যে কারণে পুলিৎজার জিতল রয়টার্স
সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার এ বছর জিতেছে রয়টার্স। ‘ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ বিভাগে পুরস্কার পেয়েছে বার্তাসংস্থাটি। গাজা সংঘাত নিয়ে রয়টার্সের প্রকাশিত বেশ কয়েকটি ছবি তাদের এ সম্মান এনে দেয়। সোমবার কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড পুলিৎজার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে। সেই ঘোষণাপত্র থেকে বিষয়টি জানা গেছে। জানা গেছে, গত বছর থেকেই গোটা বিশ্বের চোখ অবরুদ্ধ গাজা উপত্যকায়। সাত মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের এ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণ আর নির্মম নিপীড়ন কাঁদিয়েছে গোটা মানবতাকে। ইহুদিবাদী দেশটির সামরিক বাহিনীর এসব নিপীড়ন আর ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে এ বছরের আলোকচিত্র বিভাগে পুলিৎজার পুরস্কার অর্জন করেছে বার্তা সংস্থা রয়টার্স।  ব্রিটিশ বার্তা সংস্থার তোলা ছবিগুলোতে ওঠে এসেছে গাজার নির্মম ধ্বংসযজ্ঞ আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলার গল্প। এবারে পুলিৎজারের জন্য যে ছবিটি নির্বাচিত হয়েছে তার মধ্যে গেল বছরের অক্টোবরে রয়টার্সের ফটোগ্রাফার মোহাম্মদ সালেমের তোলা একটি ছবি রয়েছে, যেখানে গাজায় একজন ফিলিস্তিনি মহিলা তার ৫ বছর বয়সী ভাতিজির মৃতদেহকে জড়িয়ে ধরেছেন৷ এই ছবিটি আগে চলতি বছরের জন্য বিশ্ব প্রেস ফটো অফ দ্য ইয়ারের পুরস্কার জিতেছিল। এ ছাড়া টুইটার ও স্পেস এক্সের সিইও ইলন মাস্কের উৎপাদন সাম্রাজ্যের একাধিক তদন্তের জন্য জাতীয় রিপোর্টিং বিভাগে পুলিৎজার জিতেছে রয়টার্স। পুলিৎজার পুরস্কার মূলত যুক্তরাষ্ট্রের। জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার এটি। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা, সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। রয়টার্স ছাড়াও সাংবাদিকতার বিভিন্ন বিভাগে ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউইয়র্ক টাইমস, প্রোপাবলিকা, লুকআউট সান্তা ক্লজ নামের একটি নিউজ পোর্টাল, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), দ্য নিউইয়র্কার ও দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস এ বছর পুলিৎজার পুরস্কার জিতেছে।
০৭ মে, ২০২৪

লেবাননের ৪০ স্থাপনায় ইসরায়েলের হামলা
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৪০টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। বুধবার (২৪ এপ্রিল) দক্ষিণ লেবাননে ইরানপন্থি এই গোষ্ঠীদের স্থাপনায় এসব হামলা করেছে ইসরায়েলি বাহিনী। খবর এনডিটিভির। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মাত্র কিছুক্ষণ আগে দক্ষিণ লেবাননের আইতা আল-শাবের এলাকায় যুদ্ধবিমান ও আর্টিলারির মাধ্যমে হিজবুল্লাহর প্রায় ৪০টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে আইডিএফ সেনারা। এসব স্থাপনার মধ্যে হিজবুল্লাহর অস্ত্র সংরক্ষণ কেন্দ্রও রয়েছে। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। মূলত হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে এসব হামলা চালানোর কথা জানিয়েছে ইরানপন্থি শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের দাবি, একমাত্র ইসরায়েল গাজায় হামলা বন্ধ করলে এসব আক্রমণে ইতি টানবে তারা। এদিকে ছয় মাস পার হলেও গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের কোনো দৃশ্যমান লক্ষণ নেই। ইতিমধ্যে ইসরায়েলি হামলায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অনবরত ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। পর্যাপ্ত ত্রাণসহায়তা প্রবেশ করতে না পারায় সেখানে দুর্ভিক্ষের মতো অবস্থা বিরাজ করছে। বিশ্বজুড়ে গাজায় যুদ্ধ বন্ধ এবং ত্রাণসহায়তার প্রবাহ বাড়ানোর দাবি উঠলেও আমলে নিচ্ছে তেল আবিব।
২৪ এপ্রিল, ২০২৪

