বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে চায় আমিরাত
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমিরাত সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।  মঙ্গলবার (৭ মে) আবুধাবিতে অনুষ্ঠিত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী ড. থানি বিন আহমেদ আল জাইউদির মধ্যে বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠকে পারস্পরিক সমৃদ্ধির জন্য বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা জোরদারে উভয় দেশের অভিন্ন প্রত্যাশার ওপর জোর দেওয়া হয়েছে। তারা নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্রবন্দর ব্যবস্থাপনা, বিমান চলাচল, অবকাঠামো নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য নতুন প্রযুক্তির ওপর বিশেষ মনোযোগ দিয়ে জ্বালানি সুরক্ষাসহ সহযোগিতার নতুন এবং উদীয়মান ক্ষেত্রগুলো অন্বেষণের ওপর জোর দেন। উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে দুই মন্ত্রী যৌথ ব্যবসায়িক কাউন্সিল সক্রিয় করার এবং নিকট ভবিষ্যতে ব্যাপক অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সিইপিএ) সমাপ্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করতে এবং পারস্পরিক সুবিধার জন্য নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশ সফর করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের পক্ষ এডিএফডি (আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট) এবং সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন বৃদ্ধির জন্যও অনুরোধ করা হয়েছে। দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও, মন্ত্রীরা আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন, অভিন্ন সংকট মোকাবিলা এবং টেকসই উন্নয়ন প্রচারের জন্য বহুপক্ষীয় সহযোগিতা ও সমন্বয়ের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এবং ইআরডির অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন বৈঠকে অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রীকে তার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহায়তা করেন। অর্থমন্ত্রী আবুধাবিতে ১৩তম এআইএম (বার্ষিক বিনিয়োগ সভা) কংগ্রেস-২০২৪ এ যোগ দিতে সংযুক্ত আরব আমিরাত সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে রয়েছেন। এবারের প্রতিপাদ্য ‘অ্যাডাপ্ট টু এ শিফটিং ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ : হার্নেসিং নিউ পটেনশিয়াল ফর গ্লোবাল ইকোনমিক ডেভেলপমেন্ট’। অর্থমন্ত্রী আজ সকালে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এবং অন্যান্য কয়েকটি অধিবেশনে যোগ দিয়েছেন। এআইএম কংগ্রেস হলো- এআইএম গ্লোবাল ফাউন্ডেশনের একটি উদ্যোগ, একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা, যা কার্যকর প্রচার কৌশলগুলো বৃদ্ধি করে এবং অর্থনৈতিক উৎপাদনশীলতা ও সম্প্রসারণের সুযোগগুলোকে সহজতর করে বিশ্বের অর্থনীতিকে শক্তিশালী করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
০৭ মে, ২০২৪

বে টার্মিনালে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে আরব আমিরাত
চট্টগ্রামের পতেঙ্গা বে টার্মিনালে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যন্ত্রপাতিও দেবে তারা। ১৬ মে এ-সংক্রান্ত চুক্তি সইয়ের আগে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ও বে টার্মিনাল পর্যবেক্ষণে আসবে একটি উচ্চপর্যায়ের দল। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া ডিজাইন অনুযায়ী বে টার্মিনালের ৩টি জেটিতে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগের বিষয়টি অনেকটা নিশ্চিত ছিল। তবে অবশিষ্ট বন্দরের অংশে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসে আবুধাবি পোর্ট অথরিটি। মূলত চট্টগ্রাম বন্দরের সঙ্গেই যৌথভাবে কাজ করবে তারা। বিনিয়োগের সুযোগ হাতছাড়া হওয়ার আগেই অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের তুলনায় প্রথমেই চুক্তি স্বাক্ষর করে রাখছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বলেন, আবুধাবি পোর্টের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের চট্টগ্রাম বন্দর পর্যবেক্ষণ করতে আসবে। এ মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর হতে পারে। ১২ মে বাংলাদেশে আসবে আবুধাবি বন্দরের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি। সেসময় চট্টগ্রামে অবস্থান নিয়ে বন্দরের পাশাপাশি বে টার্মিনাল পর্যবেক্ষণ করবে তারা। চুক্তির শর্ত অনুযায়ী, আবুধাবি পোর্ট অথরিটি নিজেদের অর্থায়নে অবকাঠামোগত উন্নয়ন যেমন করবে, তেমনি টার্মিনাল পরিচালনার যন্ত্রপাতিও নিজেরাই আনবে বলে জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। সাইফ পাওয়ার টেক লিমিটেডের (বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, চট্টগ্রাম বন্দরের মাল্টিপারপাস টার্মিনালে বিনিয়োগের পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে আবুধাবি পোর্ট। এই অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্পর্ক তৈরি করতে চায় দেশটি।
০৬ মে, ২০২৪

বিরাট অর্জনের পথে শাকিব (ভিডিও)
সময়টা দারুণ কাটছে ঢাকাই সিনেমার কিং শাকিব খানের। ব্যাক টু ব্যাক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে বরাবরের মতো ঢালিউডে নিজের রাজত্ব ধরে রেখেছেন এই সুপারস্টার।  দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে শাকিবের জয়জয়কার। প্রিয়তমা ও রাজকুমারের পর এবার শাকিব অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ ও ‘তুফান’ দেখার জন্য বুক বেঁধেছেন শাকিবিয়ানরা।  এর ওপর ব্যক্তিজীবনটাও গুছিয়ে নিচ্ছেন বড় পর্দার এই সম্রাট।  বছর শেষে একাকিত্ব ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।  এরই মধ্যে আরও একটি সুখবর মিলল তার।  আরব আমিরাত থেকে এমন এক সুখবর পেলেন, যা দেশ-বিদেশের অনেক বড় তারকার ভাগ্যেও জোটেনি।  প্রথমবারের মতো ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন অ্যাপ্রুভ হয়েছে শাকিব খানের।  এর আগে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে বলিউডের শাহরুখ খান, সঞ্জয় দত্তসহ অনেকেই আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে পেয়েছেন গোল্ডেন ভিসা।  বাংলাদেশি শিল্পী হিসেবে এই ক্যাটাগরিতে শাকিবই প্রথম এমন ভিসা পেতে চলেছেন। আর মাত্র কয়েকটি ধাপ পেরুলেই হাতে আসবে সেই কাঙ্ক্ষিত ভিসাটি। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শাকিরেব ‘দরদ’ সিনেমার নির্মাতা অনন্য মামুন। কিছু বিশেষ ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দিয়ে থাকে আরব আমিরাত।  ফলে সেদেশের কালচারাল মিনিস্ট্রি থেকে এমন ভিসা লাভ করা অনেকের কাছেই সম্মানের।  শাকিবের ভিসা পাওয়ার বিষয়টি সার্বিকভাবে দেখভালের দায়িত্বে আছেন পরিচালক অনন্য মামুন।  তিনি বলেন, ‘বাংলা চলচিত্রে বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার শাকিব। তাকে প্রথমবারের মতো এই সম্মানসূচক গোল্ডেন ভিসা প্রদানের রিকমেন্ডেশন করা হয়েছে। এটি খুবই গর্বের’।
০৫ মে, ২০২৪

পতেঙ্গা বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আরব আমিরাত
চট্টগ্রামের পতেঙ্গা বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে আরব আমিরাত। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যন্ত্রপাতিও দেবে তারা। ১৬ মে চুক্তি সইয়ের আগে চট্টগ্রামে বন্দরের কার্যক্রম ও বে টার্মিনাল পর্যবেক্ষণে আসবে একটি উচ্চ পর্যায়ের দল। