনোজিতের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সবশেষ গত সোমবার তার অস্ত্রোপচার হয় এস এস কে এম হাসপাতালের ইনস্টিটিউট অব অটো রাইনো ল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারির অধ্যাপক ডা. অরুণাভ সেনগুপ্তর তত্ত্বাবধানে। ওই চিকিৎসক বলেন, প্রথমে বিষয়টি বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। একটা ছেলের আড়াই বছর বয়স থেকে স্বরযন্ত্রের অপারেশন করতে হচ্ছে। তবে রোগ সম্পর্কে শোনার পর জানা যায়, এটিই এর একমাত্র চিকিৎসা পদ্ধতি। প্রতিবার অসুস্থ হয়ে এলে মনে হয় অন্তত শেষবার চেষ্টা করা যাক। যদি সুস্থ হয়। ওই হাসপাতাল সূত্র জানায়, মনোজিতের জন্মের সময় মায়ের জরায়ু থেকে এ ভাইরাস তার শরীরে প্রবেশ করে। ওই চিকিৎসক বলেন, ভাইরাস যাতে আর সংক্রমণ না ঘটাতে পারে, সেজন্য তাকে প্রায় ৩৫ হাজার টাকা দামের ওষুধ দেওয়া হয়েছে। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে রোগীকে। কয়েকদিন পর বাড়ি ফিরবেন তিনি। সূত্র: সংবাদপ্রতিদিন
০৭ ফেব্রুয়ারি, ২০২৪

টুকরো খবর / অস্ত্রোপচার প্রয়োজন আলোনসোর
পিঠের ব্যথার কারণে বার্সেলোনার সাম্প্রতিক ম্যাচগুলোতে সাইডলাইনে ছিলেন মার্কোস আলোনসো। সমস্যা সমাধানে পিঠে অস্ত্রোপচার করতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। কবে নাগাদ অস্ত্রোপচার করা হবে এখনো নিশ্চিত হয়নি। এ ফুটবলারের পুনর্বাসন প্রক্রিয়ার জন্য কেমন সময় লাগবে, সেটা পরবর্তী সময়ে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে বার্সেলোনা। চলতি মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে সাত ম্যাচ খেলেছেন আলোনসো। চার ম্যাচে একাদশে ছিলেন, বাকি তিনটিতে বদলি হিসেবে খেলেছেন। রিয়াল মাদ্রিদ একাডেমিতে বেড়ে ওঠা আলোনসো সিনিয়র দলের মাত্র এক ম্যাচ খেলেছেন। বোল্টন, ফিওরেন্তিনা, সাদারল্যান্ড ও চেলসি ঘুরে বার্সেলোনায় আসেন লেফটব্যাক ও সেন্টারব্যাক হিসেবে খেলার দক্ষতাসম্পন্ন এ ফুটবলার। বার্সেলোনার হয়ে এ পর্যন্ত ৪৪ ম্যাচ খেলেছেন। করেছেন ৩ গোল।
০২ জানুয়ারি, ২০২৪

রামেক হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ থেকে গ্রেপ্তার ভুয়া ডাক্তার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের অস্ত্রোপচার কক্ষ (অপারেশন থিয়েটার-ওটি) থেকে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে দেয়। আটক ব্যক্তির নাম সামিউর রহমান (২৭)। তিনি নগরীর বোয়ালিয়া থানার উপভদ্রা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই ব্যক্তি ডাক্তার সেজে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। সেখানে দায়িত্বরত কর্মীদের সঙ্গে অপারেশনের কাজে ব্যবহৃত বিছিন্ন যন্ত্রপাতি নিয়ে কথা বলছিলেন। এতে দায়িত্বরত কর্মীদের সন্দেহ হয়। খবর পেয়ে সেখানে যান হাসপাতালের আনসার বাহিনীর ইনচার্জ শহিদুল ইসলাম। জিজ্ঞাসাবাদে তার আসল পরিচয় বেরিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম  শামীম আহমদ বলেন, ‘সামিউর রহমান ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ছাত্র ছিলেন। এক সময় তিনি এই হাসপাতালেই ট্রেনিং করেছেন। ফলে হাসপাতালের কোথায় কী আছে তিনি তা জানেন। ডাক্তারের ভুয়া কার্ড তৈরি করে হাসপাতালে এসেছিলেন। তার কাছ থেকে দুটি ভুয়া আইডি কার্ড ও একটি থার্মোমিটার পাওয়া গেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ‘আটক ওই ব্যক্তির বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠান হয়।’
৩০ ডিসেম্বর, ২০২৩

