কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১০:৩৯ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় : প্রিন্স

শেরপুরে জেলা বিএনপির এক জরুরি সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শেরপুরে জেলা বিএনপির এক জরুরি সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেছেন, গণআন্দোলনে ভীত হয়ে জনবিচ্ছিন্ন সরকার সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

রোববার (২২ অক্টোবর) বিকেলে শেরপুরে জেলা বিএনপির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা যে অসংলগ্ন ও অসত্য বক্তব্য রাখছেন, তাতে প্রমাণ হয়- তাদের পায়ের নিচে মাটি নাই। সে কারণেই তারা প্রতিদিন পাগলের প্রলাপ বকছেন।

প্রিন্স বলেন, বিএনপি নয় বরং আওয়ামী লীগই বিএনপির জননির্ভর আন্দোলনে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালাচ্ছে। প্রতিদিন দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্নীতি, লুটপাটের ভাগাভাগি নিয়ে খুনোখুনি করছে, সন্ত্রাস করছে। অথচ তার কোনো বিচার নাই। রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে দমন করার জন্য মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে। সাজা দিয়ে জেলে আটক রাখা হচ্ছে।

তিনি বলেন, কথায় কথায় সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে , কিন্তু আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে ইচ্ছামতো কাটাছেঁড়া করে এখন সংবিধানের দোহাই দিচ্ছে।

তিনি আরও বলেন, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নাই। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পথে সংবিধান কোনো বাধা নয়, একমাত্র বাধা হচ্ছে আওয়ামী লীগ সরকার। আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একমাত্র গ্যারান্টি নির্দলীয় নিরপেক্ষ সরকার। সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে দ্রুতই রাজনৈতিক সংকট নিরসন সম্ভব। কিন্তু সরকার সেটি না করে সংঘাত সৃষ্টি করছে অসৎ উদ্দেশ্যে।

বিএনপির এই নেতা বলেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই মহাসমাবেশ থেকেই সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হবে। সরকার যদি এই মহাসমাবেশের পথে বাধা সৃষ্টি করে, তবে তার সব দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

তিনি দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে সরকার পতনের মহাযাত্রায় শামিল হবার আহ্বান জানান।

শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হজরত আলীর সঞ্চালনায় সভায় জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে রোববার সন্ধ্যা থেকে রাত অবধি সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা, ধুরাইল, নড়াইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থাপিত পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের জনগণকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

ঢাকার শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আলেপ্পোর শেখ মাকসুদে তীব্র সংঘর্ষ

টিভিতে আজকের যত খেলা

থানায় সালিশে গিয়ে আটক জাতীয় পার্টির নেতা

বড় চমক রেখে বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা

১০ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

বগুড়ায় প্রথম সফল বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

১০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১০

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

১৮ লাখ টাকা রেটে চুক্তি, প্রশ্নফাঁস চক্রের হোতাসহ আটক ১৮ 

১২

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত অর্ধশতাধিক

১৩

গাজীপুরে তিতাসের গ্যাস লিকেজ, ৩০০ ফুট এলাকাজুড়ে আগুন

১৪

ভেনেজুয়েলা থেকে আসা তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

খালেদা জিয়ার মতো নেত্রী এ দেশে আর আসবেন না : শামা ওবায়েদ

১৭

যুবদল নেতাকে বহিষ্কার

১৮

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

১৯

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

২০
X