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া ডিজাইন অনুযায়ী বে টার্মিনালের ৩টি জেটিতে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগের বিষয়টি অনেকটা নিশ্চিত ছিল। তবে অবশিষ্ট বন্দরের অংশে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসে আবুধাবী পোর্ট অথরিটি। মূলত চট্টগ্রাম বন্দরের সঙ্গেই যৌথভাবে কাজ করবেন তারা। বিনিয়োগের সুযোগ হাতছাড়া হওয়ার আগেই অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের তুলনায় প্রথমেই চুক্তি স্বাক্ষর করে রাখছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বলেন, আবুধাবি পোর্টের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের চট্টগ্রাম বন্দর পর্যবেক্ষণ করতে আসবে। এই মাসের মাঝামাঝি সময়ে তাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বাংলাদেশের। চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পুরো আয়োজন রাজধানী ঢাকায় হলেও, তার আগে ১২ মে বাংলাদেশে আসবে আবুধাবী বন্দরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি। ৩ দিন চট্টগ্রামে অবস্থান নিয়ে বন্দরের পাশাপাশি বে টার্মিনাল পর্যবেক্ষণ করবেন তারা। চুক্তির শর্ত অনুযায়ী, আবুধাবী পোর্ট অথরিটি নিজেদের অর্থায়নে অবকাঠামোগত উন্নয়ন যেমন করবে, তেমনি টার্মিনাল পরিচালনার যন্ত্রপাতিও নিজেরাই আনবে বলে জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। সাইফ পাওয়ার টেক লিমিটেডের (বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, চট্টগ্রাম বন্দরের মাল্টিপারপাস টার্মিনালে বিনিয়োগের পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে আবুধাবি পোর্ট। এই অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্পর্ক তৈরি করতে চাচ্ছে দেশটি। ১ হাজার ১২৫ মিটার দৈর্ঘ্যের টার্মিনালের একেকটি অংশের জন্য সিঙ্গাপুর পোর্ট কর্তৃপক্ষ দেড় বিলিয়ন এবং ডিপি ওয়ার্ল্ড দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এছাড়া ব্রেক ওয়াটার সিস্টেমের জন্য বিশ্বব্যাংক বিনিয়োগ করবে আরও ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। বছরে ৫০ লাখ কন্টেইনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা নিয়ে এই বে টার্মিনাল ২০২৬ সালে অপারেশনে যাওয়ার কথা রয়েছে।
০৪ মে, ২০২৪

আমিরাত সফর বাতিল করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
শেখ তাহনুন বিন মোহাম্মদ নাহিয়ানের মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাত সাত দিনের শোক ঘোষণা করেছে। আমিরাতের শোকের প্রতি সহমর্মিতা দেখিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন। বৃহস্পতিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল‌্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আগামী শুক্রবার থেকে রোববার পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সফরের কথা ছিল। প্রতিমন্ত্রী এখন যুক্তরাজ্য সফরে রয়েছেন। শুক্রবার (৩ মে) বিকাল ৫টা ২০ মিনিটে তার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ কথা রয়েছে।
০২ মে, ২০২৪

ইসরায়েলে ইরানের হামলা / সর্বাত্মক যুদ্ধ এড়াতে তোড়জোড়
গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শনিবার (১৩ এপ্রিল) গভীর রাতে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করেছে তেহরান। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। এমনকি দুই চিরশত্রু দেশের মধ্যে সরাসরি যুদ্ধ পর্যন্ত বেধে যেতে পারে বলে সতর্ক করছেন তারা। এমন ভয়াবহ পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন যুদ্ধ ঠেকাতে কূটনৈতিকভাবে চেষ্টা-তদবির করে চলেছে আরব উপসাগরীয় দেশগুলো। এক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মতভেদ দূর করে তাদের আলোচনার টেবিলে বসাতে কাজ করছে দেশ দুটি। এই বিষয়ের সঙ্গে জানাশোনা আছে এমন কয়েকটি সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশের রাজা-বাদশারা ইরান ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোনিবেশ করেছে। দীর্ঘদিনের বিরোধ কাটিয়ে নিজ নিজ স্বার্থে কাজ করতে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিয়েছে এসব দেশ। এরই অংশ হিসেবে ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে চুক্তি স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এমনকি মধ্যপ্রাচ্যের সুন্নি প্রধান দেশ সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় অনেক দূর এগিয়ে যায়। তবে গাজা যুদ্ধ শুরু হলে বাধ্য হয়ে এই প্রচেষ্টা থেকে সরে আসে রিয়াদ। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ বাধলে তা দ্রুত গতিতে উপসাগরীয় অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে। কেননা এই দুই চিরশত্রু দেশের মধ্যে ইরাক, সিরিয়া ও জর্ডানের মতো দেশ অবস্থিত। এসব দেশে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। আর ইসরায়েলকে রক্ষায় ইস্পাত-দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে রেখেছে প্রধান মিত্র ওয়াশিংটন। এ বিষয়ের সঙ্গে জানাশোনা রয়েছে এমন একটি উপসাগরীয় সূত্র বলেছে, ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা আর বাড়ুক তা কেউ চায় না। সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে চায়। এ জন্য বড় ধরনের টেলিফোন কূটনীতি জারি রয়েছে। তিনি বলেন, চাপ শুধু ইরানের ওপর নয়। পাল্টা হামলা না করতে ইসরায়েলের ওপরও চাপ আছে। ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলি হামলা পুরো মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করবে। আরেকটি উপসাগরীয় সূত্র জানিয়েছে, ইরান ও ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে উত্তেজনা না বাড়াতে চাপ দিচ্ছে ইরাক ও জর্ডান। ইতোমধ্যে ইসরায়েলকে সংযম দেখাতে বলেছে ওয়াশিংটন। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর মাধ্যমে উত্তেজনা আর না বাড়াতে ইরানে বার্তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্রটি আরও বলেছে, এটা স্পষ্ট, ইরান ও আমেরিকানদের মধ্যে বার্তা পাঠাতে উপসাগরীয় আরব মিত্রদের ব্যবহার করছে আমেরিকা। ইরানের সঙ্গে সৌদি আরব যোগাযোগ বজায় রাখছে। এসব বিষয় নিয়ন্ত্রণে রাখতে তাদের মাঝে একটি বোঝাপড়া রয়েছে। কীভাবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই সংকট সামাল দিচ্ছে তা জানতে দেশ দুটির সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। উপসাগরীয় সূত্র ও বিশ্লেষকরা বলছেন, সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত কেটে গেছে। উপসাগরীয় দেশগুলোর সরকারপন্থি গাল্ফ রিসার্চ সেন্টারের প্রধান আব্দুল আজিজ আল-সাগর বলেছেন, ইরানিরা তাদের প্রতিশোধ নিয়েছে। উত্তেজনা বৃদ্ধির সময় পার হয়ে গেছে। এখন ইসরায়েলের তরফ থেকেও আর কোনো উসকানি চাইছে না যুক্তরাষ্ট্র।
১৫ এপ্রিল, ২০২৪

আরব আমিরাতে ঈদুল ফিতর আজ
সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই আমিরাতের সাতটি প্রদেশ জুড়ে ঈদের জামাতের সময় ঘোষণা করা হয়েছে। ঈদের দিন সকাল ৬টা থেকে ৬টা ২৫মিনিটের মধ্যে আমিরাত জুড়ে মসজিদ ও ঈদগাহে জামাতগুলো অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদের জামাতের সময়সূচি প্রকাশ করা হয়। জামাতের সময়সূচি আবুধাবিতে ঈদের জামাত সকাল ৬টা ২২মিনিটে অনুষ্ঠিত হবে। আল আইনে সকাল ৬টা ১৫মিনিটে, দুবাইয়ে সকাল ৬টা ২০মিনিটে, শারজাহে সকাল ৬টা ১৭মিনিটে, আজমানে সকাল ৬টা ১৭মিনিটে ফুজাইরাহে সকাল ৬টা ১৪মিনিটে, উম্ম আল কুইনে সকাল ৬টা ১৩মিনিটে এবং রাস আল খাইমাহে সকাল ৬টা ১৫মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বড় বড় ঈদগাহ ও মসজিদগুলোতে স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আবুধাবি শেখ জায়েদ গ্রান্ড মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এরপর আবুধাবির আল মুশরিফ প্যালেসে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাখতুম দুবাইয়ের আল জাবিল মসজিদে নামাজ আদায় করে জাবিল প্যালেসে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
১০ এপ্রিল, ২০২৪

আমিরাত থেকে প্রবাসী আয় পাঠানোর খরচ বাড়বে
