শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীর সময় বাঁচাতে বিভিন্ন চ্যানেলকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার নতুন ফিচার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৯ মে) হোয়াটসঅ্যাপ বেটাইনফোর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।  ২০২৩ সালে হোয়াটসঅ্যাপে চ্যানেল যোগ করেন মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। এবার সেই চ্যানেলগুলো থেকে নিজের পছন্দমতো একটি সহজেই খুঁজে পেতে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার ফিচার যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। জানা গেছে, আপডেটটি খুব দ্রুতই ব্যবহারকারীদের ডিভাইসে চলে আসবে। চ্যানেলগুলো নতুন সম্প্রচারের মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে। যা ব্যবহার করে অনেকেই তাদের ফলোয়ারদের জন্য সাধারণ বার্তা পাঠাতে পারবে। জানা যায়, এই চ্যানেলগুলোকে ৭টি ভাগে ভাগ করা হচ্ছে। ব্যবসা, বিনোদন, লাইফস্টাইল, তথ্য ও সংবাদ, সংস্থা, ব্যক্তিবিশেষ এবং খেলাধুলা। ফিচারটি চলে আসার সঙ্গে সঙ্গেই চ্যানেলগুলো এসব ক্যাটাগরির মাধ্যমে আলাদা হয়ে যাবে। যার কারণে ব্যবহারকারীদের অযথা চ্যানেল খোঁজার ঝামেলা নিতে হবে না। এতে করে সময়ও বাঁচবে।   একই সঙ্গে এসব ক্যাটাগরিতে নিজের পছন্দসই কন্টেন্ট খুঁজে বের করার আরও আপডেট আসবে বলে জানায় হোয়াটসঅ্যাপ। লোকেশন বা স্থান ট্র্যাক করে ব্যবহারকারীদের আগ্রহের কন্টেন্টগুলোকে সামনে আনতে আপডেটে কাজ করা হবে বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি।
০৯ মে, ২০২৪

বিজ্ঞাপনদাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা
বিজ্ঞাপন প্রচারে সাহায্য করার জন্য বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই ফিচার নিয়ে এলো মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে সহজে পণ্য ও সার্ভিসের প্রচারণা করতে সাহায্য করবে এসব ফিচার। এর মাধ্যমে মেটার এআই চ্যাটবটটি আরও উন্নতমানের ছবি তৈরি করে দিতে পারবে। মেটার দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের লামা (মেটার লার্জ ল্যাংগুয়েজ মডেল) মডেল নতুন এআই ফিচারগুলোকে সমর্থন দেবে।  মেটা বলছে, কোম্পানিটি টেক্সট তৈরির ফিচার উন্নত করার চেষ্টা করছে। ফিচারটি ব্র্যান্ডগুলো প্রচারণার জন্য উপযুক্ত মেসেজ তৈরি করতে সাহায্য করবে। কোম্পানিটি বিজনেস নিউজরুম পেজে এক পোস্টে ফিচারগুলোর ঘোষণা দেয়। মেটা বলছে, বিজ্ঞাপনদাতাদের জন্য জেনারেটিভ এআই ফিচারগুলো চালু করা হয়েছে। যেমন– ছবি ও টেক্সট তৈরির ফিচার। ব্যবসার বিকাশে সাহায্য করার জন্য নতুন টুল ও সেবাগুলো আনা হচ্ছে।  