গাজার আরও ২ হাসপাতাল ঘেরাও করে ইসরায়েলের হামলা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আরও দুটি হাসপাতাল ঘেরাও করে হামলা শুরু করেছে ইসরায়েল। এ সময় বন্দুকের মুখে স্বাস্থ্যকর্মী ও রোগীদের হাসপাতাল ছাড়তে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী। রোববার (২৪ মার্চ) ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স। নতুন করে অবরোধের শিকার হাসপাতাল দুটি হলো আল-আমল ও আল-নাসর হাসপাতাল। এর আগে গাজার প্রধান হাসপাতাল আল-শিফা অবরোধ করে ৪৮০ জন হামাস যোদ্ধাকে আটকের দাবি করেছিল ইসরায়েল। ইসরায়েল বলছে, পাঁচ মাস ধরে যুদ্ধে জর্জরিত গাজার হাসপাতালগুলোকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে ফিলিস্তিনি স্বাধীনতকামী সংগঠন হামাস। এমন দাবির সাফাই গেয়ে বেশকিছু ভিডিও ও ছবি প্রকাশ করেছে দেশটি। তবে হামাস ও হাসপাতালের চিকিৎসকরা ইসরায়েলের এমন দাবি অস্বীকার করে আসছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তুমুল বোমাবর্ষণের মধ্যে ইসরায়েলি ট্যাংক হঠাৎ করে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল-আমাল ও নাসের হাসপাতালের আশেপাশের এলাকায় ঢুকে পড়লে তাদের এক কর্মী নিহত হয়েছেন। এক বিবৃতিতে সংগঠনটি আরও বলেছে, ইসরায়েলি সাঁজোয়া বাহিনী আল-আমাল হাসপাতাল বন্ধ করে দিয়েছে। এর আশপাশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আমাদের দলের সব সদস্য এই মুহূর্তে চরম বিপদে রয়েছে। তারা কোনোভাবে চলাচল করতে পারছে না। ইসরায়েলি বাহিনী এখন আল আমালের প্রাঙ্গণ থেকে কর্মী, রোগী ও বাস্তুচ্যুত মানুষকে সম্পূর্ণভাবে সরে যেতে বলেছে। তাদের সরিয়ে দিতে মানুষের দিকে স্মোক বোমা ছুড়ে মারছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে যে হামাস যোদ্ধারা আল-আমাল এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের জন্য বেসামরিক অবকাঠামো ব্যবহার করছে। এ জন্য তাদের সেনারা আল-আমল হাসপাতালে অভিযান শুরু করেছে।
২৫ মার্চ, ২০২৪

লেবাননের ১০০ কিলোমিটার ভেতরে ঢুকে ইসরায়েলের হামলা
গত অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর পর থেকেই হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানপন্থি এই গোষ্ঠীটিকে দমনে পাল্টা হামলা করছে ইসরায়েলি সেনারাও। তবে হিজবুল্লাহকে রুখতে এতদিন দক্ষিণ লেবাননে হামলা করলেও সোমবার প্রথমবারের মতো পূর্ব লেবাননে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আলজাজিরার। সোমবার ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের বেকা উপত্যকায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বালবেকের কাছের বুদাই গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান ৩টি বোমা হামলা চালিয়েছে। তাদের হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ট্রাকের বহর নিশানা করে ইসরায়েল হামলা করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের ভেতরে হিজবুল্লাহর স্থাপনায় বোমা হামলা করেছেন। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী সীমান্তে প্রায় প্রতিদিনই একে-অন্যের ওপর পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। তাদের হামলায় অন্তত ৪৭ জন বেসামরিক নিহত হয়েছেন। হামাসের মিত্র হিজবুল্লাহ বলছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেই তারা ইসরায়েলের ওপর হামলা বন্ধ করবে। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট রোববার বলেছেন, গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলে তা উত্তর ফ্রন্টেও বলবৎ হবে, কেউ যদি এমনটা ভাবে তাহলে ভুল করবে। উত্তর ফ্রন্ট বলতে তিনি লেবাননকে বুঝিয়েছেন।
২৬ ফেব্রুয়ারি, ২০২৪