অস্ত্রোপচার শেষে আইসিইউতে সালাউদ্দিন
বাংলাদেশের অন্যতম কিংবদন্তি ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৯টার পর শুরু হওয়া অস্ত্রোপচার শেষ হয়েছে বিকেল ৪টার দিকে। ছয় ঘন্টার দীর্ঘ অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে রাখা হয়েছে আইসিইউতে। অস্ত্রোপচার শেষে শিগগিরই কাজী সালাউদ্দিন সুস্থ হবেন বলে আশাবাদী বাফুফে ও তার পরিবার। এর আগে ১৬ ডিসেম্বর হৃৎযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়ায় সালাউদ্দিনের ওপেন হার্ট সার্জারি প্রয়োজন বলে জানা যায়। হাসপাতালে ১০ দিনের বেশি চিকিৎসাধীন থেকে রক্তচাপ, কাশিসহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ এনে আজ সকালে সালাউদ্দিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সকাল সাড়ে ৭টায় ফেডারেশন সভাপতিকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর ৯টার দিকে এনেস্থেসিয়া দেওয়া হয়, এর কিছুক্ষণ পর শুরু হয় অপারেশন। অত্যন্ত জটিল ও সংবেদনশীল অপারেশন শেষ হতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। এর আগে ১৬ ডিসেম্বর তিনি বাফুফে ভবনে এসেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচনের জন্য। ফেডারেশন থেকে বাসায় ফিরেই অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হৃদযন্ত্রে নানা পরীক্ষায় ব্লক ধরা পড়ে তার। পরে চিকিৎসকরা সালাউদ্দিনের বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন। কাশি ও অন্যান্য জটিলতার জন্য অপারেশন কয়েক দফা পেছায়। অবশেষে আজ সেই অপারেশন সম্পন্ন হয়েছে। অপারেশন পরবর্তী সময়ে ৭০ বছর বয়সী কিংবদন্তি এই ক্রীড়া ব্যক্তিত্বের সংকটপূর্ণ অবস্থায় ফেডারেশন ও তার পরিবার দোয়াপ্রার্থী।
২৮ ডিসেম্বর, ২০২৩

পরমব্রতের স্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে গত সোমবার (২৭ নভেম্বর) রেজিস্ট্রি করে বিয়ে সেরেছেন সংগীতশিল্পী পিয়া চক্রবর্তী। বিয়ের রাত পার না হতেই কিডনিতে পাথর সমস্যা নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে এ সংগীতশিল্পীকে। দীর্ঘদিন ধরেই কিডনিতে পাথর সমস্যায় ভুগছিলেন পিয়া। মঙ্গলবার (২৮ নভেম্বর) চিকিৎসকের পরামর্শ মতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে তার অস্ত্রোপচার শুরু হয়। ঘণ্টাখানেক ধরে চলা অস্ত্রোপচার শেষ হয় রাত সাড়ে ৮টা নাগাদ। অস্ত্রোপচার সফল হয়েছে এবং পিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে সূত্রের বরাতে এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। সংবাদমাধ্যটি জানিয়েছে, ‘হঠাৎ করেই পিয়ার কোমর ও পিঠে যন্ত্রণা শুরু হয়। পরে মঙ্গলবার দুপুরেই পশ্চিমবঙ্গের ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। দেরি না করে বিয়ের পর দিনই তাই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন তার পরিবার।’ তবে এ সংগীতশিল্পীর পুরোপুরি সুস্থ হতে ঠিক কত দিন লাগবে, তা এখনও জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আজ বুধবার চিকিৎসক এসে তার শারীরিক পরিস্থিতি দেখে ঠিক করবেন কবে হাসপাতাল থেকে বাড়িতে ফিরবেন পিয়া।’
২৯ নভেম্বর, ২০২৩
X