ব্র্যান্ডগুলো চ্যাটবটে কোনো ছবি রেফারেন্স হিসেবে দিলে সে অনুযায়ী বেশ কয়েকটি বৈচিত্র্যপূর্ণ ছবি তৈরি করে দেবে এই এআই ফিচার। এসব রেফারেন্স ছবি পণ্যের ছবি বা ব্র্যান্ডের অন্য কোনো ছবি হতে পারে। এ ছাড়া ছবিটি বিভিন্ন আঙ্গিকে তৈরির জন্য টেক্সটের মাধ্যমে নির্দেশনা দেওয়া যাবে। এভাবে এআই একই ছবির বেশ কয়েকটি সংস্করণ তৈরি করে দেবে। মেটা বলছে, ‘মনে করুন, আপনি একটি কফির ব্যবসার জন্য একটি কফিপূর্ণ কাপ দিয়ে বিজ্ঞাপন দিতে চাইছেন। আমাদের জেনারেটিভ এআই এই বিজ্ঞাপনের আরও কয়েকটি ধরন তৈরি করতে পারবে। যেমন– একটি সুন্দর খামারবাড়ির দৃশ্য পেছনে জুড়ে দেওয়া হবে এবং কফি কাপটি দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য করার জন্য বিভিন্ন অপশন থাকবে। অপশনগুলো থেকে নিজের পছন্দ বাছাই করতে পারবেন।’  এ ছাড়া টেক্সট ওভারলে ফিচারের মাধ্যমে ছবির ওপর টেক্সটজুড়ে দেওয়া যাবে। এই টেক্সট বিজ্ঞাপনদাতারা তৈরি করতে পারবেন বা এআই দিয়েও তৈরি করা যাবে। টেক্সট প্রম্পট ফিচার হেডলাইন ও পোস্টের জন্য ক্যাপশনও তৈরি করে দিতে পারবে। টেক্সট ওভারলে স্টোরি ও রিলসের ক্ষেত্রে বেশি কাজে দেবে ও আর টেক্সট প্রম্পটের মাধ্যমে পুরো পোস্ট তৈরি করা যাবে।  বিভিন্ন মাধ্যমে পোস্টের জন্য ছবিগুলো রিসাইজও করা যাবে। যেমন ফেসবুকের পোস্টের জন্য তৈরি ছবিটি রিলস বা স্টোরির জন্য রিসাইজ করা যাবে। এআই ফিচারগুলো ছবি ব্যাকগ্রাউন্ডও তৈরি করে দেবে। পাশাপাশি ছবির সঙ্গে সামঞ্জস্য রাখতে পণ্যটির সাইজও পরিবর্তন করতে পারবে। ফিচারগুলো প্ল্যাটফরমটির অ্যাড ম্যানেজারের ভেতরে অ্যাডভানটেজ প্লাস ক্রিয়েটিভ অপশনে পাওয়া যাবে।
০৯ মে, ২০২৪

আরও সুবিধা নিয়ে ফেসবুকে আসছে নতুন ফিচার  
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেক দিন পর আবারও নতুন ফিচার নিয়ে আসছে মেটা। স্মার্টফোনের পর্দাজুড়ে ভিডিও দেখার সুযোগ দিতে নতুন ভিডিও প্লেয়ার চালু করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় বুধবার (৩ এপ্রিল) এক ব্লগ বার্তায় এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।   এই ভিডিও প্লেয়ারটি চালু হলে ফেসবুকে থাকা ভিডিও টিকটকের আদলে স্মার্টফোনের পর্দাজুড়ে খাড়াভাবে দেখা যাবে। ফলে বর্তমানের তুলনায় আকারে বড় ভিডিও দেখার সুযোগ মিলবে।  মেটা জানায়, আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি নতুন ভিডিও প্লেয়ারটির মাধ্যমে রিলস, লাইভ ও আকারে বড় ভিডিওগুলো স্মার্টফোনের পর্দাজুড়ে স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারীরা ভিডিও প্লেয়ারটি ব্যবহার করার সুযোগ পাবেন। পর্যায়ক্রমে অন্য দেশেও এ সুবিধা মিলবে। মেটার তথ্য অনুযায়ী, নতুন ভিডিও প্লেয়ারের নিচে একটি স্লাইডার অপশনও যুক্ত করা হবে। ফলে ভিডিওর নির্দিষ্ট অংশ বাদ দিয়ে সহজেই পরবর্তী অংশ দেখা যাবে। ভিডিও থামানোর পাশাপাশি পেছনের দৃশ্য পুনরায় দেখারও সুযোগ দেবে ভিডিও প্লেয়ারটি।
০৫ এপ্রিল, ২০২৪

নতুন ফিচার আনছে গুগল
তথ্য খুঁজে পেতে নতুন ফিচার আনছে গুগল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে পাওয়া যাবে এই সুবিধা। ‘সার্কেল টু সার্চ’ নামে ফিচারটিতে ফোনের যে কোনো কনটেন্ট বা ভিডিওতে সার্কেল দেওয়া, হাইলাইট করা বা ট্যাপ করলে স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চের তথ্য প্রদর্শিত হবে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে টেকক্রাঞ্চ।  