চার মাসে লেবাননের ৩৪০০ স্থাপনায় ইসরায়েলের হামলা
গত প্রায় চার মাসে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৩ হাজার ৪০০টির বেশি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া সিরিয়ায় হিজবুল্লাহর ৫০টির বেশি স্থাপনায় হামলা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। খবর আরব নিউজের। ড্যানিয়েল হাগারি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে আমরা সিরিয়ায় হিজবুল্লাহর ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছি। দক্ষিণ লেবাননে ইরানপন্থি এই গোষ্ঠীর বিরুদ্ধে ৩ হাজার ৪০০টির বেশি হামলা চালানো হয়েছে। ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্ত প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা করে আসছে ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলের হামলায় লেবাননে অন্তত ২১৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগ হিজবুল্লাহ যোদ্ধা হলেও অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এ ছাড়া উত্তর ইসরায়েলে ৯ ইসরায়েলি সেনা এবং ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছে হিজবুল্লাহ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিত্র হিসেবে পরিচিত লেবাননভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহ ও হামাস দুটি সংগঠনকে সহায়তা দিয়ে থাকে ইরান। সিরিয়ায় প্রায় সময়ই হামলা চালায় ইসরারেয়লি সেনারা। এতদিন এসব হামলা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করত না ইসরায়েল। তবে এবার কোনো রাখঢাক ছাড়াই এ বিষয়ে কথা বলেছে তেলআবিব।
০৪ ফেব্রুয়ারি, ২০২৪

গাজায় ২৪ ঘণ্টায় ৩০০ স্থাপনায় ইসরায়েলের হামলা
গাজায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একের পর এক বেড়ে চলেছে মানবিক সংকট। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা গাজার ৩০০ স্থাপনায় হামলা চালিয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য গিয়েছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ। এর মধ্যে ২৪ ঘণ্টায় গাজার ৩০০ স্থাপনায় হামলা চালিয়েছে।  আইডিএফ জানিয়েছে, তারা গাজায় হাসাসের অবকাঠামোকে লক্ষ্য করে তাদের অভিযান অব্যাহত রেখেছে। তারা গাজায় হামাসের সঙ্গে তুমুল যুদ্ধ চালিয়েছে। হামাসের সেল ও অস্ত্রকে লক্ষ্য করে বিমান হামলাও চালিয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় তাদের ৩০০ স্থাপনায় হামলা চালানো হয়েছে।  আইডিএফ আরও জানায়, সেনারা গাজার দক্ষিণে হামলা চালিয়েছে। খান ইয়ানিসে মিলিটারি কমান্ড সেন্টারকে কেন্দ্র করে তারা অভিযান চালিয়েছে। সেখান থেকে বিস্ফোরক, অস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধারের দাবি করেছে হামাস।  এদিকে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ।  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৯ হাজার ৬৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫২ হাজার মানুষ। ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা আছে কয়েক হাজার।  
২০ ডিসেম্বর, ২০২৩

এক দিনে গাজার ৪০০ স্থাপনায় ইসরায়েলের হামলা
গাজায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল। এরপর গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর প্রথম দিনে গাজার ৪০০ স্থাপনায় হামলার দাবি করেছে দেশটি। শনিবার (২ ডিসেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দীর্ঘ যুদ্ধবিরতির পর গাজায় পুনরায় হামলা শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় গাজার ৪০০ স্থাপনায় হামলা করা হয়েছে।  আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের এসব লক্ষ্যবস্তুর মধ্যে অন্য হলো হামাসের অস্ত্রাগার ও অবকাঠামো। খান ইয়ানিস ও দেইর আল বালাদের হামাসের এসব লক্ষ্যে হামলা করা হয়েছে। এ ছাড়া একটি মসজিদকে গাজার আরেক দল ইসলামিক জিহাদ নিজেদের কেন্দ্রীয় নির্দেশনা কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল। এ ছাড়া এ সময়ে আইডিএফ একটি সেলে অতর্কিত হামলা চালিয়েছে।  আইডিএফ আরও জানিয়েছেম এসব হামলায় সবকিছু বিমানের মাধ্যমে করা হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি বিমান হামলায় ১৮৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ৫৮৯ জন আহত হয়েছেন এবং ২০টির বেশি বাড়িতে বোমা হামলা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার যুদ্ধবিরতি শেষ হতেই দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে তীব্র বোমাবর্ষণ শুরু হয়। বোমা হামলার মধ্যেই একটু নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাসিন্দারা গাড়িতে জিনিসপত্র নিয়ে সড়কে নেমে যান। এ ছাড়া গাজা থেকে ইসরায়েলি শহরে রকেট ছোড়া হলে দক্ষিণ ইসরায়েলে সাইরেন বাজানো হয়। যদিও হামাসের এসব হামলায় ইসরায়েলে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। তবে শুক্রবার সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই।  
০২ ডিসেম্বর, ২০২৩

