রোজা অবস্থায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদায় রোজা থেকে পুকুরে গোসল করতে গিয়ে পা‌নিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া তৃতীয় শ্রেণির ছাত্রী মালিহা (৭) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।  সোমবার (১ এপ্রিল) দুপুরে উপ‌জেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত শিশু মালিহা ঐ গ্রামের  মিজানুর রহমানের মেয়ে।   পারিবারিক সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে মালিহা খাতুন পাশের বাড়ির রেজাউলের পুকুরে গোসল করতে যায়। পরে মালিহার বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে দুপুর ২টার সময় এলাকার লোকজন ওই পুকুরে তার লাশ ভাসতে দে‌খে।  মালিহার বাবা মিজানুর রহমান কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ে মালিহা ২০টি রোজা রেখেছে। আজও সে রোজা অবস্থায় ছিল। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  
০২ এপ্রিল, ২০২৪

বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে আলফাকুন জাহান নিহা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নিহা ওই গ্রামের সুজন আলী ও রাখি খাতুন দম্পতির মেয়ে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা কাপড় কাচার জন্য নিহাকে সঙ্গে নিয়ে বাড়ির পূর্ব পাশে পুকুরে গিয়েছিল। পরে কাপড় কাচা শেষে মেয়েকে নিয়ে আসার কথা মনে ছিল না। কিছুক্ষণ পর নীহার দাদি নীহাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে নেহার লাশ পাওয়া যায়। তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।
২৭ মার্চ, ২০২৪

ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালীর সেনবাগে পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া (সর্দার পাড়া) গ্রামের পশ্চিমপাড়া কালাম বেপারীর পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু মো. আব্দুর রহিম ওই গ্রামের মুদি দোকান কর্মচারী মো. ইয়াছিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন। তিনি বলেন, শিশুটির মা শারমিন আক্তার ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে আব্দুর রহিমের মরদেহ ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৯ ফেব্রুয়ারি, ২০২৪

কুমিল্লায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামের মো. মাইন উদ্দিনের মেয়ে।  রোববার (২৮ জানুয়ারি) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের দাদা আবুল হাশেম।  জানা গেছে, রোববার দুপুরে দুই বছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস বাড়ির পাশে খেলা করছিল। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পাশের পুকুরে জান্নাতুল ফেরদৌসকে ভাসতে দেখে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় জান্নাতুল ফেরদৌসকে মুন্সিরহাট নেছারিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৮ জানুয়ারি, ২০২৪

সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে ইব্রাহীম হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইব্রাহীম হোসেন চৌবাড়িয়া গ্রামের ওমান প্রবাসী শরিফুল ইসলামের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা তাকে খাওয়ানোর পর নিজে সকালের নাস্তা করছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ঘেরের পানিতে ইব্রাহীমকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পিতা শরিফুল ইসলাম বলেন, ইব্রাহীম আমার ২য় সন্তান। আমার দশ বছর বয়সের একটি মেয়ে রয়েছে। সাত দিন আগে তিনি ওমান থেকে দেশে ফিরেছেন বলে জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ওসি মো. শাহীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
১৯ জানুয়ারি, ২০২৪

বোরো জমির পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমির পানিতে পড়ে জিহাদ মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকায় এ ঘটনা ঘটে। শিশু জিহাদ ওই এলাকার আলী হায়দারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু জিহাদ তার দাদার সঙ্গে বাড়ির পাশে বোরো জমিতে চাষাবাদের কাজ দেখতে যায়। সেখানে হঠাৎ কাঁপুনি উঠলে শিশুটি বোরো জমিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। শিশুর বাবা আলী হায়দার বলেন, আমার ছেলের জন্মের পর থেকেই মৃগী রোগ ছিল। দীর্ঘদিন ধরে তার এ রোগের চিকিৎসা চলছিল। জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।
১৬ জানুয়ারি, ২০২৪

শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে মাহাদি হাসান ইমন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মাহাদি হাসান ইমন ওই গ্রামের রিপন মিয়ায় ছেলে।  গত বৃহস্পতিবার উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিলাশের পাড় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. মতিন মিয়া বলেন, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মাহাদি হাসান ইমনকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
০২ ডিসেম্বর, ২০২৩

বেলকুচিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরের পানিতে ডুবে নুশরাত খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর)  সন্ধ্যার দিকে উপজেলার গোপালপুর দক্ষিন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার। নুশরাত বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকালে নুশরাতকে বাড়ির লোকজন দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশে পুকুরে তার দেহ ভাসতে দেখে। এরপর পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন তারা। এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 
০৪ নভেম্বর, ২০২৩

কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়ায় গর্তের পানিতে ডুবে হামিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  ঘটনাটি ঘটেছে সোমবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামে।  জানা যায়, বাড়ির পার্শ্বে পানির গর্ত ছিল। বৃষ্টি হওয়ার কারণে গর্তটি পানিতে ভর্তি ছিল। সোমবার বিকেলে ঘর থেকে বের হয়ে খেলা করছিল শিশু হামিম। কোনো এক সময় গর্তের পানিতে পড়ে যায় হামিম। পরে ঘরের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে দেখে বাড়ির পার্শ্বের গর্তের পানিতে ভাসছে তামিমের লাশ। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার উপপুলিশ পরিদর্শক সাদ্দাম হুসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 
২১ আগস্ট, ২০২৩
X