গণতন্ত্রের পতাকা আওয়ামী লীগ সঙ্কুচিত করেছে : প্রিন্স
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দীর্ঘদিন পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি সত্য কথা বলেছেন। গণতন্ত্রের পতাকা দিন দিন সঙ্কুচিত হয়ে আসছে বলেও মনের অজান্তেই হয়তো তিনি বলেছেন গণতন্ত্রের পতাকা রাতারাতি বিকশিত হবে না। গণতন্ত্রের পতাকা আওয়ামী লীগ সঙ্কুচিত করেছে। ওবায়দুল কাদের সাহেব ‘ফ্রুটিকা’ খেয়ে সত্য কথাটা আংশিকভাবে বলে ফেলেছেন।  শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা বাজারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা, আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ দেশে গণতন্ত্র, আইনের শাসন,নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে প্রিন্স বলেন, ডামি নির্বাচন করে, বিরোধী দলের ওপর নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়ে গণতন্ত্রের পতাকা বিকশিত করা যাবে না। যদি গণতন্ত্রের পতাকা বিকশিত করতে চান, তবে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, বিরোধী দলের ওপর দমন নিপীড়ন বন্ধ করে স্বাধীনভাবে রাজনীতি করবার সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিন। বিএনপির কথা চিন্তা না করে বাঘের পিঠ থেকে কি ভাবে নামবেন সেই চিন্তা করুন। সরকার কে চালায়-এ প্রশ্ন রেখে এমরান সালেহ প্রিন্স বলেন, সেতুমন্ত্রী নিজেই জানেন না কে বা কারা মেট্ররেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের ঘোষণা দিয়েছে। তুঘলকি কান্ড চলছে চারদিকে, অদ্ভুত উটের পিঠে বাংলাদেশ। সরকারে রাজনৈতিক নিয়ন্ত্রণ নেই।  প্রিন্স আরও বলেন, আওয়ামী নেতারা বিএনপি নেতাদের শোবার ঘর, রান্না ঘরের খবর রাখেন, নিজের ঘরের খবর রাখেন না। আওয়ামী লীগ নিজেই একটা ভারতীয় পণ্য। তারা সবসময় প্রতিবেশী দেশের মুখাপেক্ষী হয়ে রাজনীতি করে। দিল্লীতে বৃষ্টি হলে ঢাকায় ছাতা ধরে। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মতো জনগণ আওয়ামী লীগকেও বর্জন করছে। আওয়ামী লীগ জনগণের সমর্থনে নয়, ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই তা গর্ব করে বার বার বলছেন।  উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা .মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বক্তব্য রাখেন।
০৫ এপ্রিল, ২০২৪

আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই : প্রিন্স
নিষ্ঠুর দমন নিপীড়ন করে প্রভু দেশের সহযোগিতায় ডামি নির্বাচনকারীরা আবারও হুমকি-ধমকি দিতে শুরু করেছ উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। সে কারণে তারা সন্ত্রাসের ভাষায় কথা বলছে। বেশি বাড়াবাড়ি করলে নাকি ওবায়দুল কাদের হাতে হারিকেন ধরিয়ে দেবেন। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী বাঘাইতলা বাজারে ভূবনকূড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সুষ্ঠু রাজনীতি ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ থাকলে জনগণ অনেক আগেই আওয়ামী নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দিত। কারামুক্তির পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম বক্তৃতায় ওবায়দুল কাদেরের হৃদকম্পন শুরু হয়েছে। সামনে কী যেন হয়, এই দুশ্চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। এজন্য তারা চিরাচরিত হুমকি-ধমকি দিচ্ছে। তাদের হুমকিতে মির্জা ফখরুল বা বিএনপি ভয় পায় না। পাকিস্তানের দালালে বাংলাদেশ ভরে গেছে- ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি বাংলাদেশের জনগণকে অপমানিত করেছেন। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, লুটপাট, গণতন্ত্র ও ভোটাধিকার হরণসহ অগণতান্ত্রিক ও গণবিরোধী কাজের সমালোচনা করলেই নিজেদের ব্যর্থতা আড়াল ও জনগণকে বিভ্রান্ত করতে তারা বিরোধিতাকারীদের পাকিস্তানের দালাল বলে গালি দেন। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, রমজান আলী, অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. হাসনাত তারেক, ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন, আব্দুল মান্নান, নুরুল হক, রুহুল আমিন, জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন প্রমুখ। এর আগে স্বাধীনতা দিবসে হালুয়াঘাট ও ধোবাউড়ায় র‍্যালী ও শ্রদ্ধা নিবেদন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে হালুয়াঘাট স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা এক মিনিট নীরবতা পালন করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখেন। পরে একটি শোভাযাত্রা হালুয়াঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।  এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, আবদুল মান্নান মল্লিক, ক্বারি আবুল কাশেম, আল আমিন চমক, ডা. সায়েদুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মোতালেব হোসেন, জেলা জাসাসের সহসভাপতি রাব্বি কায়সার আরাফাত, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, মির্জা তায়েব, পৌর ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ উপস্থিত ছিলেন।
২৬ মার্চ, ২০২৪

আ.লীগ দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় : প্রিন্স
বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, গণআন্দোলনে ভীত হয়ে জনবিচ্ছিন্ন সরকার সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।  রোববার (২২ অক্টোবর) বিকেলে শেরপুরে জেলা বিএনপির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।  তিনি বলেন, গত কয়েক দিন ধরে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা যে অসংলগ্ন ও অসত্য বক্তব্য রাখছেন, তাতে প্রমাণ হয়- তাদের পায়ের নিচে মাটি নাই। সে কারণেই তারা প্রতিদিন পাগলের প্রলাপ বকছেন।  প্রিন্স বলেন, বিএনপি নয় বরং আওয়ামী লীগই বিএনপির জননির্ভর আন্দোলনে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালাচ্ছে। প্রতিদিন দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্নীতি, লুটপাটের ভাগাভাগি নিয়ে খুনোখুনি করছে, সন্ত্রাস করছে। অথচ তার কোনো বিচার নাই। রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে দমন করার জন্য মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে। সাজা দিয়ে জেলে আটক রাখা হচ্ছে। তিনি বলেন, কথায় কথায় সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে , কিন্তু আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে ইচ্ছামতো কাটাছেঁড়া করে এখন সংবিধানের দোহাই দিচ্ছে।  তিনি আরও বলেন, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নাই। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পথে সংবিধান কোনো বাধা নয়, একমাত্র বাধা হচ্ছে আওয়ামী লীগ সরকার। আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একমাত্র গ্যারান্টি নির্দলীয় নিরপেক্ষ সরকার। সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে দ্রুতই রাজনৈতিক সংকট নিরসন সম্ভব। কিন্তু সরকার সেটি না করে সংঘাত সৃষ্টি করছে অসৎ উদ্দেশ্যে। বিএনপির এই নেতা বলেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই মহাসমাবেশ থেকেই সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হবে। সরকার যদি এই মহাসমাবেশের পথে বাধা সৃষ্টি করে, তবে তার সব দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।  তিনি দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে সরকার পতনের মহাযাত্রায় শামিল হবার আহ্বান জানান। শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হজরত আলীর সঞ্চালনায় সভায় জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে রোববার সন্ধ্যা থেকে রাত অবধি সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা, ধুরাইল, নড়াইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থাপিত পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের জনগণকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
২২ অক্টোবর, ২০২৩
X