সিরিয়ায় আবারও ইসরায়েলের হামলা
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলি এই হামলা প্রতিহত করার দাবি করেছে সিরিয়ার বিমানবাহিনী। শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির দিক থেকে এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর রয়টার্সের। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে। দামেস্কের কয়েকটি এলাকাকে নিশানা করে তারা এই হামলা চালিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সিরিয়ার দামেস্কের দক্ষিণে জয়নব এলাকায় হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, তাদের দেশের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এসব হামলায় অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২০১১ সাল থেকে সিরিয়ায় শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মূলত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ ও সিরীয় সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে তারা। গত অক্টোবর মাসে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হলে এই হামলার ঘটনা আরও বৃদ্ধি পায়। তবে এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
০২ ডিসেম্বর, ২০২৩

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের গাড়িতে ইসরায়েলের হামলা
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৫ নভেম্বর) লেবাননে মিশনের টহলগাড়িতে এ হামলা করে তারা। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির ফলে লেবানন সীমান্ত অপেক্ষাকৃত স্থিতিশীল থাকার সময়ে ইসরায়েল এ হামলা চালিয়েছে। রোববার (২৬ নভেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে আইতারুনের পার্শ্বববর্তী এলাকায় শান্তিরক্ষা মিশনের গাড়িতে হামলা হয়। ইসরায়েলের সেনাবাহিনী এ হামলা চালিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।  বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের এ হামলা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার কারণে টহলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল লেবানন সীমান্ত যখন স্থিতিশীল তখন এ হামলা চালানো হয়েছে।  এর আগে গত বুধবার (২২ নভেম্বর) হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হলে তা হিজবুল্লাহও পালন করবে। শুক্রবার সকাল থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে এ যুদ্ধবিরতিতে আলোচনার অংশ নয় হিজবুল্লাহ।   হিজবুল্লাহর একটি সূত্র আলজাজিরাকে জানায়, তারা ততক্ষণ শান্ত থাকবে যতক্ষণ ইসরায়েল এ চুক্তিকে সম্মান করবে। যুদ্ধবিরতির এ সময়ে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালানো হবে না। তবে শর্ত ভঙ্গ করলে তার কঠিন জবাব দেবে দলটি।  চুক্তি অনুযায়ী, হামাসের হাতে জিম্মি ৫০ বন্দির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এ ছাড়া গাজা উপত্যকায় চার দিন সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে ইসরায়েল। পাশাপাশি ২৩ লাখ মানুষের এই অঞ্চলে মানবিক, চিকিৎসা সহায়তা ও জ্বালানি নিয়ে শত শত ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েলি বাহিনী।
২৬ নভেম্বর, ২০২৩

এবার মিশরে ভুল করে ইসরায়েলের হামলা
ইসরায়েলি সেনাবাহিনী এবার ভুলবশত আরেক দেশে হামলা করে বসল। রোববার তারা জানিয়েছে, তাদের একটি ট্যাঙ্ক ভুলক্রমে মিশরীয় একটি নিরাপত্তাচৌকিতে হামলা করেছে। মিশরের সঙ্গে গাজা সীমান্তে এ ঘটনা ঘটে। এদিকে মিশরীয় সামরিক বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণে সামান্য আহতের কিছু ঘটনা ছাড়া তেমন ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। খবর আলজাজিরার। মিশরীয় সেনারা হামলার বিষয়ে আরও জানায়, ইসরায়েলি বাহিনী হামলার সঙ্গে সঙ্গেই এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং এ নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে। মিশরীয় গণমাধ্যম জানিয়েছে, এ হামলায় গাজায় মিশরীয় সাহায্য পাঠানো বন্ধ হবে না। এ পর্যন্ত মিশরের উদ্যোগে গাজায় রাফা সীমান্ত দিয়ে ৩৭ ট্রাক ত্রাণ পাঠানো হয়েছে। এ সীমান্ত প্রায় দুই মাইল দীর্ঘ। গাজার সঙ্গে শুধু মিশরেরই সীমান্ত রয়েছে। ৭ অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল ও গাজায় সীমান্ত পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে। এদিকে ইসরায়েল জানিয়েছে, তৃতীয় সপ্তাহে পৌঁছেছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এখনো হামাসের হাতে ইসরায়েলি ২১২ নাগরিক বন্দি রয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে এসব লোক বন্দি হয়েছে। তাদের মধ্যে মার্কিন নাগরিক মা ও মেয়েকে মুক্তি দিয়েছে হামাস। এ দুই মার্কিনির মুক্তিতে মধ্যস্থতা করা কুয়েতের কর্তৃপক্ষও বাকি দুজনের মুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইসরায়েল হামাসকে কোনো ধরনের মিথ্যা প্রোপাগান্ডা না ছড়ানোর আহ্বান জানিয়েছে।
২৪ অক্টোবর, ২০২৩
X