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে খরচ বাড়তে যাচ্ছে। খুব তাড়াড়াড়ি দেশটির মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানগুলো প্রবাসী আয় পাঠানোর ওপর ১৫ শতাংশ মাশুল বৃদ্ধি করবে। খবর গালফ নিউজের। সংযুক্ত আরব আমিরাত এখন বাংলাদেশের প্রবাসী আয়ের সবচেয়ে বড় উৎস। পাঁচ বছরের মধ্যে এই প্রথম আরব আমিরাত থেকে প্রবাসী আয় পাঠানোর মাশুল বাড়তে যাচ্ছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতে সরাসরি মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানের কার্যালয় থেকে অর্থ পাঠানোর খরচ বাড়লেও ডিজিটাল লেনদেনে এ ব্যয় বাড়ছে না। এই পরিস্থিতিতে প্রবাসীরা বিশেষ করে শ্রমিকেরা ডিজিটাল লেনদেনে ঝুঁকে যেতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আমিরাতের মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত অনুসারে, প্রতি লেনদেনের ক্ষেত্রে মাশুল বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে ২ দশমিক ৫ দিরহাম। শুধু সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানের শাখাগুলোয় এই মাশুল বৃদ্ধি প্রযোজ্য হবে। মাশুল বৃদ্ধিতে রাজি হয়েছে আরব আমিরাতের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড রেমিট্যান্স গ্রুপ (এফইআরজি) ভুক্ত মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানগুলো। জয়ালুকাস এক্সচেঞ্জের নির্বাহী পরিচালক অ্যান্টনি জস গালফ নিউজকে বলেছেন, সংগঠনের সব সদস্যপ্রতিষ্ঠান মাশুল বৃদ্ধিতে রাজি হয়েছে। সম্ভবত আগামী মে মাস থেকে এই মাশুল বৃদ্ধি কার্যকর হবে।  দেশটির ভোক্তা সুরক্ষা আইন অনুসারে, মাশুল বৃদ্ধির অন্তত দুই মাস আগে গ্রাহকদের জানানোর নিয়ম রয়েছে। আমিরাতে মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানগুলোর বর্তমান কাঠামো অনুসারে, সংযুক্ত আরব আমিরাত থেকে ভারত ও ফিলিপাইনে প্রবাসী আয় পাঠানোর খরচ প্রতি লেনদেনে ২২ দিরহাম, আর যুক্তরাজ্যে পাঠানোর ক্ষেত্রে মাশুল ৫০ দিরহাম। এর বাইরে মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধ করতে হয়। পাকিস্তানে রেমিট্যান্স পাঠানোর মাশুল ভারতের সমপরিমাণ হলেও প্রেরকদের কার্যত মাশুল দিতে হয় না, কারণ দেশটির কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ স্টেট অব পাকিস্তান মাশুল পুনর্ভরণ করে। গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী আয় পাঠানোর খরচ বৈশ্বিক গড় মানের কাছাকাছি নিয়ে আসতে এই মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে ইউএই থেকে প্রায় ২০৭ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল বাংলাদেশে। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৩০৩ কোটি ডলারে। আর চলতি অর্থবছরের প্রথম ৮ মাসেই এসেছে প্রায় ২৯১ কোটি ডলার। আরব আমিরাত থেকে প্রবাসী আয় পাঠানোর মাশুল বাড়লে দেশের প্রবাসী আয়ের প্রবাহে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
০৮ এপ্রিল, ২০২৪

পাকিস্তানের অনুশীলনে যোগ দিয়ে ক্রিকেটারের বড় শাস্তি
ক্রিকেট মাঠে বর্তমান অবস্থা ভালো না হলেও পাকিস্তান ক্রিকেট দল যে খেলাটির অন্যতম অভিজাত দল তাতে কোনো সন্দেহ নেই। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে খেলার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। তবে সবার কাছে এই সুযোগ আসে না। তেমনি একজন উসমান খান। বাবরদের সাথে খেলার ইচ্ছে তার আগেই ছিল, তবে সুযোগের অভাবে পাড়ি জমিয়েছিলেন আরব আমিরাতে। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলের ক্রিকেটার ফিটনেস ট্রেনিং সেশনের জন্য ডাক পেয়েই যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু নিজের এই স্বপ্ন পূরণের জন্য বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। নিজ জন্মভূমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে ফিটনেস ট্রেনিং সেশনে যোগ দেওয়ার পরপরই ধারণা করা হয়েছিল বড় ঝামেলায় পড়তে যাচ্ছেন উসমান। সেই শঙ্কা সত্যি করেই শুক্রবার (৫ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে । ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে ১৯ বছর বয়সী এই ক্রিকেটার আগামী ৫ বছর আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না। ইসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ তোলা হয় উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বর্ণনা দিয়েছে। সে আমিরাত কর্তৃক সুবিধা গ্রহণ করলেও সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা সে শেষ করতে চায় না। উল্লেখ্য উসমান চলতি বছরে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আরব আমিরাতের স্থানীয় ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করেন। এই নিষেধাজ্ঞার ফলে তিনি আগামী ৫ বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। খেলতে পারবেন না টি–টেন লিগেও। যদিও উসমানের এখনো আরব আমিরাতের জার্সিতে অভিষেক হয়নি। নিয়মানুযায়ী আরব আমিরাতের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে সেখানে তিন বছর থাকতে হবে। উসমান আরব আমিরাতে গিয়েছেন তিন বছর হয়ে গেছে। কিন্তু এ সময়ে পিএসএল, বিপিএল খেলতে অনেক দিন তিনি আরব-আমিরাতের বাইরে ছিলেন। তাই প্রক্রিয়াটার মেয়াদ পূরণ হতে এখনো তার ১৪ মাস বাকি। তবে উসমানের দাবি তিনি কোনো চুক্তি লঙ্ঘন করেননি। চুক্তিতে ৩০ দিনের নোটিশ পিরিয়ডের কথা উল্লেখ করেছেন তিনি। পাকিস্তানের সংয়বাদমাধ্যমগুলো জানায়, পিএসএল শেষে উসমানের কাছে পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছের ব্যাপারে জানতে চেয়েছিল পিসিবি। উসমান ইতিবাচক উত্তর দেওয়ায় তাকে নিউজিল্যান্ড সিরিজের জন্য ফিটনেস ক্যাম্পে রাখা হয়।
০৬ এপ্রিল, ২০২৪

আমিরাতের আকাশে দেখা গেল শয়তান ধূমকেতু
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি মরুভূমির আকাশে বিশাল আকারের একটি ধূমকেতু দেখা গেছে। চলতি সপ্তাহের শুরুতে বিরল ও উজ্জ্বল এই ধূমকেতুর দেখা মিলেছে। জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিজ্ঞানী নয়, সূর্যাস্তের পরে ঠিক-ঠাক দিকে তাকাতে পারলে এখনো সাধারণ মানুষ এটি দেখতে পাবেন। খবর খালিজ টাইমসের। মাউন্ট এভারেস্টের সমান বিশাল এ ধূমকেতুটির নাম ১২পি/পনস-ব্রুকস। একে অনেক সময় শয়তান ধূমকেতু নামেও ডাকা হয়। দুটি শিং থাকায় এমন নাম দেওয়া হয়েছে। গত ২৭ মার্চ আল খাট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির তোলা একটি ছবিতে এটি ধরা পড়েছে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) জানিয়েছে, আগামী ২১ এপ্রিল সূর্যের সবচেয়ে কাছের বিন্দুতে পৌঁছাবে শয়তান ধূমকেতু। ২ জুন এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের সময় এটি সবচেয়ে বেশি দৃশ্যমান হবে বলে জানিয়েছে নাসা। সংস্থাটি বলছে, সূর্যের খুব কাছাকাছি যেতে থাকায় ধূমকেতুটিকে আরও উজ্জ্বল দেখাবে। তবে এটি দিগন্ত ও সূর্যের কাছাকাছি চলে এলে খালি চোখে দেখা চ্যালেঞ্জিং হতে পারে। তাই এখনই এটি দেখার সবচেয়ে ভালো সময়। ১২পি/পনস-ব্রুকস ধূমকেতুটি নির্দিষ্ট সময় পরপর সূর্যকে প্রদক্ষিণ করতে করতে সৌরজগতের মধ্যে চলে আসে। সাধারণত হ্যালির ধূমকেতুর মতো এটিও প্রতি ৭০ বছর পরপর সূর্যকে একবার প্রদক্ষিণ করে। ১৮১২ সালে প্রথম ধূমকেতুটি আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী জ্যঁ-লুইস পনস। ও জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম রবার্ট ব্রুকস। তাদের নামানুসারে এর নামকরণ করা হয়। জ্যোতির্বিজ্ঞানীরা পন্স-ব্রুকসের ঘূর্ণন হার সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য পর্যবেক্ষণ করছেন। তাতে দেখা যায় শয়তান ধূমকেতুটির ঘূর্ণন সময়কাল ৫৭ ঘণ্টা, যা প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি। জ্যোতির্বিজ্ঞানীরা এটি পরীক্ষা করতে চান যে ধূমকেতু থেকে নিঃসৃত বস্তুর জেটগুলো এটির গতি বাড়াচ্ছে নাকি কমিয়ে দিচ্ছে।
৩১ মার্চ, ২০২৪
X