সার্কেল টু সার্চ ফিচার কী? গুগলের সার্কেল টু সার্চ ফিচারটি মূলত গুগল লেন্সের মতোই কাজ করে। এই সার্কেল টু সার্চ ব্যবহার করতে হলে যে ছবি সার্চ করতে চান সেই ছবির সাবজেক্টের ওপর একটি বৃত্ত তৈরি করতে হবে। এরপর গুগল সেই বিষয় সম্পর্কিত ফলগুলো দেখাবে।  এই পুরো সার্চ কোনো অ্যাপ সুইচ না করেই হবে। যেমন, আপনার গ্যালারিতে যদি কোনো ছবি থাকে, তাহলে সেটি নিয়ে সার্চ করার জন্য আপনাকে গুগল অ্যাপে যেতে হবে না। ছবি ছাড়াও ভিডিওতেও কাজ করবে এই ফিচার।   সুবিধাটি প্রাথমিকভাবে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন যেমন: পিক্সেল ৮, পিক্সেল ৮ প্রো এবং নতুন আসা গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করা যাবে। সব ভাষা ও দেশেই এ সুবিধা ব্যবহার করা যাবে।   চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে সুবিধাটি চালু হতে পারে।   একই সঙ্গে মাল্টিসার্চ এক্সপেরিয়েন্স নামে আরেকটি ফিচার আনছে গুগল। ব্যবহারকারীদের সার্চ অভিজ্ঞতা আগের চেয়ে দ্রুত ও উন্নত করতে মাল্টিসার্চ ফিচারটি চালু করা হয়েছে। এই ফিচারে টেক্সট, ছবি এবং স্ক্রিনশট সাপোর্ট করবে। এর সাহায্যে এআই জেনারেটেড ফল পাওয়া যাবে। আগামী সপ্তাহেই এই ফিচার রিলিজ করা হবে।
২০ জানুয়ারি, ২০২৪

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার
হোয়াটসঅ্যাপে আপনি যে স্ট্যাটাস দেবেন তা আপলোড হবে ইনস্টাগ্রামে। এমনই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। অনেকেই হোয়াটসঅ্যাপে নিয়মিত স্ট্যাটস দেন কিন্তু ইনস্টাগ্রামে তেমন অ্যাকটিভ থাকেন না। তাদের জন্য এই ফিচার বেশ কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।  এই অ্যাপ সেটিংস থেকে ব্যবহারকারীরা চাইলে ফিচারটি চালু বা বন্ধ করতে পারবে। ইনস্টাগ্রামে স্ট্যাটাস শেয়ারে ব্যবহারকারীদের ম্যানুয়াল সিলেকশন শর্টকাটও দেয়া হবে। যার মাধ্যমে পুরো শেয়ারিং কার্যক্রম নিয়ন্ত্রণে থাকবে। ওয়েবেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল প্লে বেটা প্রোগ্রামে অধীনে 2.23.25.20 ভার্সনের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পরীক্ষামূলকভাবে এই ফিচার দেওয়া হচ্ছে। পরীক্ষা সফল হলে তবেই সবাই এটি ব্যবহার করতে পারবেন। এই ফিচার ছাড়াও হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সরাসরি ফেসবুকে আপলোড হবে এমন একটি ফিচার নিয়েও কাজ শুরু করেছে মেটা। তবে এই ফিচার সম্পূর্ণ অপশনাল রাখা হবে। ব্যবহারকারী চাইলে এটির সুবিধা নিতে পারেন অথবা এড়িয়ে যেতেও পারেন। স্ট্যাটাস দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করার পাশাপাশি সম্প্রতি চ্যাট ফিল্টার ফিচারও এনেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রয়োজন ও ধরন অনুযায়ী তাদের কথোপকথনের তালিকা তৈরি করতে পারবে। ফিল্টারিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ক্যাটাগরি অনুযায়ী কথোপকথনের তালিকা তৈরি করতে পারবে।  
২১ ডিসেম্বর, ২০২৩

হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনের নিরাপত্তায় এলো নতুন ফিচার
