বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে সংবিধান বাধা নয়, আগেও ছিল না- বাধা আসলে আওয়ামী লীগ। কারণ তারা জানে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে তারা শোচনীয়ভাবে পরাজিত হবে। সেজন্য তারা নানা চক্রান্ত করছে।
বুধবার (১৪ জুন) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের ভাট্টা বাজারে ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রিন্স বলেন, আবার ভোট চুরি করে ক্ষমতায় থাকতে সরকার সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের দাবিকে অগ্রাহ্য করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এর দায়-দায়িত্ব আওয়ামী লীগকেই বহন করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা তাদের দুঃশাসন ও দুর্নীতির কারণে শোচনীয় পরাজয়ের আশঙ্কায় নিরপেক্ষ নির্বাচনে ভয় পায়। সেজন্য তারা চিরদিন ক্ষমতায় টিকে থাকতে সংবিধান কাটাছেঁড়া করে এখন সংবিধানের দোহাই দিয়ে আবারও প্রহসনের নাটক করতে চাচ্ছে। সরকারের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে বিএনপি আন্দোলন করছে। ইনশাআল্লাহ এই আন্দোলনে প্রহসনের নির্বাচনের সব ষড়যন্ত্র ভেসে যাবে।
শাকুয়াই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক টিমের প্রধান স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাইয়ের সভাপতিত্বে এবং সাইদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভা এবং স্মরণসভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক, আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, এস এম দুলাল, মরহুম বদরুদ্দোজা ইমনের ভাই কাজী নওশাদ হোসেন মিন্টু, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, মোনায়েম হোসেন খান, রফিকুল ইসলাম, শহীদুল হক খান সুজন, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সহসভাপতি মনোয়ারা বেগম, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আাসাদুজ্জামান সুমন প্রমুখ।
মন্তব্য করুন