হোয়াটসঅ্যাপের জনপ্রিয় ফিচার স্ক্রিন লকে যুক্ত হয়েছে নতুন ফিচার। যা গোপনীয়তা নিশ্চিতসহ ব্যবহারে আরও সহজ করে তুলবে।  কর্মস্থলে কম্পিউটারে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। নানা প্রয়োজনে বিরতি বা অন্য কারণে সিস্টেম থেকে উঠতে চান, তখন বারবার লগ আউট করতে করতে হয়। নিরাপত্তার স্বার্থে বারবার লগ ইন এবং লগ আউট করা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। নতুন এ ওয়েব সংস্করণের জন্য স্ক্রিন লক ফিচার ব্যবহারকারীদের তাদের কথোপকথন এবং বার্তাগুলোকে সুরক্ষিত করবে। হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্রিন লক ফিচার সক্ষম করতে কয়েকটি উপায় অবলম্বন করতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই সহজ উপায়- ১. হোয়াটসঅ্যাপ ওয়েবে লগইনের জন্য প্রথমেই কিউআর কোড ব্যবহার করে লগ ইন করতে হবে। ২. অ্যাক্সেস সেটিংস-উপরের মেনুতে অবস্থিত ৩টি ডট মেনু আইকনে ক্লিক করতে হবে এবং সেটিংসে নেভিগেট করতে হবে। ৩. প্রাইভেসি অপশনে যেতে হবে-সেটিংস মেনুর মধ্যে থাকা প্রাইভেসি অপশন সিলেক্ট করতে হবে। ৪. স্ক্রিন লক অপশন সিলেক্ট করতে হবে যতক্ষণ না স্ক্রিন লক অপশন খুঁজে পাওয়া যাচ্ছে নিচে স্ক্রল করতে হবে। এরপর সেটি সিলেক্ট করতে হবে। ৫. একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে একটি পাসওয়ার্ড তৈরি করতে অন-স্ক্রিন নির্দেশাবলি অনুসরণ করতে হবে। সেই পাসওয়ার্ড অক্ষর, সংখ্যা এবং সাধারণ বিরাম চিহ্নসহ ৬ থেকে ১২৮ অক্ষরের মধ্যে হওয়া উচিত। এরপর পাসওয়ার্ড নিশ্চিত করতে হবে এবং ওকে অপশনে ক্লিক করতে হবে। এ ফিচার ব্যবহারে পাসওয়ার্ড ভুলে গেলে তিনি হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লগ আউট করে কিউআর কোড স্ক্যান করে আবার লগ ইন করে সেটি রিসেট করতে পারেন। এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং বার্তাগুলোকে সুরক্ষিত করতে সাহায্য করে, যদি কেউ নিজেদের অনুপস্থিতিতে কম্পিউটারের অ্যাক্সেস লাভ করে।  
১২ ডিসেম্বর, ২০২৩

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে যুক্ত হচ্ছে নতুন ফিচার
হোয়াটসঅ্যাপের জনপ্রিয় ফিচার হচ্ছে এর ভয়েস মেসেজ। সম্প্রতি ভয়েস মেসেজের জন্য ভিউ ওয়ানস নামে একটি নতুন ফিচার চালু করেছে। যা ব্যবহারকারীদের ভয়েস ম্যাসেজ পাঠাতে দেয়, যা একবার শোনার পরে অদৃশ্য হয়ে যায়। সম্প্রতি ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।  প্রতিবেদনে বলা হয়, অদৃশ্য হয়ে যাওয়া ভয়েস নোট ফিচারটি আপনার বার্তাগুলোতে গোপনীয়তার একটি অতিরিক্ত স্তর যুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। ফলে আপনার ভয়েস নোট অন্য কারও কাছে ফরোয়ার্ড করা হবে বলে ভয় পাওয়ার আর দরকার নেই। আপনি কেবল এই ফিচারটি চালু করতে পারেন এবং কোনো উদ্বেগ ছাড়াই সেই ভয়েস নোটটি পাঠাতে পারেন। ফিচারটি ঘোষণা করে মেটার ব্লগ পোস্টে, হোয়াটসঅ্যাপ বলেছে যে এমন অনেক পরিস্থিতি রয়েছে, যেখানে আপনি একটি অদৃশ্য ভয়েস বার্তা ব্যবহার করতে চাইতে পারেন।  ফিচারে ভিউ ওয়ানস ফটো এবং ভিডিওগুলোর সঙ্গে সামঞ্জস্যের জন্য ওয়ান-টাইম আইকন দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং শুধু একবার চলবে। একটি অদৃশ্য ভয়েস নোট পাঠাতে, আপনাকে স্বাভাবিকভাবে আপনার ভয়েস নোট রেকর্ড করতে হবে এবং পাঠানোর আগে নতুন এক বারের আইকনে ক্লিক করতে হবে। প্রাপক শুধু একবার নোটটি শুনতে সক্ষম হবেন এবং এটি তাদের চ্যাট ইতিহাস থেকে অদৃশ্য হয়ে যাবে।
১১ ডিসেম্বর, ২০২৩

রিলসের জন্য নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম প্রতিদিনই ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার এনে তাক লাগিয়ে দিচ্ছে। এবারও ব্যবহারকারীদের নতুন রিলস ফিচার নিয়ে এসেছে এ প্ল্যাটফর্মটি।  বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের মন জয় করতে প্রথম থেকেই রিলসে নতুন নতুন ফিচার যোগ করছে মেটার মালিক মার্ক জাকারবার্গ। এবার রিলসে কী সুবিধা পাওয়া যাবে সেটিও জানিয়েছে মেটার মালিক। তিনি জানান, ইনস্টাগ্রাম স্টোরির মতো ফিচার এবার যুক্ত হয়েছে রিলসের সঙ্গেও। এতে ব্যবহারকারীরা ভিডিওর সঙ্গে গানের কথা লিখে আপলোড করতে পারবেন। স্বাভাবিকভাবেই জানতে চাইবেন কীভাবে এডিটের সময় রিলসে জুড়ে দেওয়া যাবে গানের কথাগুলো। খুব সহজ। যেভাবে স্টোরি আপলোড করেন, অনেকটা সেই পদ্ধতিতে এ কাজ করা যাবে। ‘+’ আইকনটি ক্লিক করে রিলস তৈরি করতে হবে। তারপর ‘Audio’ অপশনে ক্লিক করে যোগ করুন আপনার পছন্দের গান। এবার বাঁ-দিকে সোয়াইপ করে যোগ করুন সেই গানের লিরিক্স বা শব্দগুলো। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠতে পারে কীভাবে এডিটের সময় রিলসের সঙ্গে গানের কথা জুড়ে দেওয়া যাবে। উত্তরটা সোজা, আপনি যেভাবে স্টোরি আপলোড করেন ঠিক একইভাবে এই কাজ করা যাবে। এজন্য ‘+’ চিহ্নটিতে ক্লিক করে রিলস তৈরি করতে হবে। তারপর ‘অডিও’ অপশনে ক্লিক করে আপনার পছন্দের গান যুক্ত করবেন। এবার বাম দিকে টেনে সেই গানের লিরিক্স বা শব্দগুলো যোগ করুন। ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসারি বলেন, অনেক সময়ই দেখা যায় ব্যবহারকারীরা ম্যানুয়ালি গানের শব্দগুলো যোগ করেন। কিন্তু এবার তা আরও সহজেই করা যাবে। এতে নিজের মনোভাব আরও ভালোভাবে ব্যক্ত করা যাবে। তবে শুধু গানের কথা যোগ করাই নয়, ব্যবহারকারীদের আকৃষ্ট করতে অদূর ভবিষ্যতে ইনস্টাগ্রামে আরও কিছু ফিচার আনার কথাও জানিয়েছেন মোসারি। সূত্র : গ্যাজেট ৩৬০
০৬ নভেম্বর, ২০২৩

ইমোর নিরাপত্তায় আসল নতুন ফিচার
জনপ্রিয় যোগাযোগমাধ্যম ইমো তাদের ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্রতিনিয়তই নিত্য-নতুন ফিচার নিয়ে আসছে। এবারও ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে। যা নাম ‘সিম কার্ড বাইন্ডিং ফিচার’। এই ফিচার ব্যবহার করতে নতুন ইমো ব্যবহারকারীদের নিজস্ব সিম কার্ড নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমো জানিয়েছে, সাইবার নিরাপত্তার জোরদারের অংশ হিসেবে ইমো ব্যবহারকারীদের দুই স্তরের ভেরিফিকেশন ব্যবহারের ক্রমাগত উৎসাহিত করে যাচ্ছে। এ ছাড়াও ব্যবহারকারীরা যেনো অপরিচিত ব্যক্তিদের সাথে ওটিপি (ওয়ান টাইপ পাসওয়ার্ড) শেয়ার না করেন, এ নিয়েও ইমোর পক্ষ থেকে ব্যবহারকারীদের ধারাবাহিকভাবে সচেতন করা হচ্ছে। বিশেষ করে, অন্য কোনো ডিভাইস থেকে লগইন করার ক্ষেত্রে দুই স্তরের ভেরিফিকেশন প্রক্রিয়া আরেকটি অতিরিক্ত নিরাপত্তার স্তরের মধ্য দিয়ে ব্যবহারকারীর অ্যাকাউন্টকে আরও বেশি নিরাপদ রাখতে সহায়তা করে।  পাশাপাশি এই নিরাপত্তাকে আরও বেশি জোরদার করতে তাদের ওটিপি ব্যক্তিগত রাখতে বলা হয়। অপরিচিত কারও সাথে ওটিপি শেয়ার করাকে প্রোফাইল হ্যাক হওয়ার পেছনে প্রাথমিক কারণ হিসেবে চিহ্নিত করা হয়। তাই কারও সাথে কখনই নিজের ওটিপি শেয়ার করা যাবে না। ইমো অ্যাকাউন্ট নিরাপদ ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ রাখার ক্ষেত্রে ডিভাইস ম্যানেজমেন্ট ও মাল্টি-ডিভাইস ম্যানেজমেন্ট ফিচার চালু করতে হবে। এতে করে কোনো কোনো ডিভাইসে অ্যাকাউন্টটি ব্যবহৃত হচ্ছে তা বুঝতে পারবেন ব্যবহারকারী এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনার সুযোগ পাবেন, যা ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে নিজের নিয়ন্ত্রণে অ্যাকাউন্ট ব্যবহারে ভূমিকা রাখবে। এদিকে যারা ইতোমধ্যে ইমো ব্যবহার করছে তারা চাইলে সহজে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। এটি চালু করতে সিকিউরিটি অপশনে যেতে হবে। ফিচারটি চালু করলেই ওই নির্দিষ্ট সিম কার্ড নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে অন্য কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। এমনকি ওটিপি শেয়ার করে হ্যাক করাও এখন অসম্ভব হয়ে পড়বে।  এই ফিচারের মধ্য দিয়ে অন্য যে কোনো ডিভাইস থেকে তাদের অন্য অ্যাকাউন্টে লগইন করার ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী এই ফিচার এনাবল বা ডিজ্যাবল করে রাখারও সুযোগ পাবেন। ইমো জানিয়েছে, এমন আরও অনেক ফিচার তারা সামনে নিয়ে আসবে। যেমন তারা খুব শিগগিরই ‘পাসকিস ফিচার’ অপশন চালু করতে যাচ্ছে।
০১ নভেম্বর, ২০২৩

নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
জনপ্রিয় অনলাইন ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সুবিধার জন্য প্রতিনিয়তই নতুন নতুন পরিবর্তন নিয়ে হাজির হচ্ছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার নিয়ে এসেছে এই প্ল্যাটফর্মটি। বর্তমানে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের যে ইন্টারফেস দেখে অভ্যস্ত, তা পরিবর্তন হতে চলেছে। নতুন ডিজাইন অনুযায়ী, ওপরের বারটির রং পরিবর্তন হয়ে সাদা করা হবে। বাকি বিষয়গুলো দেখাবে সবুজ রঙের।  ইতোমধ্যে অ্যান্ড্রয়েড বেটা ভার্সন ২.২৩.১৮.১৮-এ এই নতুন ডিজাইনটি পরীক্ষামূলক চালুও হয়েছে। গুগল প্লে বিটা প্রোগ্রামে এই ডিজাইনটি পাওয়া যাচ্ছে। তবে সবার জন্য এটি কবে উন্মুক্ত হবে, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। সম্প্রতি প্রকাশ্যে আসা হোয়াটসঅ্যাপের নতুন ডিজাইনের স্ক্রিনশটটিতে দেখা যাচ্ছে, ওপরের বারটির রং হয়ে গেছে সাদা। আবার নেভিগেশন বারটি জায়গা পেয়েছে অ্যাপের নিচের দিকে। মনে করা হচ্ছে, গুগলের নতুন মেটেরিয়াল ডিজাইজের গাইডলাইনকে মাথায় রেখেই এই পরিবর্তন করা হচ্ছে।
০২ সেপ্টেম্বর, ২০২৩
X